শিক্ষকের ভুমিকায় থানার ওসি 

Murshidabad News: শিক্ষকের ভূমিকায় থানার বড়বাবু! ছাত্রীদের শেখালেন প্রতারণা থেকে কীভাবে রক্ষা করবে নিজেদের

মুর্শিদাবাদ: পুলিশের পোষাকে থানার বড়বাবুকে শিক্ষকের জায়গায় পেয়ে খুশি সাগরদিঘী উচ্চ বালিকা বিদ্যালয়ে ছাত্রীরা। শিশু ও নারী কল্যাণে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয় সাগরদিঘী উচ্চ বালিকা বিদ্যালয়ে। আর সেই কর্মসূচিতে ছাত্রীদের ক্লাস রুমে আসেন সাগরদিঘী থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিজন রয়। বাল্যবিবাহ সহ নাবালিকারা কীভাবে প্রতারণার শিকার হচ্ছেবিষয়ে ছাত্রীদের সচেতন করেন।

শিক্ষকের ভুমিকায় থানার ওসি কে কাছে পেতেই আপ্লুত হয়ে পড়েন ছাত্রীরা।এদিনের এই সচেতনতা শিবিরে থানার ওসি ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যবিদ রবিন দত্ত, সহ বিশিষ্ট ব্যক্তিগণ।মুলত, বাল্যবিবাহ, এবং নাবালিকারা কিভাবে প্রতারণার শিকার হচ্ছে ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। সেই সঙ্গে অনলাইন প্রতারণা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

আরও পড়ুন:ঘরে দু’টি কড়ি থাকলেই কেল্লাফতে! আটকে থাকা টাকা ঢুকবে চোখের পলকে, লক্ষ্মীর কৃপায় কাটবে খারাপ সময়

এছাড়াও রাস্তাঘাটে বিপদের হাত থেকে কিভাবে তারা নিজেদের রক্ষা করবে সেই বিষয়ে ছাত্রীদের সচেতন করা হয়। পাশাপাশি, ছাত্রীরা নিজেদের রক্ষার পাশাপাশি কিভাবে পরিবেশ রক্ষার প্রতি সকলে একত্রিত হয়ে কাজ করা যেতে পারে এবং এক সুস্থ পরিবেশ গড়ে তোলা যেতে পারে সেই নিয়েও আলোকপাত করেন সাগরদিঘীর ওসি বিজন রায়।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

কৌশিক অধিকারী