বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ ছবি: পিটিআই

Suvendu Adhikari: কোলাঘাটে শুভেন্দুর অফিসে পুলিশ, বিরোধী দলনেতা বললেন ‘মমতার অত্যাচারে আছি’

কোলাঘাট: মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ তুলকালাম কোলঘাটে৷ শুভেন্দু অধিকারীর অভিযোগ, আদালতের বিশেষ বিশেষ রক্ষাকবচ থাকা সত্ত্বেও তাঁর অফিসে বেআইনি ভাবে অভিযান চালিয়েছে পুলিশ৷ আর তাই নিয়েই কোলাঘাট থানার সামনে ক্ষোভে ফেটে পড়লেন শুভেন্দু অধিকারী৷ তিনি বললেন, ‘মমতার অত্যাচারের শিকার আমি৷ আমার অনুপস্থিতিতে বা আমার অনুমোদিত প্রতিনিধি ছাড়া এ ভাবে তল্লাশি করা যায় না৷ এটা বেআইনি৷ আমি নির্বাচন কমিশনকে বলব, তল্লাশি করতে যে পুলিশি আধিকারিকরা এসেছিলেন, তাঁদের সাসপেনশন চাইছি৷ বদলি নয়, সাসপেনশন৷’

শুভেন্দুর অভিযোগ শুধু পুলিশকর্মীরা নন, এই দলে ছিলেন আই প্যাকের কর্মীরাও৷ তাঁর কাছে খবর এসেছিল, কয়েকজন সিভিল ড্রেস পরিহিত লোক এসে তাঁর কোলঘাটের ভাড়া অফিসে হঠাৎই এসে পড়েন মঙ্গলবার বিকেলে৷ তিনি তাঁদের সঙ্গে কথা বলে বলেন, তিনি না পৌঁছানো পর্যন্ত কোনও পদক্ষেপ না করতে৷ কিন্তু তা হয়নি বলেই অভিযোগ শুভেন্দুর৷ তিনি বলেন, ‘পুলিশ বেআইনি কাজ করেছে৷ ওরা যদি অস্ত্র রেখে দিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করে, তা হলে কী হবে?’

শুভেন্দু বলেন, আগামী দফার নির্বাচনে কাঁথি-তমলুক-সহ দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামের মানুষ এর জবাব দেবেন৷ এর পর তিনি ভোট প্রচারের জন্য চলে যান পাশকুঁড়া৷ কর্মীদের নির্দেশ দেন, নিজের বুথ এলাকায় চলে যেতে৷ এই গোটা ঘটনার প্রেক্ষিতে অভিযোগ দায়ের করতে জেলাশাসকের কাছে যাচ্ছে বিজেপির প্রতিনিধি দল৷

ঘটনায় পুলিশ অবশ্য বলেছে, নির্দিষ্ট কারণেই এই তল্লাশি করা হয়েছে৷ নির্দিষ্ট খবরের ভিত্তিতেই তল্লাশি করা হয়েছে৷