নিখোঁজ পড়ুয়াদের উদ্ধার করে নিয়ে আসছে পুলিশ৷

Purba Medinipur news: হঠাৎ উধাও পাঁচ পড়ুয়া, ছেলেধরা ‘আতঙ্ক’ পটাশপুরে! রাতভর তল্লাশি শেষে জানা গেল সত্যিটা

পঙ্কজ দাশরথী, পটাশপুর: পাঁচ আদিবাসী কিশোর কিশোরীর নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে ছেলেধরা আতঙ্ক ছড়াল পূর্ব মেদিনীপুরের পটাশপুরেও৷ শেষ পর্যন্ত রাতভর তল্লাশি চালিয়ে জঙ্গল থেকে পাঁচ কিশোর কিশোরীকেই উদ্ধার করল পটাশপুর থানার পুলিশ৷ উদ্ধার হওয়া কিশোর কিশোরীরা জানিয়েছে, পড়াশোনা না করার জন্য বাড়িতে বকাবকি করায় পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা৷ উদ্ধার হওয়া পড়ুয়াদের বয়স ৭ থেকে ১২ বছরের মধ্যে৷

জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে পটাশপুর থানার ঝুরিয়া থেকে নিখোঁজ হয়ে যায় ওই পাঁচ কিশোর কিশোরী। এদের প্রত্যেকের বাড়ি ঝুরিয়া এলাকায়। পটাশপুর থানার পুলিশ জানায়, টিউশন পড়াতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেন ওই পাঁচ জন।

আরও পড়ুন: বিরাটিতে উদ্ধার হওয়া শিশুর মা সঙ্গে থাকা মহিলাই! তুলকালাম কাণ্ডের পর দাবি রেল পুলিশের

টিউশন থেকে দীর্ঘ সময় বাড়ি ফিরে না আসায় তাদের বাবা-মায়েরা বিভিন্ন যায়গায় খোঁজাখুঁজি করেন। তার পরেও কোথাও ছেলেমেয়েদের খোঁজ না পটাশপুর থানায় অভিযোগ জানায় নিখোঁজ পড়ুয়াদের অভিভাবকরা।
অভিযোগ পেয়েই দ্রুত তল্লাশি অভিযান শুরু করে পটাশপুর থানার পুলিশ৷ পটাশপুর থানা ওসির নেতৃত্বে পুলিশের একটি দল সারা রাত অভিযান চালিয়ে বুধবার ভোর ৪ টে নাগাদ প্রায় ১০ কিলোমিটার দুরে চাঁদপুরের একটি ফাঁকা মাঠ লাগোয়া জঙ্গলের ভিতর থেকে ওই কিশোর কিশোরীদের উদ্ধার করে৷ তখনই তারা জানায়, বাড়িতে বকাবকি করার কারণেই পালিয়ে এসেছিল তারা৷

উদ্ধার হওয়া কিশোর কিশোরীদের নতুন পোশাক ও কিছু খাবার দিয়ে তাদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেন পটাশপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রঞ্জিত বিশ্বাস। সন্তানদের ফিরে পেয়ে তাঁদের বাবা-মায়েরাও স্বস্তির নিঃশ্বাস ফেলেন। পুলিশকেও ধন্যবাদ জানান তাঁরা৷