এক সময় বলিউডের সুন্দরী অভিনেত্রীদের তালিকায় ছিলেন পূজা বাত্রা। সৌন্দর্যের প্রতিযোগিতা থেকেই কেরিয়ার শুরু করেন তিনি। আসলে সাধারণ পরিবারেই জন্ম পূজার। সেনাবাহিনীতে ছিলেন বাবা আর তাঁর মা ছিলেন একজন মডেল। আর মা-কে দেখেই অনুপ্রেরণা পেয়েছিলেন অভিনেত্রী। ফলে মডেলিং দিয়েই শুরু করেছিলেন কেরিয়ার। সেখান থেকেই তাঁর জীবনে এক নতুন মোড় আসে। আজ তাঁর সাফল্যের গল্পই জেনে নেওয়া যাক।

কেরিয়ারের শিখরে থাকাকালীনই বিয়ে করে দেশ ছেড়েছিলেন, কিন্তু ভেঙে গিয়েছিল সুখের সংসার; তবে দ্বিতীয় ইনিংসে কিছুই করে উঠতে পারেননি এই অভিনেত্রী

এক সময় বলিউডের সুন্দরী অভিনেত্রীদের তালিকায় ছিলেন পূজা বাত্রা। সৌন্দর্যের প্রতিযোগিতা থেকেই কেরিয়ার শুরু করেন তিনি। আসলে সাধারণ পরিবারেই জন্ম পূজার। সেনাবাহিনীতে ছিলেন বাবা আর তাঁর মা ছিলেন একজন মডেল। আর মা-কে দেখেই অনুপ্রেরণা পেয়েছিলেন অভিনেত্রী। ফলে মডেলিং দিয়েই শুরু করেছিলেন কেরিয়ার। সেখান থেকেই তাঁর জীবনে এক নতুন মোড় আসে। আজ তাঁর সাফল্যের গল্পই জেনে নেওয়া যাক। (Photo-instagram@poojabatra)
এক সময় বলিউডের সুন্দরী অভিনেত্রীদের তালিকায় ছিলেন পূজা বাত্রা। সৌন্দর্যের প্রতিযোগিতা থেকেই কেরিয়ার শুরু করেন তিনি। আসলে সাধারণ পরিবারেই জন্ম পূজার। সেনাবাহিনীতে ছিলেন বাবা আর তাঁর মা ছিলেন একজন মডেল। আর মা-কে দেখেই অনুপ্রেরণা পেয়েছিলেন অভিনেত্রী। ফলে মডেলিং দিয়েই শুরু করেছিলেন কেরিয়ার। সেখান থেকেই তাঁর জীবনে এক নতুন মোড় আসে। আজ তাঁর সাফল্যের গল্পই জেনে নেওয়া যাক। (Photo-instagram@poojabatra)
১৯৯৩ সালে ফেমিনা মিস ইন্ডিয়া-য় অংশ নিয়েছিলেন পূজা বাত্রা। লিরিল সোপ এবং হেড অ্যান্ড শোলডার্সের বিজ্ঞাপনে দেখা যেতে থাকে তাঁকে। সেখান থেকেই কাজ পেতে শুরু করেন তিনি। এরপর ১৯৯৭ সালে বলিউডে পা রাখেন তিনি। তাঁর প্রথম ছবি ছিল অনিল কাপুর এবং টাবু অভিনীত ‘ভিরাসত’। (Photo-instagram@poojabatra)
১৯৯৩ সালে ফেমিনা মিস ইন্ডিয়া-য় অংশ নিয়েছিলেন পূজা বাত্রা। লিরিল সোপ এবং হেড অ্যান্ড শোলডার্সের বিজ্ঞাপনে দেখা যেতে থাকে তাঁকে। সেখান থেকেই কাজ পেতে শুরু করেন তিনি। এরপর ১৯৯৭ সালে বলিউডে পা রাখেন তিনি। তাঁর প্রথম ছবি ছিল অনিল কাপুর এবং টাবু অভিনীত ‘ভিরাসত’। (Photo-instagram@poojabatra)
প্রথম ছবিতে দুর্ধর্ষ অভিনয় দিয়ে সকলের নজর কাড়েন পূজা। এরপর ‘ভাই’, ‘হাসিনা মান জায়েগি’, ‘দিল নে ফির ইয়াদ কিয়া’-র মতো ছবিতেও অভিনয় করেছেন তিনি। (Photo-instagram@poojabatra)
প্রথম ছবিতে দুর্ধর্ষ অভিনয় দিয়ে সকলের নজর কাড়েন পূজা। এরপর ‘ভাই’, ‘হাসিনা মান জায়েগি’, ‘দিল নে ফির ইয়াদ কিয়া’-র মতো ছবিতেও অভিনয় করেছেন তিনি। (Photo-instagram@poojabatra)
কেরিয়ারে ধীরে ধীরে এগোচ্ছিলেন অভিনেত্রী। প্রায় ৩০টি ছবিতে অভিনয়ও করে ফেলেছিলেন। আর কেরিয়ারের শীর্ষে থাকাকালীন আচমকাই আমেরিকান চিকিৎসক ডা. সোনু অহলুওয়ালিয়ার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন তিনি। আর ইন্ডাস্ট্রিকে পাকাপাকি ভাবে বিদায় জানিয়ে আমেরিকায় গিয়ে সংসার পাতেন। দাম্পত্য জীবন সুখেই কাটছিল।
কেরিয়ারে ধীরে ধীরে এগোচ্ছিলেন অভিনেত্রী। প্রায় ৩০টি ছবিতে অভিনয়ও করে ফেলেছিলেন। আর কেরিয়ারের শীর্ষে থাকাকালীন আচমকাই আমেরিকান চিকিৎসক ডা. সোনু অহলুওয়ালিয়ার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন তিনি। আর ইন্ডাস্ট্রিকে পাকাপাকি ভাবে বিদায় জানিয়ে আমেরিকায় গিয়ে সংসার পাতেন। দাম্পত্য জীবন সুখেই কাটছিল।
কিন্তু ধীরে ধীরে পূজা এবং তাঁর স্বামীর মধ্যে দূরত্ব তৈরি হয়। ২০১১ সাল নাগাদ বিবাহবিচ্ছেদের আবেদন জানান। সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদনে দাবি করা হয় যে, বিয়ের কয়েক বছর পরে রুপোলি দুনিয়ায় ফিরতে চেয়েছিলেন অভিনেত্রী। কিন্তু তাঁর স্বামী এর বিরোধিতা করেন। (Photo-instagram@poojabatra)
কিন্তু ধীরে ধীরে পূজা এবং তাঁর স্বামীর মধ্যে দূরত্ব তৈরি হয়। ২০১১ সাল নাগাদ বিবাহবিচ্ছেদের আবেদন জানান। সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদনে দাবি করা হয় যে, বিয়ের কয়েক বছর পরে রুপোলি দুনিয়ায় ফিরতে চেয়েছিলেন অভিনেত্রী। কিন্তু তাঁর স্বামী এর বিরোধিতা করেন। (Photo-instagram@poojabatra)
বলিউড শাদিস-এর প্রতিবেদন অনুযায়ী, সোনু অহলুওয়ালিয়া সন্তান চেয়েছিলেন। কিন্তু পূজা সেটা চাননি। এই বিষয়ে কিছুতেই মিলছিল না তাঁদের মত। সেই কারণে ২০১১ সালে বিবাহবিচ্ছেদ করে দেশে ফিরে আসেন পূজা।
বলিউড শাদিস-এর প্রতিবেদন অনুযায়ী, সোনু অহলুওয়ালিয়া সন্তান চেয়েছিলেন। কিন্তু পূজা সেটা চাননি। এই বিষয়ে কিছুতেই মিলছিল না তাঁদের মত। সেই কারণে ২০১১ সালে বিবাহবিচ্ছেদ করে দেশে ফিরে আসেন পূজা।
আর ভারতে পা রেখেই যেন নয়া ইনিংস শুরু করেন পূজা। ‘হাম তুম শাবানা’, ‘এবিসিডি২’, ‘কিলার পঞ্জাবি’, ‘মিরর গেম’, ‘স্কোয়াড’-এর মতো ছবিতে অভিনয়ও করেন। কিন্তু ভক্তদের মনে তেমন ছাপ ফেলতে পারেননি অভিনেত্রী। এরপর ২০১৯ সালে অভিনেতা নওয়াব শাহের সঙ্গে দ্বিতীয় বারের জন্য বিয়ের পিঁড়িতে বসেন পূজা বাত্রা। হিন্দি, তামিল, তেলুগু এবং মালয়ালম ছবিতে অভিনয় করেছেন নওয়াব শাহ। মূলত অ্যাকশন ছবিতেই দেখা যায় তাঁকে। ‘ভাগ মিলখা ভাগ’, ‘ডন ২’, ‘দিলওয়ালে’ ছবিতে অভিনয় করেছেন অভিনেতা। (Photo-instagram@poojabatra)
আর ভারতে পা রেখেই যেন নয়া ইনিংস শুরু করেন পূজা। ‘হাম তুম শাবানা’, ‘এবিসিডি২’, ‘কিলার পঞ্জাবি’, ‘মিরর গেম’, ‘স্কোয়াড’-এর মতো ছবিতে অভিনয়ও করেন। কিন্তু ভক্তদের মনে তেমন ছাপ ফেলতে পারেননি অভিনেত্রী। এরপর ২০১৯ সালে অভিনেতা নওয়াব শাহের সঙ্গে দ্বিতীয় বারের জন্য বিয়ের পিঁড়িতে বসেন পূজা বাত্রা। হিন্দি, তামিল, তেলুগু এবং মালয়ালম ছবিতে অভিনয় করেছেন নওয়াব শাহ। মূলত অ্যাকশন ছবিতেই দেখা যায় তাঁকে। ‘ভাগ মিলখা ভাগ’, ‘ডন ২’, ‘দিলওয়ালে’ ছবিতে অভিনয় করেছেন অভিনেতা। (Photo-instagram@poojabatra)