প্রয়াত স্বর্ণযুগের বিখ্যাত গায়ক, কিংবদন্তি শিল্পীকে হারিয়ে শোকের ছায়া সঙ্গীতজগতে

Popular Singer Death: নক্ষত্রপতন! প্রয়াত স্বর্ণযুগের বিখ্যাত গায়ক, কিংবদন্তি শিল্পীকে হারিয়ে শোকের ছায়া সঙ্গীতজগতে

ফের দুঃসংবাদ৷ গজল সম্রাট পঙ্কজ উধাসের মৃত্যুর এক মাসের মধ্যেই আরও এক খারাপ খবর৷ সঙ্গীত জগতে ফের শোকের ছায়া৷ প্রয়াত হলেন স্বর্ণযুগের বিখ্যাত শিল্পী কমলেশ আওয়াস্থি৷ কিংবদন্তি শিল্পীর প্রয়াণে শোকের ছায়া পড়েছে সঙ্গীত মহলে৷ মৃত্যুকালে শিল্পীর বয়স হয়েছিল ৭৮ বছর৷ সকলের কাছে তিনি ভয়েস অফ মুকেশ নামে পরিচিত ছিলেন৷ তাঁর প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীত জগৎ৷

দীর্ঘদিন ধরেই জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিলেন এই শিল্পী৷ দীর্ঘ একমাস কোমায় ছিলেন কিংবদন্তি৷ অবশেষে আর শেষরক্ষা হল না৷ গত বৃহস্পতিবার না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি গায়ক৷

আরও পড়ুন- শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

কিংবদন্তি অভিনেতা রাজ কাপুরের লিপে গান গেয়েছিলেন সঙ্গীত শিল্পী কমলেশ৷ তাঁর গানের প্রতিভার জেরেই তিনি সকলের মন জয় করে নিয়েছিলেন৷ রাজ কাপুরের ছবিতে গান গেয়ে ভয়েস অফ মুকেশের তকমা পেয়েছিলেন৷’ট্রিবিউট টু মুকেশ’ অ্যালবামের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন শিল্পী। কিংবদন্তি গায়ক মুকেশের সঙ্গে তাঁর গলার অনেকটাই মিল পেত সকলেই৷ আর এই কারণের জন্যই তাঁকে ভয়েস অফ মুকেশ নামে সম্বোধন করা হত৷

গুজরাতি ছবির একাধিক গান তাঁর গলায় রয়েছে৷ গুজরাতি ছবিতেও তাঁর অবদান ছিল বিরাট৷ গুজরাতি ছাড়াও হিন্দি ছবিতেও তাঁর কৃতিত্ব ছিল৷ একাধিক গান গেয়ে সকলের মন জয় করে নিয়েছেন তিনি৷ তাঁর মৃত্যুতে সঙ্গীতজগতের একাধিক ব্যক্তিত্বরা শোকপ্রকাশ করেছেন৷ তাঁর মৃত্যু সঙ্গীতজগতের জন্য বিরাট ক্ষতি ৷