টিকটক ছাড়লেন ‘ভাবীজি’, হতাশ ভক্তরা!

 

 

#মুম্বই: চাইনিজ পণ্য বয়কট করার জন্য দেশজুড়ে ডাক জোরাল হচ্ছে৷ জনপ্রিয় চাইনিজ অ্যাপগুলির ব্যবহার বন্ধ করার জন্যও সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু হয়েছে৷ ভারতে সবথেকে জনপ্রিয় চাইনিজ অ্যাপ টিকটক ব্যবহারও ছেড়ে দিচ্ছেন অনেকেই৷ সেই তালিকায় রয়েছেন বেশ কিছু সেলিব্রিটিও৷

এবার জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘ভাবীজি ঘর পর হ্যায়’ খ্যাত অভিনেত্রী শুভাঙ্গি আত্রেও টিকটিক-এর ব্যবহার বন্ধ করলেন৷ নিজের ফোন থেকে টিকটক অ্যাপ ডিলিট করে দেওয়ার পাশাপাশি টিকটক-এ নিজের অ্যাকাউন্টটিও ডিলিট করে দিয়েছেন তিনি৷ নিজের ভক্তদের কাছেও একই আবেদন করেছেন শুভাঙ্গি৷

 

View this post on Instagram

 

#justforfun ?

A post shared by ?Shubhangi.A? (@shubhangiaofficial) on

ভক্তদের উদ্দেশে শুভাঙ্গি আবেদন করেছেন, তাঁরাও যেন স্থানীয় পণ্য এবং জিনিসের ব্যবহার করার জন্য প্রচার করেন৷ অভিনেত্রী বলেন, ‘আমি টিকটক ছেড়েছিল কারণ আমি স্থানীয় ব্যবসাগুলিকে সমর্থন করতে চাই৷ আমি চাই না এই অ্যাপটি আমাদের দেশের অর্থ ব্যবস্থার উপরে কোনও প্রভাব ফেলুক৷ এটি ঠিক যে এই অ্যাপটি একটি গুরুত্বপূর্ণ সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম৷ প্রচারের কাজেও এর ব্যবহার করা যায়৷ কিন্তু আমি এখন থেকে এই অ্যাপটি আর ব্যবহার করব না, কারণ আমি নিজের দেশকে সমর্থন করতে চাই৷’

 

View this post on Instagram

 

A post shared by ?Shubhangi.A? (@shubhangiaofficial) on

অভিনেত্রী জানিয়েছেন, এই ধরনের আরও অনেক সোশাল মিডিয়া অ্যাপ রয়েছে এবং তিনি সেগুলিরই ব্যবহার করবেন৷ বাকিদের কাছেও একই আবেদন করেছেন শুভাঙ্গি৷ তবে অভিনেত্রী আচমকা টিকটক থেকে বেরিয়ে যাওয়ায় অনেক ভক্তই হতাশা ব্যক্ত করেছেন৷