Tag Archives: TikTok

Death News: মাত্র ২৯ বছরে সব শেষ! অকালে মৃত্যু জনপ্রিয় টিকটক তারকার, শোকের ছায়া

নিউইয়র্ক: আবারও দুঃসংবাদ৷ বিনোদন জগতে একের পর এক খারাপ খবর৷ অকালে চলে গেলেন জনপ্রিয় টিকটক তারকা ইভা ইভান্স৷ আমেরিকান টিকটক ইনফ্লুয়েন্সার ইভা মাত্র ২৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ তাঁর বোন লীলা মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন৷

নিউইয়র্কের টিকটক তারকা ইভা ইভান্স যিনি তৈরি করেছেন এবং অ্যামাজন প্রাইম ভিডিও কমেডি সিরিজ ক্লাব র‍্যাট-এ অভিনয় করেছেন৷ এটি ২০২৩ সালে অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখানো হয়েছিল। ইভা তাঁর সোশ্যাল মিডিয়া চ্যানেলে নিজের বাস্তব জীবনকে বারেবারে তুলে ধরতেন৷ চলতি বছরেই দীর্ঘ ২ বছরের সম্পর্ক ভেঙে যায় টিকটক তারকার৷

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

টিকটক তারকার একটি ছবি পোস্ট করে মৃত্যুর খবর জানিয়ে তাঁর বোন লীলা লেখেন, ‘আমাদের মিষ্টি, কল্পিত, সৃজনশীল, যত্নশীল, হাসিখুশি ইভা, আমার সুন্দরী বোন মারা গেছে। আমি জানি এই খবরটি বিশ্বাস করা কতটা অবিশ্বাস্য এবং কঠিন হবে৷’ তিনি আরও জানান, মঙ্গলবার সন্ধ্যায় নিম্ন ম্যানহাটনে পরিবার তার শোকসভা উদযাপন করবে৷ তবে কীভাবে আচমকা তাঁর মৃত্যু হল তা প্রকাশ করেনি পরিবার৷ তাঁর এভাবে চলে যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে পুরো পরিবারে৷

Tiktok Star Dies: ৩৬-এই সব শেষ! আকস্মিক রহস্যমৃত্যু ইন্টারনেট তারকার, মা বলছেন, কী ঘটেছে কিছু বুঝছি না

ওয়াশিংটন ডিসি: প্রয়াত টিকটক (TikTok) তারকা কাইল মারিসা রথ। বর্তমান সময়ের পপ সংস্কৃতি এবং তারকাদের বিভিন্ন ইভেন্ট নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য বিশেষ ভাবে পরিচিত কাইল। মাত্র ৩৬ বছরেই পথচলা শেষ৷

 

View this post on Instagram

 

A post shared by Lindsay Roth (@thehighfemme)

রথের বোন লিন্ডসে সোমবার ইনস্টাগ্রামে দুঃসবাদটি জানান। যদিও মৃত্যুর কারণ এখনও খোলসা করা হয়নি পরিবারের তরফে। বোনের বিবৃতি, ‘এই ঘটনার সঙ্গে এখনও যুঝে উঠতে পারিনি আমরা। পরিবার হিসেবে আমরা এখনও বুঝতে পারছি না তার জীবনটাকে কীভাবে যথাযথভাবে উদযাপন এবং সম্মান করা যায়। আমরা এখনও জানি না কী হয়েছে।’

আরও পড়ুন: পিরিয়ডের সময় শ্যাম্পু? শরীরে কি বড়সড় ক্ষতি! মাসিকের কোন দিন চুল ধুলে আপনি নিরাপদ? চিকিৎসক কী বলছেন

কাইলের ভক্তদের কাছে রথের বোনের আবেদন, যদি কেউ কাইলের জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে তিনি তাঁর সঙ্গে নিজের দিদির স্মৃতি ভাগ করে নিতে রাজি। বোনের কথায়, ‘তার হাস্যরস, বুদ্ধিমত্তা, সৌন্দর্য, গসিপ অ্যাক্টিভিজম, অ্যাথলেটিসিজম এবং আরও অনেক কিছু কত লোকে পছন্দ করত।’

কাইলের মা জ্যাকি তাঁর লড়াইয়ের কথা জানান, ‘‘এটি ব্যক্তিগত জীবন। এই প্ল্যাটফর্মে শেয়ার করার নয় কিন্তু এটুকু জানাতে চাই, আমার জীবনে ধ্বংসাত্মক ক্ষতি হয়ে গেল৷ আমার মেয়ে কাইল মারা গিয়েছে। সে আপনাদের কয়েকজনের জীবনকে ব্যক্তিগতভাবে এবং বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে স্পর্শ করেছে। কাইল ভালবেসে, নির্ভয়ে জীবনযাপন করত। এখন আমরা কিছুই বুঝতে পারছি না। হয়তো আগামী কয়েকদিনের মধ্যে স্পষ্ট হবে সব।

Menstruation: ঋতুস্রাবের পরে সাপের মতো খোলস ছাড়েন মেয়েরা, ভাইরাল ভিডিওর চমকে ওঠা দৃশ্যে আলোড়ন বিশ্ব জুড়ে!

ঋতুচক্র বা মেনস্ট্রুয়েশন সাইকল, ঋতুস্রাব বা মেনস্ট্রুয়াল ব্লাড নিয়ে এখনও সমাজে অশিক্ষার অন্ধকার রয়ে গিয়েছে। তা এক দিকে যেমন নারীদের অস্বস্তিজনক অবস্থার মধ্যে ফেলে দেয়, তেমনই এই নিয়ে সরাসরি বাক্যালাপের বিষয়ে পুরুষদের মধ্যেও তৈরি করে নানা রকমের ছুঁৎমার্গ। নারী হন বা পুরুষ, প্রসঙ্গ উঠলে অনেকেই এমন ভান করেন যে এরকম কোনও শারীরবৃত্তীয় প্রক্রিয়া আদতে পৃথিবীতে নেই! সেই সঙ্গে ঋতুচক্র নিয়ে সমাজে, বিশেষ করে পুরুষদের মধ্যে প্রচলিত রয়েছে নানা অবিশ্বাস্য ধারণা! সেই সব মানসিকতাকেই এবার একহাত নিলেন TikTok ইউজার ডাকোটা ফিন্ক (Dakota Fink)। ঋতুচক্র বিষয়ে কুসংস্কারগ্রস্ত পুরুষদের বলা যায় ঘোল খাইয়ে ছাড়লেন তিনি!

সম্প্রতি ডাকোটা তাঁর TikTok হ্যান্ডেল থেকে একটি ভিডিও আপলোড করেছেন। সেখানে তিনি দাবি করেছেন যে ঋতুচক্রের পরে মেয়েরা ঠিক সাপের মতোই খোলস ছাড়েন, তাঁদের ত্বক উঠে আসে। শুধু এটুকু বলেই ক্ষান্ত থাকেননি ডাকোটা, হাতেনাতে তার প্রমাণও দিয়েছেন। ভিডিওয় দেখা যাচ্ছে যে সাপের খোলস ছাড়ার মতো করেই নিজের মুখ থেকে চামড়া টেনে তুলে ফেলছেন তিনি! যা দেখে আপাতদৃষ্টিতে চমকে উঠতে হলেও পরক্ষণেই বোঝা যাচ্ছে যে আদতে ওটা ত্বক নয়, নিতান্তই এক ফেস মাস্ক! কিন্তু অনভিজ্ঞ এবং ঋতুচক্র নিয়ে কুসংস্কারাগ্রস্ত পুরুষরা এই ভাঁওতা বিশ্বাস করে নিয়েছেন, ডাকোটার ভিডিওর নিচে পোস্ট করা নানা কমেন্ট তা সাফ বুঝিয়ে দিয়েছে।

যেমন, এক ইউজার বেশ সহানুভূতির সঙ্গেই জানিয়েছেন যে ব্যাপারটা জেনে তাঁর খারাপ লেগেছে, মেয়েদের যে এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়, কে তা কল্পনা করতে পেরেছিল! এই ধরনের মন্তব্য আরও আছে! আর তার জেরে মহিলা TikTok ইউজাররা ডাকোটার মতোই বোকা বানাতে শুরু করেছেন পুরুষদের এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে। এক মহিলা যেমন জানিয়েছেন যে ঋতুচক্র যেমন একেক মহিলার ক্ষেত্রে একেক বয়সে শুরু হয়, তেমনই এই খোলস ছাড়ার ব্যাপারটাও একেক মহিলার একেক বয়সে হয়ে থাকে। আরেক ইউজার আবার এক ধাপ এগিয়ে গিয়ে লিখেছেন যে প্রথম ওঠা খোলস তিনি সযত্নে রেখে দিয়েছেন, মেয়ের যখন প্রথম ঋতুচক্রের অভিজ্ঞতা হবে, তখন তাকে উপহার হিসেবে দেবেন!

PUBG নিষিদ্ধ অ্যাপ-তালিকায় নেই, জেনেই TikTok আসক্তদের নিয়ে রসিকতা শুরু ট্যুইটারে!

সোমবার রাতে সম্ভবত অনলাইন গেম প্রেমী বহু ভারতীয় রাতে সাধ্যমতো এলাহি ভোজের আয়োজন করলেন৷ অন্তত পাতে না হলেও, মনে তো অবশ্যই ফূর্তির শেষ নেই৷ যার প্রতিফলন ট্যুইটারে তুমুল রসিকতা৷ কথা হচ্ছে, TikTok বনাম PUBG৷ দুটোই প্রায় সমান জনপ্রিয় ভারতে৷ গেমারদের কাছে PUBG সেরা৷ আবার ভিডিও প্রেমীদের কাছে TikTok যথেষ্ট জনপ্রিয়৷

সোমবার সন্ধ্যায় TikTok-সহ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করতেই, সোশ্যাল মিডিয়ায় উল্লাসে ফেটে পড়েন PUBG ব্যবহারকারীরা৷ প্রথমে অনেকেই ভেবেছিল, PUBG হয়তো চিনা অ্যাপ৷

পরে দেখা যায়, PUBG চিনা অ্যাপ নয়৷ স্বস্তির নিঃশ্বাস ফেলেন গেমাররা৷ শুরু হয়ে গিয়েছে মিম৷ ট্যুইটারে TikTok ব্যবহারকারীদের উদ্দেশে চরম রসিকতা শুরু করেছেন নেটিজেনরা৷

কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে, ১৩০ কোটি ভারতবাসীর তথ্য সুরক্ষা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা নিয়ে প্রশ্ন উঠছিল৷ দেশের ঐক্যতা, সার্বভৌমত্বের পক্ষেও এই অ্যাপগুলি ক্ষতিকর৷ নিষিদ্ধ হওয়া এই ৫৯টি অ্যাপ-এর মধ্যে TikTok, Shareit, Kwai, UC Browser, Baidu map-সহ একাধিক তথাকথিত জনপ্রিয় অ্যাপ রয়েছে৷

PUBG তৈরি করেছেন ব্রেনডেন গ্রিনে নামে এক ব্যক্তি৷ তিনি আয়ারল্যান্ডের বাসিন্দা৷ ফলে চিনা অ্যাপ তালিকায় স্বাভাবিক ভাবেই PUBG নেই৷

টিকটক ছাড়লেন ‘ভাবীজি’, হতাশ ভক্তরা!

 

 

#মুম্বই: চাইনিজ পণ্য বয়কট করার জন্য দেশজুড়ে ডাক জোরাল হচ্ছে৷ জনপ্রিয় চাইনিজ অ্যাপগুলির ব্যবহার বন্ধ করার জন্যও সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু হয়েছে৷ ভারতে সবথেকে জনপ্রিয় চাইনিজ অ্যাপ টিকটক ব্যবহারও ছেড়ে দিচ্ছেন অনেকেই৷ সেই তালিকায় রয়েছেন বেশ কিছু সেলিব্রিটিও৷

এবার জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘ভাবীজি ঘর পর হ্যায়’ খ্যাত অভিনেত্রী শুভাঙ্গি আত্রেও টিকটিক-এর ব্যবহার বন্ধ করলেন৷ নিজের ফোন থেকে টিকটক অ্যাপ ডিলিট করে দেওয়ার পাশাপাশি টিকটক-এ নিজের অ্যাকাউন্টটিও ডিলিট করে দিয়েছেন তিনি৷ নিজের ভক্তদের কাছেও একই আবেদন করেছেন শুভাঙ্গি৷

 

View this post on Instagram

 

#justforfun ?

A post shared by ?Shubhangi.A? (@shubhangiaofficial) on

ভক্তদের উদ্দেশে শুভাঙ্গি আবেদন করেছেন, তাঁরাও যেন স্থানীয় পণ্য এবং জিনিসের ব্যবহার করার জন্য প্রচার করেন৷ অভিনেত্রী বলেন, ‘আমি টিকটক ছেড়েছিল কারণ আমি স্থানীয় ব্যবসাগুলিকে সমর্থন করতে চাই৷ আমি চাই না এই অ্যাপটি আমাদের দেশের অর্থ ব্যবস্থার উপরে কোনও প্রভাব ফেলুক৷ এটি ঠিক যে এই অ্যাপটি একটি গুরুত্বপূর্ণ সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম৷ প্রচারের কাজেও এর ব্যবহার করা যায়৷ কিন্তু আমি এখন থেকে এই অ্যাপটি আর ব্যবহার করব না, কারণ আমি নিজের দেশকে সমর্থন করতে চাই৷’

 

View this post on Instagram

 

A post shared by ?Shubhangi.A? (@shubhangiaofficial) on

অভিনেত্রী জানিয়েছেন, এই ধরনের আরও অনেক সোশাল মিডিয়া অ্যাপ রয়েছে এবং তিনি সেগুলিরই ব্যবহার করবেন৷ বাকিদের কাছেও একই আবেদন করেছেন শুভাঙ্গি৷ তবে অভিনেত্রী আচমকা টিকটক থেকে বেরিয়ে যাওয়ায় অনেক ভক্তই হতাশা ব্যক্ত করেছেন৷

 

‘বয়কট চিন’-এর জোয়ারে ভাইরাল Remove China App, অল্প সময়েই ৫০ লক্ষের বেশি ডাউনলোড

#নয়াদিল্লি: করোনা সংক্রমণ ছড়িয়ে দেওয়ার অভিযোগে চিনের বিরুদ্ধে দেশে ক্ষোভ বাড়ছিল৷ তার সঙ্গে যুক্ত হয়েছে লাদাখে ভারতীয় বাহিনীর সঙ্গে চিনা বাহিনীর সংঘাতে জড়ানোর ঘটনা ৷ দুইয়ে মিলে দেশজুড়ে চিনকে বয়কটের ডাক ক্রমেই জোরাল হচ্ছে৷ আর সেই কারণেই গুগল প্লে স্টোরে ভাইরাল হয়েছে ‘Remove China App’ অ্যাপটি।

Remove China App- এই অ্যাপটি লঞ্চ করেছে জয়পুরের সংস্থা ওয়ানটাচ অ্যাপল ল্যাবস। এই অ্যাপ এক ঝটকায় সমস্ত চিনা অ্যাপ খুঁজে বের করে দেবে। টিকটক, জেন্ডার, ক্যামস্ক্যানার-এর মতো জনপ্রিয় একাধিক অ্যাপ খুব সহজেই বন্ধ করা যাবে এই অ্যাপটি সাহায্যে। ১৭ মে লঞ্চ হয়েছিল চিন বিরোধী এই অ্যাপটি। ইতিমধ্যেই ৫০ লক্ষেরও বেশি মানুষ এই অ্যাপটি ডাউনলোড করেছে। ৫ এর মধ্যে ৪.৯ স্টার রেটিংও পেয়েছে অ্যাপটি। পাশপাশি ২৪ হাজার রিভিউ পেয়েছে।

কীভাবে কাজ করে এই অ্যাপ

গুগল প্লে স্টোরে গিয়ে Remove China Apps লিখে সার্চ করুন। এই অ্যাপটি লোগো- একটি ড্রাগনের পিচজনে দুটি ঝাঁটা ক্রোশ করে রয়েছে। অ্যাপ-টির ওজন মাত্র ৩.৮ এমবি। এই মুহূর্তে শুধুমাত্র অ্যান্ড্রয়েড স্মার্টফোনের গ্রাহকরাই এই অ্যাপটি ব্যবহার করতে পাড়বেন। এই অ্যাপটি ব্যবহার করা খুব সহজ।

ডাউনলোড হয়ে গেলে অ্যাপটি ওপেন করে স্ক্রিনের উপর ভেসে ওঠা ‘Scan’ অপশনটিতে ক্লিক করুন। আপনার মোবাইলে যে সমস্ত চিনা অ্যাপ আছে, দেখিয়ে দেবে। আপনি যদি TikTok, UC Browser, CamScanner, Xender অ্যাপগুলি ব্যবহার করেবেন তাহলে আপনার সামনে এই অ্যাপটি ভেসে উঠবে। এবার আপনি চাইলে সেই অ্যাপগুলি ডিলিট করতে পাড়বেন এই অ্যাপটি সাহায্যেই।

এই অ্যাপটি ব্যবহার করার জন্য সাইন ইন করার প্রয়োজন নেই। সেই সঙ্গে অ্যাপটি ইউজারদ্যার কোনও পার্সোনাল তথ্য অ্যাকসেস করার জন্য অনুমতি চায় না।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এই অ্যাপটি। ফেসবুক আর ট্যুইটারে এই অ্যাপ ব্যবহারকারীরা স্ক্রিনশট দিয়ে জানাছে যে তাঁদের ফোনে আর কোনও চিনা অ্যাপ নেই। সেই সঙ্গে অনেকে চিনা অ্যাপ-এর তালিকাও শেয়ার করছেন।

নগ্ন অবস্থায় গাড়িতে বসেই টিকটক ভিডিও বানালেন জ্যাকলিন ফার্নান্ডেজ ! দেখুন ভিডিও

#মুম্বাই: জ্যাকলিন ফার্নান্ডেজ। বলিউডে কাটিয়ে ফেললেন বেশ অনেকগুলো বছর। সলমন খানের প্রিয় নায়িকাদের মধ্যে তিনি একজন। অমিতাভ, জন, রিতেশ দেশমুখ, অক্ষয়কুমারের মতো অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধে কাজও করেছেন তিনি। তার ছিপছিপে চেহারায় পাগল গোটা বলিউড। যেমন সুন্দর তাঁর কথা বলা তেমন সুন্দর তাঁর চলা।

সম্প্রতি তিনি তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ভিডিও শেয়ার করেছেন। টিকটক ভিডিও। যেখানে তিনি গানের সঙ্গে গলা মিলিয়েছেন গাড়িতে বসে। ভিডিওতে জ্যাকলিনকে দেখা যাচ্ছে খালি গায়ে। এই ভিডিওটি শেয়ার হতেই ভাইরাল হয়।

 

View this post on Instagram

 

Tik Tok made me do it.. ?? @tiktok ❤️❤️❤️ welcoming my babies @piyush_bhagat @shaziasamji to @tiktok too!!!

A post shared by Jacqueline Fernandez (@jacquelinef143) on

‘অসম যাব’ বলে কান্না জুড়লেন শ্রাবন্তী ! দেখুন ভিডিও

#কলকাতা: শ্রাবন্তী টলিউডের মিষ্টি অভিনেত্রী। শ্রাবন্তী সবসময় চর্চায় থাকেন তাঁর অভিনয়ের জন্য। তবে শ্রাবন্তী সব থেকে বেশি চর্চায় থেকেছেন তাঁর বিয়ে নিয়ে। ২০১৯-এ শ্রাবন্তী তৃত্বীয় বার বিয়ে করেন রোশনকে। আর তার পর তাঁকে নিয়ে সমালোচনা হয় প্রচুর। কিন্তু সব সমালোচনাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ভাল আছেন তিনি তাঁর নতুন সংসারে।

শ্রাবন্তী সোশ্যাল মিডিয়াতেও খুব অ্যাক্টিভ। তিনি সব সময় ছবি বা ভিডিও শেয়ার করে থাকেন। শ্রাবন্তী টিকটকেও খুলেছেন অ্যাকাউন্ট। সেজে গুজে তিনি বানালেন টিকটক ভিডিও। ‘আসাম যাব’ গানে ঠোঁট মেলালেন তিনি। এই ভিডিও এতবার শেয়ার হয়েছে যে এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

নাতনির সঙ্গে টিকটক ভিডিওতে দুরন্ত নাচ ! ভাইরাল হলেন নিতু কাপুর

#মুম্বই: টিকটকে বুঁদ এখন গোটা দেশ ৷ সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সবাই এখন সুযোগ পেলেই শ্যুট করছেন টিকটক ভিডিও ৷ আর এবার সেই নেশাতেই জড়িয়ে পড়লেন ঋষি কাপুর পত্নী ও রণবীর কাপুরের মা নিতু কাপুর ! নাতনিকে সঙ্গে নিয়ে ইংরেজি গানের সঙ্গে দুরন্ত নেচে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন নিতু !

নিতু কাপুর কন্যা রিধিমা কাপুরের একমাত্র সামারা৷ নীতুর খুব কাছের মেয়ের মেয়ে এই সামারা ৷ দিনের অনেকটাই নাতনি সামারার সঙ্গেই কাটান নিতু ৷ আর সেই সময় কাটাতে গিয়েই টিকটক ভিডিও ৷

তবে এর আগে রণবীর কাপুরের সঙ্গেও বহুবার ইনস্টাগ্রামে নানা ছবি পোস্ট করেছেন নিতু ৷ তবে এই প্রথম তাঁকে দেখা গেল টিকটক ভিডিওতে ৷

দেখুন সেই ভিডিও—

শপিংমলে ঢুকে অন্য লোকের মুখের খাবার কেড়ে খেলেন এই মহিলা ! ভাইরাল ভিডিও

#ক্যালিফোর্নিয়া: বোঝ কাণ্ড ! টিকটক ভিডিও মানে নতুন কিছু করতেই হবে। আর একবার হিট হয়ে গেলে তো কথাই নেই। রোজগারও হবে, বিখ্যাতও হওয়া যায় ! তাই বলে যা খুশি ! এই যেমন নতুন ভিডিও বানাতে গিয়ে ক্যালিফোর্নয়ার মহিলা যা করলেন, তাতে রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে ।
মেয়েটির নাম ক্যাট কার্টিস ! সে ট্যুইটারে একটি ভিডিও আপলোড করেছে। আর যত গোল ওই ভিডিও নিয়েই। মেয়েটি শপিং মলের চলন্ত সিঁড়িতে ওঠা ও নামার সময় লোকের হাত থেকে খাবার কেড়ে খেয়ে নিচ্ছে। এতে অনেকেই বিরক্ত হচ্ছে। ভিডিওটি তুলে টিকটকার তার ট্যুইটারে শেয়ার করতেই শপিংমলের মালিকরা আপত্তি জানিয়ে তীব্র নিন্দা করেছে মহিলার।