Post Office Recurring Deposit-এ ১০ বছরে পাওয়া যেতে পারে ২৫ লাখ টাকা, জানুন ক্যালকুলেটর অনুযায়ী হিসেব

রেকারিং ডিপোজিট। বিনিয়োগের এক সুরক্ষিত মাধ্যম। ফিক্সড ডিপোজিটের মতো এখানেও টাকা বাড়ে। তবে, চক্রবৃদ্ধি হারে। এটাই এর অন্যতম সুবিধা। বিভিন্ন ব্যাঙ্ক রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সুদ অফার করে থাকে। ভারতীয় পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটেও ভাল সুদ অফার করা হয়।
রেকারিং ডিপোজিট। বিনিয়োগের এক সুরক্ষিত মাধ্যম। ফিক্সড ডিপোজিটের মতো এখানেও টাকা বাড়ে। তবে, চক্রবৃদ্ধি হারে। এটাই এর অন্যতম সুবিধা। বিভিন্ন ব্যাঙ্ক রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সুদ অফার করে থাকে। ভারতীয় পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটেও ভাল সুদ অফার করা হয়।
পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটে ১০ বছরে পাওয়া যেতে পারে ২৫ লাখ টাকা। জেনে নেওয়া যাক এর জন্য প্রতি মাসে কত টাকা জমা করতে হবে।
পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটে ১০ বছরে পাওয়া যেতে পারে ২৫ লাখ টাকা। জেনে নেওয়া যাক এর জন্য প্রতি মাসে কত টাকা জমা করতে হবে।
পোস্ট অফিসে ৫ বছরের জন্য রেকারিং ডিপোজিট স্কিম অফার করা হয়। ম্যাচিউরিটির সময়ে এই সময় আরও বাড়ানো যেতে পারে। এই সময় কেউ আরও টাকা বিনিয়োগ করতে পারে, আবার এক টাকাও নাও বিনিয়োগ করতে পারে- যেমনটা তার মর্জি।
পোস্ট অফিসে ৫ বছরের জন্য রেকারিং ডিপোজিট স্কিম অফার করা হয়। ম্যাচিউরিটির সময়ে এই সময় আরও বাড়ানো যেতে পারে। এই সময় কেউ আরও টাকা বিনিয়োগ করতে পারে, আবার এক টাকাও নাও বিনিয়োগ করতে পারে- যেমনটা তার মর্জি।
পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে প্রতি বছরে ৬.৭ শতাংশ সুদ অফার করা হয়। এটি ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদের হার।
পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে প্রতি বছরে ৬.৭ শতাংশ সুদ অফার করা হয়। এটি ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদের হার।
পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে নূন্যতম ১০০ টাকা এবং অধিকতম যত খুশি তত টাকা বিনিয়োগ করা যেতে পারে।
পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে নূন্যতম ১০০ টাকা এবং অধিকতম যত খুশি তত টাকা বিনিয়োগ করা যেতে পারে।
পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে ১২তম কিস্তি জমা করার পরে, কেউ চাইলে বিনিয়োগের ৫০ শতাংশ টাকার লোন নিতে পারে। এই লোনের টাকা একবারে বা কিস্তির মাধ্যমে পরিশোধ করা যেতে পারে।
পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে ১২তম কিস্তি জমা করার পরে, কেউ চাইলে বিনিয়োগের ৫০ শতাংশ টাকার লোন নিতে পারে। এই লোনের টাকা একবারে বা কিস্তির মাধ্যমে পরিশোধ করা যেতে পারে।
কেউ যদি পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটে প্রতি মাসে ১৫,০০০ টাকা করে বিনিয়োগ করে, তাহলে ১০ বছরে ২৫,৬২,৮২২ টাকার ফান্ড গড়ে উঠবে।
কেউ যদি পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটে প্রতি মাসে ১৫,০০০ টাকা করে বিনিয়োগ করে, তাহলে ১০ বছরে ২৫,৬২,৮২২ টাকার ফান্ড গড়ে উঠবে।
এই ২৫,৬২,৮২২ টাকার ফান্ডে বিনিয়োগ করা টাকার পরিমাণ হল ১৮,০০,০০০ টাকা এবং সুদ হিসাবে পাওয়া যাবে ৭,৬২,৮২২ টাকা।
এই ২৫,৬২,৮২২ টাকার ফান্ডে বিনিয়োগ করা টাকার পরিমাণ হল ১৮,০০,০০০ টাকা এবং সুদ হিসাবে পাওয়া যাবে ৭,৬২,৮২২ টাকা।
অর্থাৎ পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটে প্রতি মাসে ১৫,০০০ টাকা করে বিনিয়োগ করলে, ১০ বছরে পাওয়া যেতে পারে ২৫,৬২,৮২২ টাকা। সরকারি মাধ্যম, অতএব, বিনিয়োগ সর্বদাই থাকবে সুরক্ষিত।
অর্থাৎ পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটে প্রতি মাসে ১৫,০০০ টাকা করে বিনিয়োগ করলে, ১০ বছরে পাওয়া যেতে পারে ২৫,৬২,৮২২ টাকা। সরকারি মাধ্যম, অতএব, বিনিয়োগ সর্বদাই থাকবে সুরক্ষিত।