দাবা খেলা

Chess Competition: পড়ুয়াদের একাগ্রতা বাড়াতে দাবা প্রতিযোগিতার উদ্যোগ জেলায়!

দক্ষিণ দিনাজপুর: ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল এবং দাবাচিয়া সংস্থার পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলায় দাবা প্রতিযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছিল। বালুরঘাটে অবস্থিত জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন বালুছায়াতে এই দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: নিরাপত্তায় জোরদার মালদহের সোনার মার্কেট চত্বর! ২৪ ঘণ্টা মোতায়েন পুলিশ

এই প্রতিযোগিতাকে সবরকম ভাবে সহযোগিতা করেছেন জেলা দাবা সংস্থা। যেখানে জেলার প্রায় কয়েকশো পড়ুয়ারা এই দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। মূলত ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা অংশগ্রহণ করবে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, বর্তমান প্রজন্ম দিন দিন মোবাইলে গেমস খেলায় আসক্ত। মাঠে খেলতে যাওয়ার যে প্রবণতা তাও কমে যাচ্ছে দিনের পর দিন। চার দেওয়ালে বন্দী হয়ে বেছে নিয়েছে মোবাইল কিংবা কম্পিউটার গেম। এই সব গেম তাদের বিপদগামী করে তুলছে। আর এই গেমের প্রতি আসক্তি টেনে আনছে ঘোর বিপদ। সেই সমস্ত ছেলেমেয়েদেরকে চিহ্নিত করে দাবা খেলার প্রশিক্ষণ দিচ্ছে মাস্টারমশাইরা। এতে তাদের একাগ্রতাও এবং পড়াশোনায় মনঃসংযোগ বাড়বে বলে তারা আশা করছেন।

সুস্মিতা গোস্বামী