পোস্ট অফিসের এই স্কিম মহিলাদের জন্য আশীর্বাদ, মিলছে এই বিশেষ সুবিধাগুলি

মহিলাদের উপহার দেওয়ার জন্য মহিলা সম্মান বচত যোজনা নামে একটি নতুন প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার। এর মূল উদ্দেশ্য হল, ভারতীয় মহিলাদের মধ্যে সঞ্চয় করার অভ্যাসকে আরও বাড়িয়ে দেওয়া। এই আমানত প্রকল্পে মহিলাদের খুব ভাল সুদ দেওয়া হয়। তবে এই স্কিমে দুই বছরের জন্য টাকা জমা করতে হবে।
মহিলাদের উপহার দেওয়ার জন্য মহিলা সম্মান বচত যোজনা নামে একটি নতুন প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার। এর মূল উদ্দেশ্য হল, ভারতীয় মহিলাদের মধ্যে সঞ্চয় করার অভ্যাসকে আরও বাড়িয়ে দেওয়া। এই আমানত প্রকল্পে মহিলাদের খুব ভাল সুদ দেওয়া হয়। তবে এই স্কিমে দুই বছরের জন্য টাকা জমা করতে হবে।
দুই বছর পর গ্রাহক সুদ এবং মূলধন-সহ পুরো টাকাটাই ফেরত পেয়ে যাবেন। বর্তমানে এই প্রকল্পে সুদের হার ৭.৫ শতাংশ। যেখানে গ্রাহকরা সেভিংস অ্যাকাউন্টে ৪ শতাংশ হারে সুদ পেয়ে থাকেন।
দুই বছর পর গ্রাহক সুদ এবং মূলধন-সহ পুরো টাকাটাই ফেরত পেয়ে যাবেন। বর্তমানে এই প্রকল্পে সুদের হার ৭.৫ শতাংশ। যেখানে গ্রাহকরা সেভিংস অ্যাকাউন্টে ৪ শতাংশ হারে সুদ পেয়ে থাকেন।
২০২৩-২৪ আর্থিক বছরের অধীনে মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র স্কিমের কথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এরপর পাহাড়ি এলাকার মহিলারাও এই প্রকল্পের সুবিধা নিতে শুরু করেছেন। কেন্দ্রীয় সরকার এই প্রকল্প পরিচালনা করার জন্য পোস্ট অফিস বেছে নিয়েছে। যেখানে অফলাইন মোডে এই স্কিমের জন্য রেজিস্ট্রেশন করা হয়।
২০২৩-২৪ আর্থিক বছরের অধীনে মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র স্কিমের কথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এরপর পাহাড়ি এলাকার মহিলারাও এই প্রকল্পের সুবিধা নিতে শুরু করেছেন। কেন্দ্রীয় সরকার এই প্রকল্প পরিচালনা করার জন্য পোস্ট অফিস বেছে নিয়েছে। যেখানে অফলাইন মোডে এই স্কিমের জন্য রেজিস্ট্রেশন করা হয়।
উত্তরাখণ্ডের চামোলি জেলার পোস্ট গৌচরের ডাক সহকারী ভুবন মৈখুরী বলেছেন যে, মহিলা সম্মান বচত পত্র যোজনা (এমএসএসসি) শুরু হয়েছিল গত বছর অর্থাৎ ২০২৩ সালের এপ্রিল মাসে। এর আওতায় মহিলারা ৭.৫ শতাংশ হারে সুদ পেয়ে থাকেন। তবে মহিলারা শুধুমাত্র আগামী ৩১ মার্চ, ২০২৫ তারিখ পর্যন্ত এই স্কিমের সুবিধাগুলি পেতে সক্ষম হবেন।
উত্তরাখণ্ডের চামোলি জেলার পোস্ট গৌচরের ডাক সহকারী ভুবন মৈখুরী বলেছেন যে, মহিলা সম্মান বচত পত্র যোজনা (এমএসএসসি) শুরু হয়েছিল গত বছর অর্থাৎ ২০২৩ সালের এপ্রিল মাসে। এর আওতায় মহিলারা ৭.৫ শতাংশ হারে সুদ পেয়ে থাকেন। তবে মহিলারা শুধুমাত্র আগামী ৩১ মার্চ, ২০২৫ তারিখ পর্যন্ত এই স্কিমের সুবিধাগুলি পেতে সক্ষম হবেন।
কীভাবে আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন?ভুবন মৈখুরীর ব্যাখ্যা, কোনও মহিলা যদি এই প্রকল্পের সুবিধা নিতে চান, তাহলে তাঁকে নিকটবর্তী পোস্ট অফিসে যেতে হবে। সেই সঙ্গে একটি ফর্ম ১ পূরণ করতে হবে। এর পাশাপাশি আধার কার্ড এবং প্যান কার্ডের মতো কেওয়াইসি নথিগুলির একটি অনুলিপিও জমা দিতে হবে। এরপর অ্যাকাউন্ট খোলা হলে গ্রাহকরা ১০০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করে দিতে পারেন।
কীভাবে আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন?
ভুবন মৈখুরীর ব্যাখ্যা, কোনও মহিলা যদি এই প্রকল্পের সুবিধা নিতে চান, তাহলে তাঁকে নিকটবর্তী পোস্ট অফিসে যেতে হবে। সেই সঙ্গে একটি ফর্ম ১ পূরণ করতে হবে। এর পাশাপাশি আধার কার্ড এবং প্যান কার্ডের মতো কেওয়াইসি নথিগুলির একটি অনুলিপিও জমা দিতে হবে। এরপর অ্যাকাউন্ট খোলা হলে গ্রাহকরা ১০০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করে দিতে পারেন।
এই কারণে অ্যাকাউন্টটি বন্ধ করা যেতে পারে:ভুবন মৈখুরীর কথায়, যদি কোনও মহিলা গুরুতর অসুস্থ হয়ে পড়েন কিংবা স্কিমের মেয়াদপূর্তির আগেই মারা যান, তাহলে এই অ্যাকাউন্টটি ৬ মাস পরে বন্ধ করা যেতে পারে। তবে এই পরিস্থিতিতে গ্রাহকরা দুই শতাংশ কম সুদ পাবেন। অর্থাৎ তাঁরা পাবেন শুধুমাত্র ৫.৫০ শতাংশ সুদ।
এই কারণে অ্যাকাউন্টটি বন্ধ করা যেতে পারে:
ভুবন মৈখুরীর কথায়, যদি কোনও মহিলা গুরুতর অসুস্থ হয়ে পড়েন কিংবা স্কিমের মেয়াদপূর্তির আগেই মারা যান, তাহলে এই অ্যাকাউন্টটি ৬ মাস পরে বন্ধ করা যেতে পারে। তবে এই পরিস্থিতিতে গ্রাহকরা দুই শতাংশ কম সুদ পাবেন। অর্থাৎ তাঁরা পাবেন শুধুমাত্র ৫.৫০ শতাংশ সুদ।