আলু ধর্মঘট প্রত্যাহার, দাম কমার আশা! দেখুন ভিডিও

আলু নিয়ে চিন্তা কিছুটা কমল৷ রাজ্য সরকারের হস্তক্ষেপ এবং আশ্বাসে শেষ পর্যন্ত আলু ধর্মঘট প্রত্যাহার করে নিলে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি৷ এ দিন হুগলির হরিপালে রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে সংগঠনের প্রতিনিধিদের বৈঠকের পরই ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত হয়৷ বৈঠকের শেষে মন্ত্রী জানিয়েছেন, আগামিকাল থেকেই রাজ্যের বিভিন্ন বাজারে আলুর সরবরাহ স্বাভাবিক হবে৷ খোলা বাজারে আলুর দাম কেজি প্রতি তিরিশ টাকার নীচে থাকবে বলেও দাবি করেছেন মন্ত্রী৷ রাজ্যের অনেক বাজারেই আলুর দাম প্রায় ৫০ টাকা ছুঁয়েছিল, বৃহস্পতিবার থেকেই সেই পরিস্থিতি বদলাতে পারে৷