Nabanna

Power Plant: ১৬০০ মেগাওয়াটের নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তাব অনুমোদন মন্ত্রিসভার বৈঠকে

কলকাতা: ১৬০০ মেগাওয়াটের নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তাব অনুমোদন করল রাজ্য মন্ত্রিসভা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে স্থির হয়েছে গ্লোবাল টেন্ডারের মাধ্যমে বেসরকারি সংস্থা নির্বাচন করে তার সঙ্গে যৌথ উদ্যোগে (পিপিপি বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) এই পরিকাঠামো তৈরি হবে। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষে সেই অনুমোদনের কথা সংবাদমাধ্যমে জানালেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। বৈঠকের পরে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস জানান, টেন্ডারের পরে নির্বাচিত সংস্থা যেখানে চাইবে, সেখানে বিদ্যুৎ কেন্দ্রের জন্য জমি দেওয়া হবে।

মন্ত্রী জানান, আরও চারটি নতুন বিদ্যুৎকেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। অরূপের দাবি, সাগরদিঘিতে পূর্ব ভারতের এই প্রথম সুপার ক্রিটিকাল বিদ্যুৎকেন্দ্র তৈরির কাজ প্রায় ৯৫% শেষ হয়েছে। সাগরদিঘি ছাড়াও এখন সাঁওতালডিহি, বক্রেশ্বর, কোলাঘাট, দুর্গাপুর এবং ব্যান্ডেলে বিদ্যুৎকেন্দ্র রয়েছে।

আরও পড়ুন:ত্রাণ নিয়ে জেলাশাসক-পুলিশ সুপারদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, দুই কর্তাকে বিশেষ নির্দেশ

আরও পড়ুন:আর চিন্তা নেই! পুজোয় ভোর পর্যন্ত চলবে মেট্রো! কোন রুটে কতগুলি মেট্রো, দেখে নিন তালিকা

সম্পূর্ণ নতুন প্রযুক্তি কাজে লাগিয়ে এই কেন্দ্র তৈরি হয়েছে, পূর্ব ভারতে এই ধরনের উচ্চক্ষমতা সম্পন্ন অত্যাধুনিক বিদ্যুৎকেন্দ্র আগে তৈরি হয়নি বলেই দাবি করেছেন বিদ্যুৎমন্ত্রী। এই প্রযুক্তিতে অল্প কয়লা খরচ করে বেশি পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা যাবে বলে দাবি। এখন রাজ্যের নিজস্ব ছয়টি বিদ্যুৎকেন্দ্র রয়েছে সাগরদিঘি, বক্রেশ্বর, কোলাঘাট, ব্যান্ডেল এবং দুর্গাপুরে।