Investment Tips: PPF- এ বিনিয়োগ করেছেন? ১ অক্টোবর থেকে বদলে যাচ্ছে এই ৩ নিয়ম, এখনই সাবধান হন

অবসরকালীন বিনিয়োগ বিকল্প হিসাবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড সবচেয়ে জনপ্রিয়। সরকারি স্কিম হওয়ায় টাকা থাকে নিরাপদ। সঙ্গে মেলে নিশ্চিত রিটার্নের গ্যারান্টি। এবার নাবালক-নাবালিকার নামে খোলা পিপিএফ অ্যাকাউন্ট নিয়ে নয়া নির্দেশিকা জারি করল অর্থমন্ত্রক।
অবসরকালীন বিনিয়োগ বিকল্প হিসাবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড সবচেয়ে জনপ্রিয়। সরকারি স্কিম হওয়ায় টাকা থাকে নিরাপদ। সঙ্গে মেলে নিশ্চিত রিটার্নের গ্যারান্টি। এবার নাবালক-নাবালিকার নামে খোলা পিপিএফ অ্যাকাউন্ট নিয়ে নয়া নির্দেশিকা জারি করল অর্থমন্ত্রক।
২১ অগাস্ট জারি করা হয়েছে এই নির্দেশিকা। তাতে ৩টি নিয়ম বদলের কথা বলা হয়েছে। নয়া নিয়ম লাগু হবে ১ অক্টোবর থেকে। নির্দেশিকায় বলা হয়েছে, ন্যাশনাল স্মল সেভিংস স্কিমের আওতায় খোলা অনিয়মিত অ্যাকাউন্টগুলি নিয়মিত করা বাধ্যতামূলক। পাবলিক প্রভিডেন্ট ফান্ডের নয়া নিয়মগুলি বিনিয়োগকারীদের অবশ্যই মেনে চলতে হবে। সেগুলো দেখে নেওয়া যাক একনজরে।
২১ অগাস্ট জারি করা হয়েছে এই নির্দেশিকা। তাতে ৩টি নিয়ম বদলের কথা বলা হয়েছে। নয়া নিয়ম লাগু হবে ১ অক্টোবর থেকে। নির্দেশিকায় বলা হয়েছে, ন্যাশনাল স্মল সেভিংস স্কিমের আওতায় খোলা অনিয়মিত অ্যাকাউন্টগুলি নিয়মিত করা বাধ্যতামূলক। পাবলিক প্রভিডেন্ট ফান্ডের নয়া নিয়মগুলি বিনিয়োগকারীদের অবশ্যই মেনে চলতে হবে। সেগুলো দেখে নেওয়া যাক একনজরে।
অপ্রাপ্তবয়স্কদের নামে খোলা পিপিএফ অ্যাকাউন্ট – অনিয়মিতভাবে নাবালকের নামে খোলা পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের হারে সুদ দেওয়া হবে, যতক্ষণ না নাবালকের ১৮ বছর বয়স হয়। ১৮ বছর বয়স হলে তাঁকে নিজের নামে অ্যাকাউন্ট খুলতে হবে। তখন পিপিএফের সুদের হারেই সুদ দেওয়া হবে তাঁকে। নাবালকের প্রাপ্তবয়স্ক হওয়ার তারিখ থেকে অ্যাকাউন্টের ম্যাচিউরিটির সময়কাল গণনা করা হবে।
অপ্রাপ্তবয়স্কদের নামে খোলা পিপিএফ অ্যাকাউন্ট – অনিয়মিতভাবে নাবালকের নামে খোলা পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের হারে সুদ দেওয়া হবে, যতক্ষণ না নাবালকের ১৮ বছর বয়স হয়। ১৮ বছর বয়স হলে তাঁকে নিজের নামে অ্যাকাউন্ট খুলতে হবে। তখন পিপিএফের সুদের হারেই সুদ দেওয়া হবে তাঁকে। নাবালকের প্রাপ্তবয়স্ক হওয়ার তারিখ থেকে অ্যাকাউন্টের ম্যাচিউরিটির সময়কাল গণনা করা হবে।
একাধিক পিপিএফ অ্যাকাউন্ট – বার্ষিক সীমার মধ্যে বিনিয়োগ করলে প্রাইমারি অ্যাকাউন্টে পিপিএফের হারে সুদ দেওয়া হবে। প্রাইমারি অ্যাকাউন্ট হিসাবে বিনিয়োগকারীকে দুটি অ্যাকাউন্টের মধ্যে থেকে যে কোনও একটিকে বেছে নিতে হবে।
একাধিক পিপিএফ অ্যাকাউন্ট – বার্ষিক সীমার মধ্যে বিনিয়োগ করলে প্রাইমারি অ্যাকাউন্টে পিপিএফের হারে সুদ দেওয়া হবে। প্রাইমারি অ্যাকাউন্ট হিসাবে বিনিয়োগকারীকে দুটি অ্যাকাউন্টের মধ্যে থেকে যে কোনও একটিকে বেছে নিতে হবে।
প্রাইমারি অ্যাকাউন্টের বিনিয়োগ যদি বার্ষিক সীমার নিচে থাকে তাহলে তা দ্বিতীয় অ্যাকাউন্টের ব্যালেন্সের সঙ্গে যোগ করা হবে। প্রাইমারি অ্যাকাউন্টে পিপিএফের হারেই সুদ দেওয়া হবে। দ্বিতীয় অ্যাকাউন্টের অতিরিক্ত ব্যালেন্স সুদ ছাড়া ফেরত দেওয়া হবে বিনিয়োগকারীকে। বলে রাখা ভাল, প্রাইমারি এবং সেকেন্ডারি অ্যাকাউন্ট ছাড়া যদি আর কোনও অ্যাকাউন্টে সুদ মিলবে না।
প্রাইমারি অ্যাকাউন্টের বিনিয়োগ যদি বার্ষিক সীমার নিচে থাকে তাহলে তা দ্বিতীয় অ্যাকাউন্টের ব্যালেন্সের সঙ্গে যোগ করা হবে। প্রাইমারি অ্যাকাউন্টে পিপিএফের হারেই সুদ দেওয়া হবে। দ্বিতীয় অ্যাকাউন্টের অতিরিক্ত ব্যালেন্স সুদ ছাড়া ফেরত দেওয়া হবে বিনিয়োগকারীকে। বলে রাখা ভাল, প্রাইমারি এবং সেকেন্ডারি অ্যাকাউন্ট ছাড়া যদি আর কোনও অ্যাকাউন্টে সুদ মিলবে না।
এনআরআই অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য নিয়ম: যে সমস্ত এনআরআই পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমে অ্যাকাউন্ট খুলেছেন এবং বিনিয়োগ করছেন তাঁরা POSA হারে সুদ পাবেন। কারণ ফর্ম H-এ অ্যাকাউন্ট হোল্ডারের বাসস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য নেওয়া হয়নি। ৩০ সেপ্টেম্বরের পর ওই অ্যাকাউন্টগুলিতে আর কোনও সুদ দেওয়া হবে না।
এনআরআই অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য নিয়ম: যে সমস্ত এনআরআই পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমে অ্যাকাউন্ট খুলেছেন এবং বিনিয়োগ করছেন তাঁরা POSA হারে সুদ পাবেন। কারণ ফর্ম H-এ অ্যাকাউন্ট হোল্ডারের বাসস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য নেওয়া হয়নি। ৩০ সেপ্টেম্বরের পর ওই অ্যাকাউন্টগুলিতে আর কোনও সুদ দেওয়া হবে না।