রাজনীতিতে পা দিলেন প্রশান্ত কিশোর৷ ফাইল ছবি, এএনআই

Prashant Kishor: রাজনীতিতে এলেন প্রশান্ত কিশোর, বিহারে ভোটে লড়বে নতুন দল! শুরুতেই মদ নিয়ে বিরাট ঘোষণা

পটনা: এতদিন তাঁকে ভোট কুশলী হিসেবে চিনত গোটা দেশ৷ এবার রাজনীতিবিদ হিসেবেই আত্মপ্রকাশ করলেন প্রশান্ত কিশোর৷ আগামী বছর বিহারের বিধানসভা নির্বাচনের আগে নিজের রাজনৈতিক দলের ঘোষণা করলেন তিনি৷ প্রশান্ত কিশোরের এই রাজনৈতিক দলের নাম জন সুরজ পার্টি৷

তবে সরকারি ভাবে অবশ্য প্রশান্ত কিশোর নিজে নন, দলের প্রধান হিসেবে প্রাক্তন আইএফএস অফিসার মনোজ ভারতীর নাম ঘোষণা করা হয়েছে৷ আগামী বছর বিহারের বিধানসভা নির্বাচনে সম্ভবত সবকটি আসনেই প্রার্থী দেবে জন সুরজ পার্টি৷

আরও পড়ুন: একসময় বন্ধু ছিল ইরান-ইজরায়েল! কোন শত্রুকে কোণঠাসা করতে হাত মেলায় দুই দেশ?

একই সঙ্গে প্রশান্ত কিশোর দল ঘোষণার দিনই বড় চমক দিয়েছেন৷ প্রশান্ত কিশোর জানিয়েছেন, ক্ষমতায় এলে বিহারে মদ বিক্রির উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে৷ মদ বিক্রি থেকে যা আয় হবে, সেই অর্থ শিক্ষা ক্ষেত্রে ব্যবহার করা হবে৷

প্রশান্ত কিশোর আরও জানিয়েছেন, গত দু বছর ধরে যাঁরা তাঁর সংগঠনের হয়ে কাজ করেছেন, তাঁদের মধ্যে থেকেই দলের প্রধানকে ভবিষ্যতে সাধারণ মানুষই বেছে নেবেন৷ একই সঙ্গে প্রশান্ত কিশোরের আশ্বাস, শুধু জাতপাত এবং নির্বাচনী প্রতিশ্রুতি নয়, তাঁর দল রাজনীতি করবে ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি নিয়ে৷

গত দু বছর ধরেই বিহারের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে রাজনৈতিক দলের আত্মপ্রকাশের ভিত তৈরি করেছেন প্রশান্ত কিশোর৷ তাঁর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কী, তা জানিয়েছেন সাধারণ মানুষকে৷ এ বছরের শুরুতেই প্রশান্ত কিশোর জানিয়েছিলেন, রাজনৈতিক দলের আত্মপ্রকাশের জন্য তিনি তৈরি৷ প্রশান্ত কিশোরের দাবি ছিল, তাঁর দল বিহারের মানুষের কাছে নতুন বিকল্প হয়ে উঠবে৷