এক প্যারালিম্পিক্সে জোড়া পদক, ইতিহাস গড়লেন প্রীতি পাল

প্যারিস প্যারালিম্পিক্সে নতুন ইতিহাস গড়লেন প্রীতি পাল। ট্র্য়াক অ্যান্ড ফিল্ডে ১০০ মিটারের পর ২০০ মিটারেও পদক জিতলেন উত্তর প্রদেশের মেয়ে। এক প্যারালিম্পক্সে জোড়া পদক জিতে নজির গড়লেন প্রীতি। মহিলাদের ২০০ মিটারের টি-৩৫ বিভাগে ব্রোঞ্জ জিতলেন তিনি। এর আগে ১০০ মিটারেও ব্রোঞ্জ জিতেছিলেন প্রীতি পাল।

১০০ মিটারে প্রীতি দৌড় শেষ করেছিলেন ১৪.২১ সেকেন্ডে। আর ২০০ মিটার দৌড় শেষ করতে সময় নিয়েছেন ৩০.০১ সেকেন্ড। ২০০ মিটারে সোনা জিতেছেন চিনের জিয়া ঝৌ ও রুপো জিতেছেন চিনেরই কিয়ানকিয়ান গুয়োর। অল্পের জন্য রুপো হাতছাড়া হলেও দেশকে পদক এনে দিতে পেরে খুশি প্রীতি।

এক প্যারালিম্পিক্সে জোড়া পদক জয়ের পর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন প্রীতি পাল। তাঁর জোড়া পদক জয়ের পর সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী লেখেন, “প্যারালিম্পিক্সে দু’টি পদক জিতে সকলকে গর্বিত করেছেন প্রীতি। তাঁর এই জয় ভারতবাসীর কাছে একটি ঐতিহাসিক মুহূর্ত। প্রীতি সকলের অনুপ্রেরণা।”

আরও পড়ুনঃ KKR News: কেকেআর থেকে বাদ একাধিক তারকা! নিলামের আগেই বড় ধামাকা করবে নাইটরা? জানুন বিস্তারিত

প্রসঙ্গত, ছোটবেলায় সেরিব্রাল পলসিতে আক্রান্ত হন প্রীতি পাল। তবে অ্যাথলিট হওয়ার স্বপ্ন ছিল ছোট বেলা থেকেই। প্রতিবন্ধকতাকে হার মানিয়ে ছুটে গিয়েছেন নিজের স্বপ্নপূরণের লক্ষ্যে। প্যারিস প্যারালিম্পক্সে জোড়া পদক জয়ের পরও থামতে নারাজ প্রীতি। সোনার স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যেতে চান তিনি।