গর্ভাবস্থায় এড়িয়ে চলুন এই কিছু খাবার। গর্ভাবস্থায় বিভিন্ন রকম খাবার খেতে ইচ্ছে করে অন্তঃসত্ত্বা মহিলাদের। তবে অন্তঃসস্ত্বা কালে বেশ কিছু খাবার খেতে মহিলাদের নিষেধ করেন চিকিৎসকরা। এর মধ্যে বেশকিছু সবজি ও ফল খাওয়া বারণ। (পিয়া গুপ্তা)

Pregnancy Food: ডাক্তারবাবুর টিপস, প্রেগন্যন্সিতে কোন ফল-সবজি এড়িয়ে চলবেন? রইল তালিকা

গর্ভাবস্থায় এড়িয়ে চলুন এই কিছু খাবার। গর্ভাবস্থায় বিভিন্ন রকম খাবার খেতে ইচ্ছে করে অন্তঃসত্ত্বা মহিলাদের। তবে অন্তঃসস্ত্বা কালে বেশ কিছু খাবার খেতে মহিলাদের নিষেধ করেন চিকিৎসকরা। এর মধ্যে বেশকিছু সবজি ও ফল খাওয়া বারণ। (পিয়া গুপ্তা)
গর্ভাবস্থায় এড়িয়ে চলুন এই কিছু খাবার। গর্ভাবস্থায় বিভিন্ন রকম খাবার খেতে ইচ্ছে করে অন্তঃসত্ত্বা মহিলাদের। তবে অন্তঃসস্ত্বা কালে বেশ কিছু খাবার খেতে মহিলাদের নিষেধ করেন চিকিৎসকরা। এর মধ্যে বেশকিছু সবজি ও ফল খাওয়া বারণ। (পিয়া গুপ্তা)
বিশিষ্ট গায়নোলজিস্ট , টি কে দে জানান, যারা তেতো পছন্দ করেন তারা কিন্তু গর্ভাবস্থায় ভুলেও করলা খাবেন না।
বিশিষ্ট গায়নোলজিস্ট , টি কে দে জানান, যারা তেতো পছন্দ করেন তারা কিন্তু গর্ভাবস্থায় ভুলেও করলা খাবেন না।
গর্ভাবস্থায় অতিরিক্ত করলা খেলে গর্ভস্থ ভ্রূণের ক্ষতি হতে পারে। গর্ভবতী মহিলাদের করলা খাওয়া এড়িয়ে চলা উচিত।কারণ করলার বিজে থাকা যৌগ গর্ভস্থ শিশুর স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলতে পারে।
গর্ভাবস্থায় অতিরিক্ত করলা খেলে গর্ভস্থ ভ্রূণের ক্ষতি হতে পারে। গর্ভবতী মহিলাদের করলা খাওয়া এড়িয়ে চলা উচিত।কারণ করলার বিজে থাকা যৌগ গর্ভস্থ শিশুর স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলতে পারে।
এরকম আরেকটি ফল হল আঙুর। পুষ্টিগুণে সমৃদ্ধ আঙুর গর্ভবতী মহিলাদের একদমই খাওয়া উচিত নয়।
এরকম আরেকটি ফল হল আঙুর। পুষ্টিগুণে সমৃদ্ধ আঙুর গর্ভবতী মহিলাদের একদমই খাওয়া উচিত নয়।
গর্ভাবস্থায় আঙুর খেলে ভ্রূণের বৃদ্ধির উপর প্রভাব ফেলে। তাই গর্ভাবস্থায় অবশ্যই করলা ও আঙুর থেকে দূরে থাকুন।
গর্ভাবস্থায় আঙুর খেলে ভ্রূণের বৃদ্ধির উপর প্রভাব ফেলে। তাই গর্ভাবস্থায় অবশ্যই করলা ও আঙুর থেকে দূরে থাকুন।