গর্ভে সন্তান নিয়েও মাওবাদী অধ্যুষিত দন্তেওয়াড়ায় ডিউটি! মা হলেন সুনয়না

#ছত্তীশগঢ়: দেশের জন্য সেনার আত্মত্যাগ ঠিক কতটা হতে পারে? এই প্রশ্নে যেমন উঠে আসে অভিনন্দন বর্তমানদের নাম, তেমনই উঠে আসতে পারে সুনয়না প্যাটেলেরও নাম। গর্ভ সন্তান নিয়েও শত্রুর সঙ্গে চোখে চোখ রেখে লড়তে এতটুকুও পিছপা হননি তিনি। শনিবার সন্তানের জন্ম দিলেন সুনয়না। মা-সন্তান দু’জনেই সুস্থ আছেন।

সকলেই জানেন, দন্তেওয়ারা অঞ্চলটি মাওবাদীদের ডেরা। গত কয়েক বছরে বারংবার অপারেশনের জন্য এই অঞ্চলকেই বেছে নিয়েছে মাওবাদীরা। পোড়খাওয়া সেনা অফিসাররাও যেখানে যেতে দু’বার ভাববেন, সেখানেই ‌দায়িত্ব নিতে দ্বিতীয়বার ভাবেননি সুনয়নি। গর্ভের সন্তান যখন আট মাসের, তখনও দন্তেওয়াড়ার জঙ্গলে টহলদারি চালিয়ে গিয়েছেন তিনি।

সংবাদমাধ্যমকে সে সময়ে তিনি জানান, “আমি যখন ২ মাসের অন্তঃস্বত্ত্বা তখন আমার ডাক পড়ে দন্তেওয়াড়ায়। কর্তব্যে ফাঁকি দেওয়ার কথা কখনও ভাবিনি। সততার সঙ্গে যতদিন পারব কাজ করে যাব।”

সুনয়না মা হওয়ায় খুশির হাওয়া পরিবারে। খুশি তাঁর সহকর্মীরাও। সন্তানের কোনও দায় দায়িত্ব পালন করতে ভুলবেন না সুনয়না। ঠিক তেমনই়, শিগগির ফিরবেন ঘন জঙ্গলে দেশকে রক্ষা করতে।