রোহিত, কোহলির পাশে দাঁড়িয়ে আহমেদাবাদে জাতীয় সঙ্গীত গাইলেন প্রধানমন্ত্রী মোদি! স্মরণীয় দিন টেস্ট ক্রিকেটে

আমেদাবাদ: আগেই জানা ছিল ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজের চতুর্থ এবং ফাইনাল টেস্ট ম্যাচের সময় মাঠে থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের নাম আংকিত স্টেডিয়ামে ভারতের প্রধানমন্ত্রী এলে সেটা ক্রিকেট দলের কাছে অনেক বেশি মোটিভেশন হবে তাতে সন্দেহ ছিল না। একই সঙ্গে বার্তা দেওয়া যাবে ভারত অস্ট্রেলিয়া বন্ধুত্বের। সেটাই হল।

বৃহস্পতিবার সকালে ক্রিকেট বিশ্ব এক অভূতপূর্ব মুহূর্তে সাক্ষী থাকল। আমদাবাদের মাঠে চলে এলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সঙ্গে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজকে অভ্যর্থনা জানালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট রজার বিনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভ্যর্থনা জানালেন ভারতীয় বোর্ডের সচিব জয় শাহ। রোহিত এবং স্মিথের হাতে টেস্ট ‘ক্যাপ’ তুলে দেওয়ার পর তাঁদের সঙ্গে হাত মেলান মোদি এবং অ্যালবানিজরা। তারপর চারজনে পাশাপাশি দাঁড়িয়ে হাত তুলে ধরেন। মোদি এবং অ্যালবানিজকে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম ঘুরিয়ে দেখাচ্ছেন ভারতের প্রাক্তন তারকা তথা ধারাভাষ্যকার রবি শাস্ত্রী।

যিনি ২০২০-২১ সালে অস্ট্রেলিয়ায় সেই ঐতিহাসিক টেস্ট সিরিজের সময় ভারতের কোচ ছিলেন। যে কয়েন দিয়ে টস করা হল, তা বিশেষ স্মারক কয়েন। ভারত এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটীয় সম্পর্কের ৭৫ বছরের পূর্তি হিসেবে এটা ব্যবহার করা হয়েছে। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রোহিত শর্মা, বিরাট কোহলির পাশে দাঁড়িয়ে ভারতের জাতীয় সংগীত গাইলেন।

পুরো গ্যালারি গাইল একসঙ্গে। এক অদ্ভুত আবেগের সৃষ্টি হল। নিঃসন্দেহে ভারতের মাটিতে টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই দিনটা স্মরণীয় হয়ে থাকবে। এমনিতে ক্রিকেটের দিক থেকে বিচার করতে গেলে এই ম্যাচটা ভারতের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিরিজের প্রথম দুটো টেস্ট জয় পেলেও তৃতীয় টেস্টে হেরে গিয়েছিল ভারত। তাই এই টেস্ট ম্যাচ জিতে ৩-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টিকিট নিশ্চিত করাও অন্যতম লক্ষ্য টিম ইন্ডিয়ার।