গাড়ির উপর ভেঙে পড়ে চিমনি

Cyclone Remal: মাথায় হাত গাড়ি মালিকদের, ঝড়ে কারখানার চিমনি ভেঙে ঘটল বিপত্তি

উত্তর ২৪ পরগনা: রিমলের দাপটে বরানগরের বেঙ্গল ইমিউনিটি ওষুধ কারখানার ৭০ ফুটের লম্বা চিমনি ভেঙে ঘটল বিপত্তি। হাওয়া অফিস আগেই রেড অ্যালার্ট জারি করেছিল জেলায়। ঝড়ের প্রভাব কিছুটা কাটলেও, জেলা জুড়ে এখনও চলছে ভারী বৃষ্টি। বিভিন্ন জায়গায় গাছপড়া ও জল জমার ঘটনাও সামনে এসছে। তবে এভাবে যে ক্ষতির সম্মুখীন হতে হবে তা হয়তো ভাবতেও পারেননি বরানগরের আটটি প্রাইভেট গাড়ির মালিকেরা।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ঝড়ের দাপটে হঠাৎই দাঁড়িয়ে থাকা গাড়ি গুলির উপর ভেঙে পড়ে ওই চিমনিটি। যার জেরে সবকটি গাড়িই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়িগুলি যে পার্কিং এলাকায় দাঁড় করিয়ে রাখা ছিল, তার লাগোয়া এই চিমনি থাকায়, ঝড়ের ব্যাপক হাওয়ার জেরেই ভেঙে পড়ে বলে মনে করা হচ্ছে।

ঘটনাস্থলে আসেন বরানগর কেন্দ্রের সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য। যদিও এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেওয়ার ভাষা নেই বলেই জানান তিনি। ঘটনাস্থলে আসে বরানগর থানার পুলিশ।