Business: এই ব‍্যবসায় অল্প খরচেই প্রচুর লাভ! জেনে নিন বিশদে

সাইড বিজনেস হিসেবে লাভজনক এই ব্যবসা! সকালে হাতে কয়েক ঘণ্টা সময় থাকলেই সহজে এই ব্যবসা করে লাভবান হবার সুযোগ। চাষিদের থেকে মাছ সংগ্রহ করে চাহিদা মত সেই মাছ বিক্রি করে লাভের মুখ দেখছে ব্যবসায়ীরা।

সেই দিক থেকে গত ১০ বছরে ক্রমশ হাওড়া জেলায় বেড়ে চলেছে রঙিন মাছ ব্যবসায়ীর সংখ্যা। কয়েকজন মানুষ এক সময় শখে মাছ পোষা শুরু করেন। তারপর ভাললাগা থেকে ব্যবসা শুরু।

এর অন্যতম কারণ, এখানকার জল আবহাওয়া উপযুক্ত হওয়ার ফলে ব্যবসায় ভাল লাভের মুখ দেখছে ব্যবসায়ীরা। সারা দেশে বিখ্যাত বাংলায় উৎপাদিত রঙিন মাছ। সেই দিক থেকে বাংলার মিষ্টি জলের রঙিন মাছ চাহিদাও দারুণ রয়েছে।