সরব সাগর দত্তের জুনিয়র চিকিৎসকরা

Sagore Dutta Medical College :রোগীর পরিবারের হাতে হেনস্থা, এখনও কর্মবিরতিতে অনড় সাগর দত্তের জুনিয়র ডাক্তাররা

চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে শুক্রবার সন্ধ্যায় ধুন্ধুমার কাণ্ড ঘটে কামারহাটি সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এমনকি পুলিশও হেনস্থা শিকার হন বলে অভিযোগের আঙুল ওঠে মৃত রোগীর পরিবারের বিরুদ্ধে। হেনস্তার শিকার হয়েছিলেন জুনিয়র ডাক্তার থেকে সিনিয়র নার্সিং স্টাফও। এই ঘটনার প্রতিবাদে শনিবার থেকে পূর্ণ কর্মবিরতির পথে হাঁটার ঘোষণা করেন সাগর দত্তর জুনিয়র চিকিৎসকরা। সেই কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য চলবে বলেই শনিবার জানিয়েছিলেন তাঁরা। আর সেই কর্মবিরতি রবিবারেও চলতে দেখা গেল।  ঘটনার পরেই পরিস্থিতি সামাল দিতে শনিবার স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম এবং বারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া হাসপাতালে যান। হাসপাতালে যান স্বাস্থ্য অধিকর্তাও। জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেন তাঁরা। কিন্তু বৈঠক ছেড়ে প্রায় মাঝপথে বেরিয়ে আসেন নিগম। বেরিয়ে আসেন স্বাস্থ্য অধিকর্তাও। পরে ছাত্ররাও বৈঠক ছেড়ে বেরিয়ে এসে ধরনামঞ্চে চলে যান জুনিয়র ডাক্তাররা। জানান, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। তাঁদের কথায়, পুকুরের পাড়ে হাসপাতাল। অনেক নির্মীয়মাণ বহুতল রয়েছে। সব জায়গায় সিসিটিভি নেই। চিকিৎসক, নার্সিং স্টাফদের নিরাপত্তা নিশ্চিত করলে তবেই কাজে ফিরবেন জুনিয়র ডাক্তাররা। এ নিয়ে বৈঠক হয়। কিন্তু তাঁদের দশ দফা দাবি মৌখিক মেনে নিলেও লিখিত আশ্বাস জোটেনি। ফলে আশ্বস্ত নন তাঁরা। তাই রবিবারেও কর্মবিরতি চালিয়ে যান তাঁরা।