এই পোর্সে গাড়ি নিয়েই দুর্ঘটনা ঘটায় ওই নাবালক৷

Pune Porsche accident: ৯০ মিনিটে পানশালায় ৪৮ হাজার টাকা উড়িয়ে দু জনকে গাড়ি চাপা! শাস্তি পাবে পুণের নাবালক? সিদ্ধান্ত আজ

পুণে: বয়স ১৭৷ সেই কারণেই মত্ত অবস্থায় বিলাসবহুল গাড়ি নিয়ে দু জন তরুণ-তরুণীকে চাপা দিয়ে হত্যা করা সত্ত্বেও অভিযুক্ত পুণের নাবালক জামিন পেয়ে গিয়েছে৷ আর এই সিদ্ধান্ত নিয়ে দেশজুড়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ আর এবার সামনে এল আরও চাঞ্চল্যকর তথ্য৷

গত রবিবার পুণেতে এই ঘটনা ঘটে৷ মত্ত অবস্থায় বেপরোয়া গতিতে নিজের বিলাসবহুল গাড়ি নিয়ে একটি মোটরবাইকে সজোরে ধাক্কা মারে ওই নাবালক৷ এই ঘটনায় তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত দুই তরুণ-তরুণীর মৃত্যু হয়৷ অনীশ আওয়াধিয়া এবং অশ্বিনী কোস্তা নামে মধ্যপ্রদেশের বাসিন্দা মৃত দুজনেরই বয়স মাত্র ২৪ বছর, তাঁরা ইঞ্জিনিয়ার হিসেবে পুণেতে কর্মরত ছিলেন৷ অভিযোগ, দুর্ঘটনার সময় ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার গতিতে চলছিল ওই পোর্সে গাড়িটি৷ কিন্তু নাবালক হওয়ায় আদালত থেকে জামিন পেয়ে যায় ওই অভিযুক্ত৷

আরও পড়ুন: 

টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, গত রবিবার এই কাণ্ড ঘটানোর আগে পুণের দুটি পানশালায় যায় ওই নাবালক৷ তার মধ্যে একটি পানশালায় মাত্র ৯০ মিনিটে ৪৮ হাজার টাকা খরচ করে সে৷ দুর্ঘটনা ঘটানোর কয়েক ঘণ্টা আগেই ওই পানশালায় ছিল এই নাবালক৷ সে যে দুটি পানশালাতে বসেই মদ্যপান করেছিল, সিসিটিভি ফুটেজেই তা ধরা পড়েছে৷ নাবালককে কেন মদ বিক্রি করা হয়েছিল, পুণের ওই দুই পানশালার বিরুদ্ধে সেই অভিযোগের তদন্তও শুরু করেছে প্রশাসন৷ দুটি পানশালাই আপাতত সিল করে দেওয়া হয়েছে৷

পুলিশ জানিয়েছে, রাত সাড়ে ৯টা থেকে ১টার মধ্যে ওই দুটি পানশালায় বন্ধুদের নিয়ে মত্ত ছিল ওই নাবালক৷ এর মধ্যে দ্বিতীয় পানশালাটিতে ৪৮ হাজার টাকার বিল মেটায় সে৷ এর পরেই মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে ওই মোটরবাইকে ধাক্কা মারে অভিযুক্ত৷

দুর্ঘটনার আগে পানশালায় বন্ধুদের নিয়ে ফূর্তি

টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, গত রবিবার এই কাণ্ড ঘটানোর আগে পুণের দুটি পানশালায় যায় ওই নাবালক৷ তার মধ্যে একটি পানশালায় মাত্র ৯০ মিনিটে ৪৮ হাজার টাকা খরচ করে সে৷ দুর্ঘটনা ঘটানোর কয়েক ঘণ্টা আগেই ওই পানশালায় ছিল এই নাবালক৷ সে যে দুটি পানশালাতে বসেই মদ্যপান করেছিল, সিসিটিভি ফুটেজেই তা ধরা পড়েছে৷ নাবালককে কেন মদ বিক্রি করা হয়েছিল, পুণের ওই দুই পানশালার বিরুদ্ধে সেই অভিযোগের তদন্তও শুরু করেছে প্রশাসন৷ দুটি পানশালাই আপাতত সিল করে দেওয়া হয়েছে৷

পুলিশ জানিয়েছে, রাত সাড়ে ৯টা থেকে ১টার মধ্যে ওই দুটি পানশালায় বন্ধুদের নিয়ে মত্ত ছিল ওই নাবালক৷ এর মধ্যে দ্বিতীয় পানশালাটিতে ৪৮ হাজার টাকার বিল মেটায় সে৷ এর পরেই মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে ওই মোটরবাইকে ধাক্কা মারে অভিযুক্ত৷

নাবালক বলেই কেন ছাড়, দেশজুড়ে সমালোচনা

এমন ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটানো সত্ত্বেও শুধুমাত্র নাবালক বলে ওই অভিযুক্তকে গ্রেফতারির দিনই জামিন দিয়ে দেয় জুভেনাইল জাস্টিস বোর্ড৷ শাস্তি হিসেবে তাকে পথ দুর্ঘটনা নিয়ে রচনা লিখতে নির্দেশ দেন বিচারক৷ জুভেনাইল জাস্টিস বোর্ডের এই অবাক করা সিদ্ধান্তে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে৷ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশও এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে ওই নাবালককে প্রাপ্তবয়স্ক অপরাধীর মতোই গণ্য করা হয়, তার হয়ে সওয়াল করতে শুরু করেন৷ এর পরই পুণে পুলিশের পক্ষ থেকে জুভেনাইল জাস্টিস বোর্ডের কাছে ওই নাবালককে প্রাপ্তবয়স্ক অপরাধীর মতোই বিচার প্রক্রিয়ায় ফেলার অনুমতি চেয়ে আবেদন করা হয়৷ পুণে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজই নিজেদের সিদ্ধান্তের কথা জানাবে জুভেনাইল জাস্টিস বোর্ড৷

তবে দেশজুড়ে সমালোচনার মুখে পড়ে ওই নাবালকের বাবা বিশাল আগরওয়াল এবং যে পানশালা দুটিতে সে মদ্যপান করেছিল, সেখানকার চার কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ৷ মহারাষ্ট্রের পরিবহণ দফতর অবশ্য জানিয়েছে, ওই নাবালক ২৫ বছর বয়স না হওয়া পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স পাবে না৷ আরও জানা গিয়েছে, যে বিলাসবহুল পোর্সে গাড়িটি নিয়ে ওই নাবালক এই দুর্ঘটনা ঘটায়, মাত্র ১১৭৫ টাকা জমা না দেওয়ায় গত মার্চ মাস থেকে সেটির রেজিস্ট্রেশন বকেয়া ছিল৷ এনডিটিভিতে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, ছেলে এই কাণ্ড ঘটানোর পরই পুলিশকে বিভ্রান্ত করে পালানোর চেষ্টা করেছিলেন ওই নাবালকের বাবা পেশায় রিয়েল এস্টেট ব্যবসায়ী বিশাল আগরওয়াল৷