স্থানীয় বিধায়কের কাছে গিয়েছিল অভিযুক্ত নাবালকের বাবার ফোন; এখন ৪৫টি মিসড কল ঘিরেই রহস্য ঘনাচ্ছে পুণে পোর্শে কাণ্ডে

Pune Porsche Crash: স্থানীয় বিধায়কের কাছে গিয়েছিল অভিযুক্ত নাবালকের বাবার ফোন; এখন ৪৫টি মিসড কল ঘিরেই রহস্য ঘনাচ্ছে পুণে পোর্শে কাণ্ডে

পুণে: পুণের পোর্শে দুর্ঘটনা মামলার তদন্ত যত অগ্রসর হচ্ছে, দেখা যাচ্ছে যে, তাতে একের পর এক চাঞ্চল্যকর মোড় আসছে। এই মামলার মোড় ঘোরানোর জন্য যথেচ্ছ ভাবে অর্থ এবং রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করা হয়েছে বলে একাধিক প্রশ্ন উঠেছে। দুর্ঘটনার প্রথম দিন থেকেই এই মামলায় বারংবার স্থানীয় বিধায়ক সুনীল তিঙ্গরের যোগ রয়েছে বলে অভিযোগ উঠেছে। আসলে দুর্ঘটনার দিন অর্থাৎ ১৯ মে তারিখে অভিযুক্ত নাবালকের বাবা বিশাল আগরওয়ালের কাছ থেকে ৪৫টি মিসড কল গিয়েছিল ওই বিধায়কের কাছে। পুণে পুলিশ সূত্রের তরফে News18-এর কাছে এই কথা জানানো হয়েছে।

আরও পড়ুন- চিঠি লিখে বাড়ি ছাড়লেও তা পড়ে হকচকিয়ে গিয়েছিল তিন কিশোরীর পরিবার; অবশেষে মথুরা থেকে প্রকাশ পেল চরম সত্যিটা!

শুধু বিধায়ক সুনীল তিঙ্গরের সঙ্গেই নয়, সাসুন হাসপাতালের ডা. অজয় তাওয়ারের সঙ্গেও যোগাযোগ করেছিলেন বিশাল আগরওয়াল। এই চিকিৎসকের বিরুদ্ধে অভিযুক্তের রক্তের নমুনা বদলে দেওয়ার অভিযোগ উঠেছে। আর তার জন্য অজয় তাওয়ারেকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। ঘটনার পরের দিন অর্থাৎ ২০ মে ওই বিধায়ক একটি বিবৃতি জারি করেছিলেন। আর এর থেকে স্পষ্ট হয়ে গিয়েছে যে, ভোর ৬টা পর্যন্ত তিনি ইয়েরওয়াড়া থানায় ছিলেন। যদিও তিনি পুলিশের উপর চাপ সৃষ্টি করার অভিযোগ উড়িয়ে দিয়েছেন। কিন্তু তাঁর পার্টির তরফে তাঁর কাছ থেকে ব্যাখ্যাও চাওয়া হয়েছে।

Local MLA Sunil Tingre
Local MLA Sunil Tingre

পুলিশ সূত্রের তরফে News18-এর কাছে বলা হয়েছে যে, তিঙ্গরের কাছে ঘটনার দিন রাত ২টো ৩০ মিনিট এবং রাত ৩টে ৪৫ মিনিটের মধ্যে ৪৫টি মিসড কল গিয়েছিল। কিন্তু তিনি ঘুমিয়েছিলেন বলে সেই কল রিসিভ করতে পারেননি। তবে অভিযুক্তের বাবা ফোনে কোনও জবাব না পেয়ে ছুটে গিয়েছিলেন বিধায়কের বাসভবনে।

আরও পড়ুন– ঝড়ের ধাক্কায় নড়ে গেল আস্ত একটি বিমান ! আমেরিকার বিমানবন্দরে অবাক করার মতো দৃশ্য

সুনীল তিঙ্গরের গত ২০ মে-র বক্তব্য থেকে স্পষ্ট হয়ে গিয়েছে যে, তিনি ভোর ৬টা পর্যন্ত সেখানে ছিলেন। তিনি জানিয়েছিলেন যে, দুই তথ্যপ্রযুক্তি কর্মীর মৃত্যুর খবর জানতে পেরেই তিনি আইন মেনে পুলিশকে পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। কিন্তু এখন প্রকাশ্যে এসেছে যে, সাসুন হাসপাতালের ধৃত চিকিৎসকদের মধ্যে একজনের যোগ রয়েছে তাঁর।

News18-এর কাছে এক সূত্র জানিয়েছে যে, ডা. তাওয়ারের রহস্যজনক অতীত জেনেও তাঁকে পুণের প্রিমিয়ার মেডিক্যাল ইনস্টিটিউশনে চাকরির জন্য রেকমেন্ড করেছিলেন। এদিকে রক্তের নমুনা নয়ছয় করার অভিযোগে হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকার। এদিকে ডা. তাওয়ারে দাবি করেছেন যে, বিধায়ক তিঙ্গরের নির্দেশেই তিনি অভিযুক্তের রক্তের নমুনা বদলে দিয়েছিলেন।

এদিকে এনসিপি সূত্রের তরফে News18-কে জানানো হয়েছে যে, ,সংবাদমাধ্যমের কাছে নিজের কাজের ব্যাখ্যা করার নির্দেশ দেওয়া হয়েছে তিঙ্গরেকে। পুণেতে ১ থেকে ২ দিনের মধ্যে সাংবাদিক সম্মেলন ডাকার কথা রয়েছে বিধায়কের। পুলিশের দাবি, কিশোরের পরিবারের তরফ থেকে মামলাটি ধামাচাপা দেওয়ার নির্মম চেষ্টা করা হয়েছে।