Tag Archives: Car Accident

Leopard Death: রাতের অন্ধকারে বেঘোরে প্রাণ গেল চিতাবাঘের

আলিপুরদুয়ার: আবার‌ও বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল পূর্ণ বয়ষ্ক চিতাবাঘের। মাদারিহাটের ঘটনা। গভীর রাতে একটি গাড়ি নিয়ম না মেনে দ্রুতগতিতে চলছিল। এরফলে চিতাবাটিকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে ভোরবেলায় এলাকার মানুষ বাইরে বেরিয়ে দেহ পড়ে থাকতে দেখে।

জানা গিয়েছে, বুধবার গভীর রাতে মাদারিহাট এলাকার প্রধান সড়ক ধরে চিতাবাঘটি রাস্তা পার হচ্ছিল। সেই সময় দ্রুত গতিতে ছুটে আসা একটি গাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হয়। গাড়িটিকে পাওয়া যায়নি। ভোর হলে স্থানীয়রা রোজের মত বাড়ির বাইরে বেরিয়ে চিতাবাঘটির দেহ দেখতে পান। এরপর তাঁরাই বনবিভাগে খবর দেন।

আরও পড়ুন: সভা থেকে ফেরার সময় ভয়াবহ দুর্ঘটনায় আহত ২০ তৃণমূল সমর্থক

এরপর জলদাপাড়া বনবিভাগের কর্মীরা চিতাবাঘের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলদাপাড়া প্রকৃতিবিক্ষণ কেন্দ্রে পাঠায়। ঘাতক গাড়ির সন্ধানে তল্লাশির শুরু করেছে বন দফতর। খতিয়ে দেখা হচ্ছে রাস্তার সিসিটিভি ফুটেজ। গাড়ির নম্বর দেখে তার মালিকের সন্ধান পাওয়ার চেষ্টা চলছে। এদিকে অজ্ঞাতপরিচয় ঘাতকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।

অনন্যা দে

Accident: মুহূর্তে যেন দানব এসে পড়ল শরীরের উপর, ৫ শিশুর ভয়ঙ্কর মৃত্যু! ঘটে গেল ভয়াবহ ঘটনা

জবলপুর: মধ্যপ্রদেশের জবলপুরে ভয়ঙ্কর দুর্ঘটনা। একটি ট্র্যাক্টর-ট্রলি উল্টে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে ও দুইজন আহত হয়েছে। পুলিশ সূত্রে খবর, চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় দুর্ঘটনাটি ঘটেছে। জবলপুরে টিনেটা গ্রামে এখন শুধু শোকের ছায়া। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছিল। জেলা প্রশাসন মৃতদের পরিবারকে ৫০০০০ এবং আহতদের ১০০০০ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছে।

আরও পড়ুন: ছাদের বাগানে জল দিতে গিয়েছিলেন, হঠাৎ ধুপ করে আওয়াজ! ভয়ঙ্কর ঘটনা কলকাতায়, সব শেষ বৃদ্ধের

স্থানীয় সূত্রে খবর, ট্র্যাক্টরটি ১৮ বছর বয়সী ধর্মেন্দ্র গোন্ড নামে এক কিশোর চালাচ্ছিল। মৃত সকলেরই বয়স ১২-১৫ বছরের মধ্যে। সবাই একই পরিবারের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

এলাকার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সূর্যকান্ত শর্মা বলেন, “ধর্মেন্দ্র গোন্ড তার বোনের বিয়ের অনুষ্ঠানে জলের ট্যাঙ্কার আনতে যাচ্ছিল। অন্যান্য শিশুরা ট্রাক্টরে চড়ে যোগ দেয় তাতে। বাড়ি থেকে মাত্র ৫০০ মিটার দূরে ট্রাক্টরটি রাস্তা থেকে ছিটকে পাশের মাঠে উল্টে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রাক্টরটির গতি অনেকটাই বেশি ছিল।”

Accident: ভয়ঙ্কর দুর্ঘটনা! মুহূর্তে গোটা পরিবার শেষ! ভিতরে শুধুই শিশুর কান্না, বেরল একের পর এক মৃতদেহ

রাজস্থান: রবিবার সকালে সওয়াই মাধোপুর জেলার দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। বাউনলী থানা এলাকায় একটি গাড়ির সঙ্গে আরেকটি গাড়ির ধাক্কা লাগে। একটি গাড়িতে থাকা সকলেই ত্রিনেত্র গণেশজির দর্শন করতে রণথম্ভোর যাচ্ছিলেন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই গাড়িতে থাকা ৬ জনের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ মৃতদেহগুলি স্থানীয় হাসপাতালের মর্গে রেখেছে।

পুলিশ জানিয়েছে, রবিবার সকাল ৭টার সময় দুর্ঘটনাটি ঘটে। সেই সময় একটি পরিবার গাড়িতে করে রণথম্ভোরে যাচ্ছিল ত্রিনেত্র গণেশজি দর্শন করতে। বাউনলী থানা এলাকার বনস পুলিয়ার কাছে একটি গাড়ি ওই পরিবারের গাড়িটিকে ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় গাড়িতে থাকা ৬ জন ঘটনাস্থলেই মারা যান। এছাড়াও এই দুর্ঘটনায় একই পরিবারের দুই শিশু গুরুতর আহত হয়েছে।

আরও পড়ুন: গাড়িতে ৬ বন্ধু তখন গল্পে মশগুল, খাদে পড়ল গাড়ি! মুহূর্তে সব শেষ! ভয়ঙ্কর ঘটনায় মৃত সকলেই

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃতরা সিকর জেলার বাসিন্দা। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানীয় থানার পুলিশ। তবে পরিস্থিতি দেখে পুলিশও ভয় পেয়ে যায়। এরপর আহত ও নিহতদের দ্রুত অ্যাম্বুলেন্সের মাধ্যমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ৬ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আহতদের চিকিৎসা শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃতরা সিকর জেলার বাসিন্দা।

পুলিশ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে খবর দিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ও হাসপাতালে পৌঁছান। এখনও দুর্ঘটনার কারণ স্পষ্ট নয়। যে গাড়িটির সঙ্গে ওই গাড়ির ধাক্কা লেগেছে, তা এখনও শনাক্ত করা যায়নি। এই জাতীয় সড়কে এমন দুর্ঘটনা এটাই প্রথম নয়। এরকম ঘটনা বারবার ঘটেছে ওই এলাকায়, এমনটাই অভিযোগ স্থানীয়দের।

Accident: নতুন গাড়ি কেনার আনন্দ মুহূর্তে উধাও! নতুন গাড়িতেই শেষ ৩ বন্ধু, ভয়ঙ্কর ঘটনা হাইওয়েতে

পুনে: নতুন গাড়ি কেনার আনন্দ দ্রুত বদলে গেল কান্না, মৃত্যুতে। শিকরাপুরের এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছেন৷ রবিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে। ওয়াঘোলির কাছে অষ্টবিনায়ক হাইওয়েতে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে।

এই দুর্ভাগ্যজনক ঘটনায় শিকরাপুরের সাত যুবক ছিলেন। যাদের মধ্যে তিনজন ছিল যারা একটি নতুন কেনা গাড়িতে চড়েছিলেন। তাঁরা থেউরের দিকে যাচ্ছিল, কিন্তু হাইওয়ের বাকোরি-থেউরের কাছে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। একটি কন্টেইনার ওই একটি গাড়ির মধ্যে সংঘর্ষের ফলে ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে। গাড়িটিও সম্পূর্ণভাবে ভেঙে যায়।

আরও পড়ুন: লটারিতে এক কোটি টাকা জিতলে ট্যাক্স কেটে হাতে কত পাওয়া যায়? জেনে নিন

ভয়ঙ্কর দুর্ঘটনা

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশের আধিকারিক রাহুল কোলপে এবং লনিকান্দ থানার অন্যান্য অফিসাররা ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তারা ধ্বংসস্তূপ থেকে আহতদের বের করতে সক্ষম হন এবং তাদের জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

আহত যুবকদের মধ্যে তিনজনের মৃত্যু হয়। মৃতদের নাম গণেশ যাদব (৩২), বিনোদ ভোজনে (৩৬) এবং বিঠল জোগদন্ড (৩৬)। তাঁরা সকলেই শিকরাপুরের বাসিন্দা।

Accident: নিমন্ত্রণ খেয়ে ফেরার পথে হঠাৎ বিকট শব্দ, মুহূর্তে রক্তগঙ্গা! মহিলা-শিশুদের মৃতদেহের সারি, ভয়ঙ্কর ঘটনা

রায়পুর: মর্মান্তিক দুর্ঘটনা ছত্তিশগড়ে। পারিবারিক অনুষ্ঠান থেকে ফেরার পথেই গোটা পরিবারের মর্মান্তিক পরিণতি। ছত্তিশগড়ে ভয়ংকর দুর্ঘটনায় মৃত্যু হল ৯ জনের। মৃতদের মধ্যে সকলেই মহিলা এবং শিশু। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও ২৩ জনকে। তার মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, দুর্ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বেমেতারা জেলায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিয়ের অনুষ্ঠান থেকে একটি বড় গাড়ি করে ফিরছিলেন পাথরা গ্রামের বাসিন্দারা। বেমেতারা জেলার কাঠিয়া গ্রামের কাছে পণ্যবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে অনুষ্ঠান ফেরত ওই গাড়িটির। নিয়ন্ত্রণ হারিয়ে ওই পণ্যবাহী ট্রাকটি গিয়ে রাস্তার পাশে দাঁড় করানো একটি মিনি ট্রাকে ধাক্কা মারে। আর এর ফলেই মিনি ট্রাকের সামনের অংশটি দুমড়ে মুচড়ে যায়।

আরও পড়ুন: লটারিতে এক কোটি টাকা জিতলে ট্যাক্স কেটে হাতে কত পাওয়া যায়? জেনে নিন

দুর্ঘটনার পরপরই যাত্রিবাহী গাড়িটি উল্টে যাওয়ায় গাড়ির মধ্যে থাকা যাত্রীরা ছিটকে রাস্তায় পড়ে যান। ঘটনা বুঝেই সেখানে চলে আসেন এলাকার বাসিন্দারা। তাঁরাই প্রথমে উদ্ধার কাজ শুরু করেন। পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দলও। আহত সকলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়।

পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, ঘটনাস্থলেই আট জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে আরও একজনের মৃত্যু ঘটে। বাকি আহতদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের রায়পুর এইমস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

Car: বন্ধ গাড়ির মধ্যে দুই শিশুর দেহ! যা ঘটল, বাবা-মায়েরা সন্তানদের খুব সাবধানে রাখুন

মুম্বই: ভয়ঙ্কর ঘটনা মুম্বইতে। একই পরিবারের দুই শিশুর দেহ উদ্ধার হল গাড়ির মধ্যে থেকে। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের অ্যান্টপ হিল এলাকায়। জানা গিয়েছে, বুধবার দুপুর থেকে শিশুদুটির খোঁজ পাওয়া যাচ্ছিল না। দীর্ঘক্ষণ খোঁজার পর পুলিশে নিখোঁজ ডায়েরি করা হয়। কিন্তু এরই মধ্যে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। একটি পুরনো গাড়ির মধ্যে থেকে নিথর দেহ উদ্ধার হয় ওই দুই শিশুর।

জানা গিয়েছে, মৃতদের নাম সাজিদ (৫) এবং মুসকান (৭)। তবে, দুই শিশুর শরীরে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। দুপুর দেড়টা নাগাদ তাঁরা খেলতে বেরিয়েছিল। তারপর দুপুর গড়িয়ে বিকেল হলে পরিবারের দুঃশ্চিন্তা হয়। তারপর স্থানীয়দের নিয়ে খোঁজা শুরু করে বাবা-মা। শেষে পুলিশের দ্বারস্থ হয় তাঁরা। গভীর রাত পর্যন্ত খোঁজাখুঁজির পর অবশেষে কভার দেওয়া একটি পুরোনো গাড়ি থেকে দেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: গাড়িতে তখন সবাই গল্পে মশগুল, হঠাৎ ভয়াবহ ঘটনা! ঘটনাস্থলেই মৃত্যু ৬ জনের

পুলিশের অনুমান খেলতে গিয়ে গাড়ির মধ্যে ঢুকে পড়েছিল দুই ভাইবোন। কিন্তু পুরোনো গাড়ি হওয়ায় দরজা, জানলা খুলতে অসুবিধা হওয়ায় গাড়ির মধ্যেই শ্বাসরোধ হয়ে মৃত্যু ঘটে দুজনের। দেহগুলি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনায় শোকস্তব্ধ পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।

Car Fire: দাউ দাউ করে জ্বলে উঠল চলন্ত গাড়ি, নিভতেই বেরিয়ে এল গাঁজার প্যাকেট

নদিয়া: গাঁজা পাচারের সময় জাতীয় সড়কের উপর গাড়িতে লেগে গেল আগুন। শান্তিপুরের কাছে ১২ নম্বর জাতীয় সড়কের উপর এই ঘটনা ঘটে। তীব্র গতিতে ছুটে যাওয়া একটি চার চাকা গাড়ি হঠাৎই দাউ দাউ করে জ্বলতে শুরু করে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ধে সাড়ে সাতটা নাগাদ ১২ নম্বর জাতীয় সড়ক ধরে রানাঘাট থেকে কৃষ্ণনগর যাচ্ছিল গাড়িটি। ফুলিয়ার প্রফুল্ল নগর এলাকায় চার চাকা গাড়ির ইঞ্জিনে আগুন লেগে যায়। তড়িঘড়ি স্থানীয় মানুষজন আগুন নেভানোর জন্য এগিয়ে আসে। কিন্তু ততক্ষণে গাড়িটি পুরো আগুনের গ্রাসে চলে যায়। পরে রানাঘাট থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থালে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে।

আর‌ও পড়ুন: জেলার হাত ধরে ময়দানে সুদিন ফিরবে? আশা দেখাচ্ছে এই মফস্বল

আগুন নিয়ন্ত্রণে আসার পর গাড়িটির ডিকি ও বনেটের ভিতর থেকে গাঁজা জাতীয় মাদকের বেশ কিছু প্যাকেট উদ্ধার হয়। স্থানীয় মানুষের অভিযোগ, গাড়ির ইঞ্জিনের বনেটের ভিতরে করে গাঁজা জাতীয় মাদক পাচার হচ্ছিল। ঘটনার পর থেকেই পলাতক গাড়ির চালক। তবে গাড়িতে ঠিক কত পরিমান গাঁজা ছিল সেই বিষয়ে এখনই সঠিক কোনও তথ্য জানতে পারেনি পুলিশ। কোথা থেকে কোথায় ওই গাঁজা পাচার হচ্ছিল ও এর পিছনে কারা জড়িত তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। পলাতক গাড়ি চালকের সন্ধান চালাচ্ছে পুলিশ।

মৈনাক দেবনাথ

Pankaj Tripathi: কাছের মানুষকে হারালেন পঙ্কজ ত্রিপাঠী, বোনের অবস্থাও গুরুতর আশঙ্কাজনক, শোকের ছায়া পরিবারে

বিহার: আবারও এক দুঃসংবাদ৷ বিনোদন জগতের সময়টা যে মোটেই ভাল যাচ্ছে না তা বেশ ভালই বোঝা যাচ্ছে৷ কাছের মানুষকে হারালেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী৷ ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অভিনেতার ভগ্নিপতি রাজেশ তিওয়ারির৷ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন অভিনেতার বোন৷

শনিবার বিকেল চারটে নাগাদ বিহারের জিটি রোডের কাছে ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে৷ সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলেই ভগ্নিপতির মৃত্যু হয়৷ পঙ্কজের বোনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷ তড়িঘড়ি করে ধানবাদ মেডিক্যাল কলেজের এসএনসিইউ-তে ভর্তি রয়েছেন পঙ্কজের বোন৷

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

প্রত্যক্ষদর্শীদের বয়ানে জানা গিয়েছে, বিহারের গোপালগঞ্জের কমলপুর থেকে পশ্চিমবঙ্গের দিকে যাচ্ছিলেন রাজেশ ও তাঁর স্ত্রী সরিতা তিওয়ারি৷ নিরসা মার্কেট চকে পৌঁছানোর আগেই ডিভাইডারে সজোরে ধাক্কা মারে গাড়িটি৷ সঙ্গে সঙ্গে দুমরে-মুচড়ে যায় গাড়ি৷

পুলিশ ও স্থানীয়দের সাহায্যে তাদের ধানবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই রাজেশ তিওয়ারিকে মৃত বলে ঘোষণা করা হয়৷ এবং সরিতাকে সার্জিক্যাল আইসিইউতে ভর্তি রাখা হয়৷ জানা গিয়েছে, পঙ্কজ ত্রিপাঠীর ভগ্নিপতি রেলে কর্মরত ছিলেন৷ গ্রাম থেকে চিত্তরঞ্জন আসার সময়েই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে৷ উল্লেখ্য, ২০২৩ সালে বাবাকে হারান পঙ্কজ ত্রিপাঠি৷ বছর ঘুরতে না ঘুরতে ফের শোকের ছায়া অভিনেতার পরিবারে৷ অভিনেতার গোটা পরিবার শোকে ভেঙে পড়েছেন৷

Road Accident: বাসন্তী হাইওয়েতে বাস-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ৭

উত্তর ২৪ পরগনা: বাসন্তি হাইওয়েতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন ৭ জন। হাড়োয়ার কুলটি ঘোষপুর বাজারে ঘটে এই ভয়ংকর দুর্ঘটনা। বাস ও মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন সাত জন। তাঁদের তড়িঘড়ি উদ্ধার করে নলমুড়ি গ্রামীণ হাসপাতলে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বেলার দিকে কলকাতা থেকে মালঞ্চগামী একটি বাস ও অপর দিকে মালঞ্চ থেকে কলকাতাগামী একটি মারুতি ওমনি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় গুরুতর আহত হয় ওই মারুতি গাড়িতে থাকা যাত্রীরা। মুখোমুখি সংঘর্ষ হওয়ার দুটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে পড়ে বাসন্তী হাইওয়ে। ব্যাপক যানজট দেখা দেয়। যদিও পড়ে পুলিশের হস্তক্ষেপে সেই যানজট স্বাভাবিক হয়ে যায়।

আর‌ও পড়ুন: অভিষেক পুজো দিয়ে যাওয়ার পরের দিনই বড় কাছারিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৭০ টি দোকান

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মূলত গাড়ির বেপরোয়া গতির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। তাঁদের আর্জি, এমন ঘটনা ঠেকাতে প্রশাসন আরও কঠোরভাবে পরিস্থিতি মোকাবিলা করুক। না হলে আগামী দিনে এমন দুর্ঘটনা আরও ঘটতে থাকবে।

জুলফিকার মোল্লা

এক্সপ্রেসওয়েতে ভয়ঙ্কর দুর্ঘটনা, ১০ জনের মৃত্য়ু, দুমড়ে-মুচড়ে গেল গাড়ি

আহমেদাবাদ: বুধবার গুজরাতের খেদা জেলার নাদিয়াদ শহরের কাছে আহমেদাবাদ-ভাদোদরা এক্সপ্রেসওয়েতে একটি বড় দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় দ্রুতগামী একটি গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। জানা গিয়েছে, দুর্ঘটনার সময় সেই গাড়িতে ১০ জন ছিলেন। তাঁরা প্রত্য়েকেই প্রাণ হারিয়েছেন।

পুলিশের তরফে জানানো হয়েছে, উদ্ধারের সময় গাড়িতে আটজনকেই মৃত অবস্থায় দেখা যায়। তবে ২ জন তখনও বেঁচে ছিলেন। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ওই দুজনও মারা যান।

নদিয়াদ গ্রামীণ থানার পরিদর্শক কিরীট চৌধুরী জানিয়েছেন, গাড়িটি ভাদোদরা থেকে আহমেদাবাদের দিকে যাচ্ছিল। সেই সময় এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনের অংশের সঙ্গে ধাক্কা লাগে গাড়িটির।

আরও পড়ুন- মাঝ রাস্তায় দাউদাউ করে জ্বলছে বিলাসবহুল গাড়ি! মুহুর্তেই কোটি টাকা জলে! কী ভাবে

দুর্ঘটনায় ঘটনাস্থলেই আটজন মারা যান, আহত দুজনকে একটি অ্যাম্বুলেন্সে করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাঁরাও মারা যান। স্থানীয় মানুষরা উদ্ধারকাজে হাত লাগান।

নদিয়াদের বিধায়ক পঙ্কজ দেশাই বলেছেন, ট্রাকটি হঠাৎ এক্সপ্রেসওয়ের বাঁ দিকের লেনে চলে যায়। হয়তো ট্রাক চালক কোনো যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারান। সেই কারণে গাড়ির চালক ব্রেক লাগানোর পর্যাপ্ত সময় পাননি।

আরও পড়ুন- কবচে আরও সুরক্ষিত উত্তর-পূর্ব সীমান্ত রেল! কী কী পদক্ষেপ করা হয়েছে

আহমেদাবাদ-বরোদা এক্সপ্রেসওয়ে গুজরাতের ব্যসস্ততম রাস্তা। এই দুর্ঘটনার ফলে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যহত হয়। ফলে সাধারণ মানুষ গন্তব্যে পৌঁছতে সমস্যায় পড়েন।