অভিনব উদ্যোগ পুরুলিয়ায়

Purulia News: মনীষীদের নামে গাছের নামকরণ, বন বাঁচাতে অভিনব উদ্যোগ পুরুলিয়ার বন দফতরের

পুরুলিয়া: সবুজে ঘেরা পুরুলিয়া তৈরি করতে অগ্রণীর ভূমিকা পালন করছে বনদফতর। ‌মানব জীবনে গাছের ভূমিকা কতখানি তা বোঝাতে একাধিক পদক্ষেপ নিচ্ছে পুরুলিয়া বন বিভাগ।

পুরুলিয়া বনবিভাগের ‘মাঠা ফরেস্ট রেঞ্জ’-এর মধ্যে রয়েছে বহু গাছ।‌ সবুজে ঘেরা এই মাঠা ফরেস্ট। দেখলে মন ভরে যায় সকলের।

আরও পড়ুন: প্রকৃতির উপাদানে সাজছে মন্ডপ! হারিয়ে যাওয়া ডাকঘরের নস্টালজিয়া ফেরাবে ফুলঝোড়

এই মাঠা ফরেস্ট রেঞ্জের ভিতরে যে গাছ গুলি রয়েছে তার মধ্যেও একটি বিশেষত্ব রয়েছে। কারণ প্রতিটি গাছের নামকরণ হয়েছে মনীষীদের নামানুসারে। স্মৃতিবন কনসেপ্টের মধ্যে দিয়ে বনসৃজন ‌বৃদ্ধি করতেই পুরুলিয়া বনবিভাগের এই উদ্যোগ।

আরও পড়ুন: চোখে মুখে আতঙ্কের ছবি, রাশিয়া থেকে কোনও মতে বেঁচে ফিরলেন এ রাজ্যের বাসিন্দা…

এ বিষয়ে পুরুলিয়া বনবিভাগের ডিএফও অঞ্জন গুহ বলেন, ‘‘মনীষীদের নামে মাঠা ফরেস্টে গাছের নামকরণ করার উদ্দেশ্য হল স্মৃতিবন করে সবুজায়নের বার্তা দেওয়া। কারণ বহু টুরিস্ট অযোধ্যা পাহাড়ে বেড়াতে এলে এখানেও আসেন। তাঁদের মধ্যে সবুজায়নের বার্তা পৌঁছে দিতে বনদফতর এই উদ্যোগ নিয়েছে। ‌

লাল মাটির এই জেলাসবুজে পরিপূর্ণ। তাই এই জেলায় আরও বনসৃজন বৃদ্ধি করা বনদফতরের অন্যতম উদ্দেশ্য। ইতিমধ্যেই রাজ্য সরকারের উদ্যোগে বন মহোৎসব পালিত হয়েছে গোটা রাজ্য জুড়ে। জেলা পুরুলিয়াও তার মধ্যে ব্যতিক্রম ছিল না। পুরুলিয়া জেলাতেও বনমহোৎসব পালিত হয়েছে সারম্বরে।

 পুরুলিয়া বনবিভাগ একাধিক কর্মসূচির মধ্যে দিয়ে এই উৎসব পালন করেছিল। এছাড়াও বছরের বিভিন্ন সময়তে নানান কর্মকাণ্ডের মধ্যে দিয়ে গাছ লাগানোর বার্তা দেয় পুরুলিয়া বনবিভাগ।

এই স্মৃতিবন দেখে বহু মানুষ অনুপ্রাণিত হয়ে নিজেদের বাড়িতে স্মৃতিবন গড়ে তোলার চেষ্টা করবেন এমনটাই মনে করছে পুরুলিয়া বনবিভাগ।

শমিষ্ঠা ব্যানার্জি