বিপদজনক বাড়িতে নোটিশ

Purulia News: ৭০টি বাড়িতে ভয়ানক বিপদ! ফের মৃত্যুর ঘটনা এড়াতে পুরুলিয়ায় বিশেষ উদ্যোগ

পুরুলিয়া: বিপজ্জনক বাড়ি ভেঙে পরপর কয়েকটি দুর্ঘটনার ঘটনা প্রকাশ্যে এসেছে শহর পুরুলিয়ায়। ‌হতাহতের খবরও এসেছে। পুরুলিয়া পৌরসভা বিপজ্জনক বাড়িগুলি চিহ্নিত করার কথা ঘোষণা করেছিল। সেই ঘোষণা অনুসারে, এবার পুরুলিয়া পৌরসভার অন্তর্গত ২৩টি ওয়ার্ডের বিপজ্জনক বাড়িগুলিকে চিহ্নিত করে নোটিশ লাগানো হল।

সম্প্রতি, পুরুলিয়া পৌরসভার কর্মী ও ইঞ্জিনিয়াররা একসঙ্গে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বিপজ্জনক বাড়িগুলিতে নোটিশ লাগান।‌ এ বিষয়ে পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নবেন্দু মাহালী বলেন, ”পৌর কর্তৃপক্ষ ঘোষণা করেছিল আগেই, কোনওরকম দুর্ঘটনার সম্ভাবনা এড়াতে শহরের বিপজ্জনক বাড়িগুলিকে চিহ্নিতকরণের কাজ শুরু করা হবে। সেই মতো শহরের বিপজ্জনক বাড়িগুলিতে একদিকে নোটিশ লাগানোর কাজ শুরু হয়েছে, অন্যদিকে বাড়ির মালিকদের সঙ্গে যোগাযোগ করে তাঁদেরও নোটিশের কপি দেওয়া হয়েছে।”

আরও পড়ুন: এখনও সক্রিয় মৌসুমী অক্ষরেখা! ফের সিঁদুরে মেঘ, তিস্তার জল ভয়ঙ্কর রূপ নিতে পারে কি!

বাড়ির সংশ্লিষ্ট মালিকদের অবিলম্বে এইসব বাড়ি সংস্কার করতে বা ভেঙে ফেলতে হবে। পুরুলিয়া পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে রাস্তার একেবারে পাশেও এরকম বহু বিপজ্জনক বাড়ি রয়েছে। যে কোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। পৌর এলাকায় এখনও পর্যন্ত ৭০টি এরকম বিপজ্জনক বাড়ি চিহ্নিত করা গিয়েছে। তবে আরও বিশদে পরিদর্শনের কাজ চলছে।

যে কোনও দুর্ঘটনা এড়াতে এমনই পদক্ষেপ নিল পুরুলিয়া পৌরসভা। পুরুলিয়া পৌরসভা সূত্রে খবর, বাড়ির মালিকদের সদর্থক পদক্ষেপ নিতে ১৫ দিনের সময় দেওয়া হয়েছে। তা না হলে আগামী দিনে পৌরসভা কড়া পদক্ষেপ গ্রহণ করবে। পৌরসভার এই পদক্ষেপে খুশি শহরবাসী। ‌

শর্মিষ্ঠা ব্যানার্জি