রোহিণী উৎসবে বৃষ্টি নেই

Purulia News: রোহিণী উৎসবে মেলেনি বৃষ্টির দেখা, চিন্তার ভাঁজ চাষীদের কপালে!

পুরুলিয়া: জঙ্গলমহলের অন্যতম পরব রোহিণী উৎসব। কৃষকেরা ভাল ফলনের আশায় এই উৎসবের আয়োজন করে থাকেন। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে এই উৎসব পালিত হয়ে থাকে। এই উৎসবকে বীজ পূন্যাহ বলা হয়। এইদিন থেকেই জেলা জুড়ে আনুষ্ঠানিকভাবে বীজ বপন শুরু হয় জমিতে। তাই কৃষকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই দিন।

আরও পড়ুনঃ উষ্ণ গরম জলে ২ ফোঁটা! ব‍্যাস ৭ দিনে মিলবে ফলাফল! এই ফলের রস তরতরিয়ে গলাবে মেদ 

এই রোহিনী পরবের দিন বৃষ্টি হওয়া খুবই শুভ বলে মনে করেন কৃষকেরা। ‌তাই এই সময় বৃষ্টির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন চাষীরা। সম্প্রতি ঘূর্নিঝড়ের প্রভাবে একাধিক জায়গায় ঝড় বৃষ্টি হয়েছে। কিন্তু বৃষ্টির দেখা মেলেনি জেলা পুরুলিয়ায় আর তাতেই চিন্তার ভাঁজ পড়েছে চাষীদের মাথায়। কারণ মূলত রোহিনী পরবে বৃষ্টি হয় প্রতিবছর। এবছর তার ব্যতিক্রম হতে দেখা গিয়েছে।

এ বিষয়ে এক কৃষক বলেন ,পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গাতে ঝড়-বৃষ্টি হতে দেখা গিয়েছে। শুধু পুরুলিয়া জেলাতেই ব্যতিক্রম হয়েছে। রোহিনী পরবেও বৃষ্টির দেখা মেলেনি। টানা গরমের কারণে কৃষি কাজে অনেক ক্ষতি হচ্ছে। বৃষ্টির দেখা না পাওয়া গেলে আগামী দিনে অনেক বড় সমস্যার মধ্যে পড়তে হবে কৃষকদের।

জঙ্গলমহলের অন্যতম লোকাচারের মধ্যে এই রোহিনী পরব। এই পরবকে ঘিরে নানান লোককথা প্রচলিত আছে।‌ এই পরবের দিনে বৃষ্টির মাহাত্ম্য রয়েছে বিরাট। আর সেই কারণেই বৃষ্টির অপেক্ষায় থাকেন কৃষকেরা। প্রতিবছর এই রোহিনী পরবে বৃষ্টি দেখা পাওয়া গেলেও এ বছর ব্যতিক্রম হওয়ায় মন ভার কৃষকদের। তারা অধীর আগ্রহে বৃষ্টির অপেক্ষায় রয়েছেন।

শমিষ্ঠা ব্যানার্জি