পুষ্পিতা সরদার

South 24 Parganas News: স্বপ্নের ছোটবেলার ছবি এঁকে কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের প্রশংসা পেল কুলপির পুষ্পিতা

কুলপি: স্বপ্ন নিয়েই কাজ। স্বপ্নের দেশের ছবি তুলে ধরে বিভিন্ন বিষয় উত্থাপিত করেন কুলপির এক কিশোরী। ওই কিশোরীর নাম পুষ্পিতা সরদার। এবার পুষ্পিতার সেই স্বপ্নের ছবি প্রশংসিত হল ভারত সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের দ্বারা। পুষ্পিতা একটি আন্তর্জাতিক অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। সেখানে তার ছবি আঁকার বিষয় ছিল বড় মেয়ের স্বপ্নে তার ছোটবেলা। এই বিষয়ের উপর সে কাজ করেছিল আগে।ফলে তার পক্ষে ছবি আঁকার সুবিধা হয়।

আরও পড়ুন: সুন্দরবনে ঘুরতে গিয়ে যা দেখলেন পর্যটকরা! তাজ্জব বনে গেলেন সবাই

পুষ্পিতা সুন্দরবন আর্ট আ্যকাডেমির ছাত্রী। সেখানের শিক্ষক দেবরাজ বেরা ছাত্রীটিকে প্রশিক্ষণ দেওয়ার কাজ করত। আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পর ছাত্রীটি তার প্রশিক্ষককে ধন্যবাদ জানিয়েছে। এই কাজ নিয়েই ভবিষ্যতে আরও বড় জায়গায় যেতে চায় পুষ্পিতা‌। দিনের অধিকাংশ সময় ছবি আঁকা নিয়ে ব্যস্ত থাকে পুষ্পিতা‌। তার মত সকলে ছবি আঁকার দিকে এগিয়ে আসুক এটাই চান পুষ্পিতা। পুষ্পিতা আগেও একাধিক পুরষ্কার পেয়েছে। তবে এবার বড় মঞ্চে সুযোগ পাওয়ায় সুন্দরবন আর্ট আ্যকাডেমির ছাত্র-ছাত্রীরা খুবই খুশি। খুশি তার পরিবারের লোকজন। আগামীদিনে এই ছবি এঁকে সমাজ পরিবর্তনের লক্ষ্য পুষ্পিতার।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

নবাব মল্লিক