Qatar World Cup 2022: মেসি বনাম লেওয়ানডস্কি, রোনাল্ডোর সামনে সুয়ারেজ, দেখে নিন বিশ্বকাপের গ্রুপ

#কাতার: বিশ্বকাপের গ্রুপ পর্বে (FIFA World Cup 2022) কোন দল কোন দলের বিরুদ্ধে খেলবে তার রূপরেখা শুক্রবার চূড়ান্ত হয়ে গেল৷ মোট ৩২ টি দল খেলবে ফিফা বিশ্বকাপ ২০২২ -এ (FIFA World Cup 2022)৷ কাতারে নভেম্বরে আয়োজিত হবে বিশ্বকাপ৷ ২৯ টি দল শুক্রবার রাতে নিজের নিজের গ্রুপ পেয়ে গেল৷ আর তিনটি জায়গাফাঁকা রয়েছে যেখানে প্লেঅফ খেলে তিনটি দল কাতার বিশ্বকাপের (Qatar World Cup 2022) মূলপর্বের টিকিট যোগাড় করে নেবে৷

গ্রুপ এ থেকে এইচ অবধি ৮ টি গ্রুপে ভাগ করা হয়েেছে ৩২ টি দলকে৷

আরও পড়ুন – IPL 2022: একের পর এক ছক্কা! ‘মাসল রাসেল’-এ খড়কুটোর মতো উড়ে গেল পঞ্জাব, দেখুন

গ্রুপ এ (Group A):  কাতার (Qatar), ইকুয়েডর (Ecuador),  সেনেগাল (Senegal), নেদারল্যান্ডস (Netherlands)

গ্রুপ বি (Group B): ইংল্যান্ড (England), ইরান (Iran),  আমেরিকা (USA), ওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেন (Wales/Scotland/Ukraine)

গ্রুপ সি (Group C):  আর্জেন্টিনা (Argentina), সৌদি আরব (Saudi Arabia), মেক্সিকো (Mexico) , পোল্যান্ড (Poland)

গ্রুপ ডি (Group D): ফ্রান্স (France), পেরু/অস্ট্রেলিয়া/সংযুক্ত আরব আমিরশাহি (Peru/Australia/UAE), ডেনমার্ক (Denmark), টিউনিশিয়া (Tunisia)

গ্রুপ ই (Group E): স্পেন (Spain), কোস্টারিকা /নিউজিল্যান্ড (Costa Rica /New Zealand), জার্মানি (Germany), জাপান (Japan)

গ্রু এফ (Group F): বেলজিয়াম (Belgium), কানাডা (Canada), মরোক্কো (Morocco) , ক্রোয়েশিয়া  (Croatia)

গ্রুপ জি (Group G): ব্রাজিল (Brazil),  সাইবরিয়া (Serbia), সুইৎজারল্যান্ড (Switzerland), ক্যামরন (Cameroon)

গ্রুপ এইইচ (Group H): পর্তুগাল (Portugal), ঘানা (Ghana), উরুগুয়  (Uruguay), দক্ষিণ কোরিয়া  (South Korea)

এদিকে গ্রুপ বিভাগের দিকে চোখ রাখল একটাই গ্রুপ দুই হেভিওয়েট রয়েছে তারা হল স্পেন ও জার্মানি৷ অন্যদিকে লিওনেল মেসির গ্রুপেই রয়েছে লেওয়ানডস্কির পোল্যান্ড৷ এদিক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর উরুগুয়ে৷ অর্থাৎ গ্রুপ পর্বই মুখোমুখি হবে সুয়ারেজ ও রোনাল্ডো৷ ব্রাজিলের গ্রুপে সাইবেরিয়া, ক্যামেরন ও সুইৎজারল্যান্ড৷