Tag Archives: Qatar World Cup 2022

ভারতে কেন এত আর্জেন্টিনার সমর্থক! কারণ লুকিয়ে এসবিআই পাসবুকে! মিমের ছড়াছড়ি

নয়াদিল্লি: টুইটারে কখনই নিস্তেজ থাকে না! ফের একবার প্রমাণিত।  হঠাৎ করেই আর্জেন্টিনা ফুটবল টিমের সঙ্গে এসবিআই পাসবুক-এর মিল খুঁজে পেলেন অনেকে।

কেউ কেউ তো আবার বলেও দিলেন, এত সংখ্যক ভারতীয় এই জন্যই আর্জেন্টিনাকে সমর্থন করেন। লিওনেল মেসির নেতৃত্বাধীন দল আর্জেন্টিনা ফিফা বিশ্বকাপ ২০২২-এর ফাইনালে পৌঁছেছে। সমর্থকরা এসবিআই পাসবুকের কয়েকটি ছবি দিয়ে মিম বানানোর সুযোগ ছাড়ছেন না।

আরও পড়ুন- সব ভবিষ্যদ্বাণী মিলেছে তাঁর, এবার বিশ্বকাপ চ্যাম্পিয়নের নাম জানালেন বিশ্বখ্যাত জ্যোতিষী

ভারতীয় সমর্থকদের কাছে মেসি এবং আর্জেন্টিনা মানে আলাদা আবেগ। যাঁরা নিয়মিত ফুটবল ম্যাচ দেখেন না, তাঁরাও রবিবার ফিফা বিশ্বকাপ ফাইনাল নিয়ে প্রচণ্ড উৎসাহী। রবিবার ম্যাচে নজর থাকবে সারা বিশ্বের ফুটবল দর্শকদের।

ইতিমধ্যে বেশ কিছু সমর্থক আর্জেন্টিনার প্রতি নিজেদের ভালবাসা ব্যক্ত করছেন বিভিন্নভাবে। এসবিআই পাসবুক টুইটারে ট্রেন্ড করছে। কারণ? আর্জেন্টিনার পতাকা এবং এসবিআই পাসবুক দেখতে প্রায় একই রকম, তাই।

অনেকেই মজা করে বলছেন, আর্জেন্টিনার সমর্থকরা এসবিআই পাসবুকে নিজেদের প্রিয় দলের পতাকা খুঁজে পেয়েছেন। অনেকেই মজা করে বলছেন, এই জন্যই এত বেশি সংখ্যক ভারতীয় আর্জেন্টিনার সমর্থক। সারা দেশে এসবিআই-এর গ্রাহক রেকর্ড সংখ্যক। আর সারা দেশে আর্জেন্টিনার সমর্থকের সংখ্যাও রেকর্ড সংখ্যক।

আরও পড়ুন- আর্জেন্টিনার ক্লাবেই ফিরছেন মেসি! ছেলেবেলার শহরেই শেষ করবেন ফুটবল জীবন

এসবিআই ও আর্জেন্টিনার সমর্থক, এই দুটি বিষয়কে একসঙ্গে মিশিয়ে মিম ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।

হার-জিতের অনেক উপরে এই ছবি, বিশ্বকাপে দুই বন্ধুর ভালবাসার মুহূর্ত ভাইরাল

#দোহা: হার-জিতের অনেক উপরে থাকবে এমন ছবি। এই একখানা ছবি বুঝিয়ে দেয়, বিশ্বকাপে আসল হল স্পোর্টসম্যান স্পিরিট। আর এমন দারুণ একখানা ছবির সৌজন্যে কিলিয়ান এমবাপে ও আসরাফ হাকিমি।

প্রিয় বন্ধু আশরাফ হাকিমির সঙ্গে ম্যাচ শেষে জার্সি বদল করে গেলেন এমবাপে। এবার বিশ্বকাপে তাঁকেই কালো ঘোড়া বলছেন বেশিরভাগ মানুষ। তিনি ও তাঁর দল ফ্রান্স যা খেলছে তাতে এমন কথা বলার পিছনে যুক্তিও রয়েছে। এমবাপের ফ্রান্স এবার লড়বে মেসির আর্জেন্টিনার বিরুদ্ধে। তবে তার আগে হাকিমি ও এমবাপের একটি ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে।

আরও পড়ুন- মরক্কো মিরাকেল শেষ করে ফের বিশ্বকাপ ফাইনালে ফ্রান্স! অপেক্ষায় আর্জেন্টিনা

মরক্কোকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালের টিকিট পাকা করেছে ফ্রান্স। সেমিতে মরক্কোকে ২ গোলে হারিয়েছে ফ্রান্স। ম্যাচ শেষে হাকিমির সঙ্গে জার্সি বদল করেন এমবাপে। তাঁদের দুজনের কয়েক মাস আগের একটি ইন্টারভিউ-এর ভিডিও ফুটেজ সম্প্রতি ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে এমবাপে বলেছিলেন, বিশ্বকাপে ফ্রান্স-মরক্কোর দেখা হবে। আমর মরক্কোকে হারাবে ফ্রান্স। বাস্তবে হলও তাই।

হার-জিতের জন্য তাঁদের মধ্যে বন্ধুত্বে ফাটল ধরেনি। দুজনেই দুজনের প্রতি সম্মান ও ভালবাসা প্রদর্শন করে গেলেন।

এমবাপে জড়িয়ে ধরেন বন্ধুকে। সান্ত্বনা দেন। মাঠের ভেতর নিচু স্বরে কথাও বলেছেন পিএসজির দুই সতীর্থ। হাকিমিও ক্লাবের সতীর্থের সঙ্গে সৌহার্দ বিনিময় করেন। প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) গত বছর যোগ দেওয়ার পর থেকে এমবাপের সঙ্গেই সবচেয়ে বেশি ঘনিষ্ঠ হাকিমি।

আরও পড়ুন- মারাদোনার পর পেলেকেও ধরে ফেললেন মেসি, বিশ্বকাপে একের পর এক কীর্তি লিওর

প্রিয় বন্ধুকে ভালবেসে পেঙ্গুইন ডাকেন এমবাপে। লিগ ম্যাচে গোল করে পেঙ্গুইনের ভঙ্গিতে উদযাপনও করেছেন তিনি। তাঁদের এই বন্ধুত্ব কাতার বিশ্বকাপে নিদর্শন হয়ে থাকল।

মাথায় চারবার বল নাচিয়ে গোল! ব্রাজিল তারকার এই গোলের ঝলক বারবার দেখার মতো

#দোহা: ব্রাজিল যেদিন ফুটবল খেলে, সারা দুনিয়া হা করে দেখে। অরণ্যের এই প্রাচীন প্রবাদ যে একেবারে সত্যি তা প্রমাণ হয়ে গিয়েছে গতকাল রাতে। ব্রাজিলের স্কিলফুল ফুটবল দেখে প্রশংসা না করে পারছেন না নেইমারদের অতি বড় সমালোচকও।

কাতারে ফিফা বিশ্বকাপে এখন রাউন্ড-১৬ ম্যাচগুলি খেলা হচ্ছে। দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে দুরমুশ করেছে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল। এবার ক্রোয়েশিয়ার মুখোমুখি হবেন নেইমার, রিচার্লিশনরা। এরই মধ্যে আলোচনায় ফের রিচার্লিশন।

আরও পড়ুন- স্ত্রীকে কোলে বসিয়ে রোমান্টিক মেসি, ডাচ চ্যালেঞ্জের আগে অন্য মুডে আর্জেন্টিনা দল

আসলে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ব্রাজিলের রিচার্লিসন দুর্দান্ত একটি গোল করেছেন। গোল করার আগে বলটাকে চারবার মাথায় নাচিয়ে নেন তিনি। তার পর বক্সে ঢুকে গোল। অনেকেই বলছেন, ব্রাজিলের এই দলের আসল সম্পদ এই রিচার্লিশন।

শুরুতেই নেইমার ও ভিনিসিয়াস জুনিয়র গোল করে ব্রাজিলকে ২-০ তে এগিয়ে দেন। এরপর ২৯ মিনিটে রিচার্লিসন দুর্দান্ত গোল করে ব্রাজিলকে ৩-০ গোলে এগিয়ে দেন।

দক্ষিণ কোরিয়ার ডিফেন্ডাররা তাঁকে ঘিরে ফেলেছিলেন। তার পরও  মাথায় চার বার বল নাচিয়ে নেন তিনি। এর পরই দুজন ডিফেন্ডারকে কাটিয়ে গোল।

পাঁচবার ফিফা বিশ্বকাপের শিরোপা জিতেছে ব্রাজিল। এবারও ট্রফি জয়ের অন্যতম দাবিদার তারা। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ব্রাজিলের ম্যাচের শুরু থেকেই বল নিজেদের দখলে রাখেন। ব্রাজিলের হয়ে গোল করেন ভিনিসিয়াস জুনিয়র, নেইমার, রিচার্লিসন ও লুকাস পাকেতা।

আরও পড়ুন- হৃদয় ছুঁয়ে গেল সাম্বা তারকাদের এই কাজ, পেলের আরোগ্য কামনায় ব্রাজিল ফ্যানরা

কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। প্রি-কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া পেনাল্টি শুটআউটে জাপানকে ৩-১ গোলে হারিয়েছে। ম্যাচ জিততে ক্রোয়েশিয়াকে নেইমার, রিচার্লিশন, ভিনিসিয়াস জুনিয়রদের কঠিন চ্যালেঞ্জ সামলাতে হবে। আর এই ব্রাজিল এখন আত্মবিশ্বাসে ফুটছে।

নকআউটে নামার আগে আর্জেন্টিনা কোচের মুখে বাংলাদেশের নাম, কী বললেন মেসিদের হেডস্যার

#আহমেদ বিন আলি স্টেডিয়াম: বিশ্বকাপে বাংলাদেশের ফুটবল প্রেম নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে বিশ্ব জুড়ে। ওপার বাংলার বিশ্বকাপকে ঘিরে উন্মাদনা ও বাধ ভাঙা উচ্ছ্বাস নজর কেড়েছে সকলের। বিশেষ করে বাংলাদেশে বিশাল মাত্রায় আর্জেন্টিনার সমর্থক রয়েছেন। মেসির গোল ও আর্জেন্টিনার জয়ের পর তাদের উচ্ছ্বাসের ভিডিও নেট দুনিয়ায় ঝড় তুলেছে। আর সেই রেশ পৌছে গিয়েছে আর্জেন্টিনা দল পর্যন্ত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নকআউট পর্বে নামার আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির মুখে বাংলাদেশের নাম।

বিশ্বকাপ উপলক্ষ্যে বাংলাদশের ঢাকা বিশ্ব বিদ্যালয়ে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে খেলার দেখার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে বিশ্বকাপ উৎসবে মেতেছেন আট থেকে আশি সকলে। ফিফার তরফেও সেই ছবি ও ভিডিও শেয়ার করা হয়েছে। শুক্রবারই আর্জেন্টিনার সরকারি টুইটার অ্যাকাউন্টে বাংলাদেশের সমর্থকদের খেলা দেখার ছবি পোস্ট করা হয়। সেই সকল ছবি ও ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে সাংবাদিক বৈঠকে মেসিদের কোচ লিওনেল স্কালোনির কাছে বাংলাদেশের ফুটবল প্রেম সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমাদের জার্সির বিশ্ব জুড়ে নানা জায়গায় সমর্থন রয়েছে। এই জার্সি পরে দিয়াগো মারাদোনা খেলেছেন, এখন খেলছেন লিওনেল মেসি। বিশ্ব জুড়ে তাদের সমর্থন। বাংলাদেশের মতো একটা দেশের এত জন আমাদের সমর্থন করছেন, এতে আমরা গর্বিত। বাংলাদেশের মানুষকে কুর্নিশ ও ধন্যবাদ।

 

আরও পড়ুনঃ স্তনযুগল ঢাকা হাতে, নিম্নাঙ্গে পতাকা, বিশ্বকাপে এ কেমন সমর্থন ব্রাজিল মডেলের

 

 

প্রসঙ্গত, প্রথম ম্যাচে সৌদির বিরুদ্ধ হারের ধাক্কা এখন নীল-সাদা ব্রিগেডের কাছে হার এখন এক যুগ অতীত। মেক্সিকো ও পোল্যান্ড ম্যাচে জয় লিওনেল স্কালোনির দলের আত্মবিশ্বাস ও শরীরী ভষাটাই পাল্টে দিয়েছে। রাউন্ড অফ সিক্সটেনে অস্ট্রেলিয়াকে সমীহ করলেও দলের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী কোচ স্কালোনি ও অধিনায়ক মেসি।

 

Lionel Messi: ও মা এটা কী! মেসি পা দিয়ে পতাকা মাড়াচ্ছেন, মাটিতে ঘষছেন! পেলেন প্রাণনাশের হুমকি অবধি, রইল ভাইরাল ভিডিও

#মেক্সিকো সিটি: ও মা এ কী কাণ্ড! লিওনেল মেসি এরকম বিতর্কে জড়ালেন যে একেবারে জীবননাশের হুমকি পেলেন৷ মেসিকে হুমকি দিয়েছেন মেক্সিকোর বক্সার কানালো অ্যালভারেজ৷ আর্জেন্টিনা ২০২২ বিশ্বকাপে মেক্সিকোর বিরুদ্ধে ২-০ গোলে জিতেছিল৷ এই জয় এদিন লিওনেল মেসির দলের জন্য একেবারে খুবই প্রয়োজনীয় ছিল৷ বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে ছিটকে যাওয়ার ভয় এড়াতে খুবই গুরুত্বপূর্ণ ছিল এই ম্যাচে জয়৷ আর্জেন্টিনা বনাম পোল্যান্ড ম্যাচের আগে হঠাৎ করেই মেসি শিরোনামে৷

 শেষ ষোলর পৌঁছনোর জন্য এই পোল্যান্ড বনাম আর্জেন্টিনা ম্যাচও অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ আসলে সৌদি আরবের বিরুদ্ধে প্রথম ম্যাচে হেরে যাওয়ায় বেশ প্যাঁচে পড়েছে নীল -সাদা ব্রিগেড৷

এই অবস্থায় আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে লিওনেল মেসির বিতর্কিত এক ভিডিও৷ ভিডিওতে দেখা যাচ্ছে আর্জেন্টিনা লকার রুমের ভিডিও৷ যেখানে মেক্সিকোর বিরুদ্ধে ২-০ গোলে জয় পাওয়ার পর উচ্ছ্বাসে ভাসছিল গোটা দল৷ বাদ ছিলেন না লিওনেল মেসিও৷

 

আরও পড়ুন –  ঐশ্বর্য রাই বচ্চনের মতো ফক্সি আই মেকআপ করতে চান? দেখে নিন স্টেপ বাই স্টেপ গাইড

আরও পড়ুন –  Healthy Lifestyle: খুব প্রয়োজন! পিরিয়ড পিছোতে হবে, ঘরোয়া উপাচারে সাইড এফেক্ট ছাড়াই মুক্তি

 

কিন্তু এই সেলিব্রেশন ভিডিও থেকে মেক্সিকান বক্সার সল ক্যানেলো অ্যালভারেজ একেবারে অন্য একটা জিনিস দেখতে পেয়েছেন যা দেখে তিনি রেগে আগুন হয়েছেন৷ ট্যুইটারে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে মেসির পায়ের কাছে মেক্সিকোর জাতীয় পতাকা পড়ে রয়েছে, যাতে পা লাগছে এমনকি একটা সময় পা দিয়ে সেই পতাকা নিয়ে মাটিতে ঘষছেন মেসি এমনটাও মনে হয়৷ এরপরেই বক্সার বলেছেন, ‘‘বন্ধুরা আপনারা দেখতে পেলেন মেসি আমাদের জার্সি- পতাকা দিয়ে মাটি পরিষ্কার করছেন৷ ’’ তিনি আরও যোগ করেন , ‘‘উনি ভগবানের কাছে প্রার্থণা করুন আমি যেন তাঁকে খুঁজে না পাই৷ ’’

রইল সেই বিতর্কিত ভাইরাল ভিডিও

 

 

অ্যালভারেজ আরও বলেছেন, ‘‘যেমন আমি আর্জেন্টিনাকে শ্রদ্ধা করি , ওঁরও মেক্সিকোকে শ্রদ্ধা করা উচিত! আমি গোটা দেশের কথা বলছি না, সেই ষাঁড়গুলো –যা মেসি করেছে৷ ’’  লিওনেল মেসির আর্জেন্টিনা গ্রুপ সিতে পোল্যান্ডের থেকে পিছনে রয়েছে৷ তাই পোল্যান্ডের বিরুদ্ধে জিতে শেষ ষোলর টিকিট নিশ্চিত করতেই চাইবে নীল -সাদা ব্রিগেড৷ যাকে ২০২২ বিশ্বকাপে তাঁদের স্বপ্ন অক্ষত থাকে৷ যদিও পোল্যান্ডের বিরুদ্ধে ড্র করলেও মেসিবাহিনী প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছতে পারে৷

কলকাতা কানেকশন! বিশ্বকাপে রোনাল্ডোদের ম্যাচে মাঠে ঢুকে পড়া প্রতিবাদী ব্যক্তি কে জানেন?

#দোহা: ক্রিকেট হোক বা ফুটবল মাঠ, অতীতে মাঠের মাঝে ঢুকে পড়েছেন বা বার্তা নিয়ে দৌড়েছেন নজরে পড়বেন বলে এমন ব্যক্তির উদাহরণ অসংখ্য। সেরকমই একটা দিন ছিল কাতার বিশ্বকাপে পর্তুগাল বনাম উরুগুয়ে ম্যাচের দ্বিতীয়র্ধে। কাতার বিশ্বকাপের ম্যাচ চলাকালীন প্রতিবাদ। মাঠে ঢুকে পড়লেন এক ব্যক্তি। সোমবার রাতে পর্তুগাল বনাম উরুগুয়ে ম্যাচ চলাকালীন ঘটল এমন ঘটনা।

ইরানের মেয়েদের পাশে দাঁড়িয়ে মাঠের মধ্যে ঢুকে পড়লেন এক ব্যক্তি। মাঠে ঢুকে পড়া ব্যক্তির হাতে ছিল রামধনু পতাকা। যা সব ধরনের ভালবাসার প্রতীক। কাতারে যা আইনগত ভাবে স্বীকৃত নয়। সেই সঙ্গে ওই ব্যক্তি যে জামা পরেছিলেন, তাতে লেখা, ইরানের মেয়েদের সম্মানে। মাঠে ঢুকে পড়া ব্যক্তিকে সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা বার করে দেন।

জামার সামনে লেখা ছিল, ইউক্রেনকে বাঁচাও। তিনটি বিষয় নিয়ে প্রতিবাদ জানালেন ওই ব্যক্তি। কাতারে সব ধরনের ভালবাসাকে স্বীকৃতি না দেওয়াকে প্রতিবাদ জানালেন রামধনু পতাকা হাতে নিয়ে, সেই সঙ্গে ইরানের মেয়েদের হিজাব-বিরোধী আন্দোলনের পাশে দাঁড়ালেন। এই ব্যক্তি একজন ইতালিয়ান নাগরিক এবং নিজে পেশাদার ফুটবলার। নাম মারিও ফেরি।

এর আগেও তিনি দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ম্যাচে ঢুকেছিলেন। চ্যাম্পিয়ন্স লিগ এবং ক্লাব ওয়ার্ল্ড কাপ ফাইনালেও মাঠে ঢুকে প্রতিবাদ জানিয়েছেন আগে। তার ডাকনাম ফ্যালকন। মজার বিষয় হচ্ছে কাতার বিশ্বকাপে মাঠে প্রতিবাদ জানানো এই ব্যক্তির রয়েছে কলকাতা কানেকশন।

ইউনাইটেড স্পোর্টস ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন মারিও। মার্চ ২০২২ আগে পর্যন্ত আই লিগে ইউনাইটেড ক্লাবের সঙ্গে জড়িত ছিলেন তিনি। তারপর কোভিডের কারণে ফিরে গিয়েছিলেন ইতালিতে। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ হওয়ার সময় নিজের চেষ্টায় বহু ইউক্রেনের নাগরিকদের পোল্যান্ডে নিয়ে গিয়েছেন তিনি।

অর্থাৎ একদিক থেকে দেখলে মারিও সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত। তবে রক্ষণশীল দেশ কাতারের মাটিতে এমন প্রতিবাদ জানানোর শাস্তি তাকে পেতে হবে কিনা উত্তর দেবে সময়।

ENG vs USA: হতশ্রী ইংল্যান্ড, মার্কিনদের বিরুদ্ধে গোলমুখই খুলতে পারল না সাউথগেটের ছেলেরা

#আল খোর: ইংল্যান্ডের সুযোগ নষ্ট৷ আমেরিকার বিরুদ্ধে ম্যাচে ০-০ ড্র করল গ্যারেথ সাউথগেটের ছেলেরা৷ এদিনের খেলা থেকে পুরো পয়েন্ট না পাওয়ায় তারা দ্বিতীয় ম্যাচেই শেষ ষোলয় যাওয়ার সুযোগও হারাল৷ এদিন গ্রুপ বি-র ম্যাচে আমেরিকার বিরুদ্ধে সেভাবে প্রভাব বিস্তার করতে ব্যর্থ ইংল্যান্ড৷ সোমবারই তারা ইরানকে হারিয়েছিল ৬-২  গোলে৷ কিন্তু সেদিনের মতো এদিন ম্যাচ জয়ের প্রবল খিদে দেখা যায়নি ইংল্যান্ডের খেলায়৷

অন্যদিকে গোল না পেলেও আল বায়াৎ স্টেডিয়ামে এদিন অনেকটা অংশ ইউএএসে ম্যাচ কন্ট্রোল করলেও গোলমুখ খুলতে পারেনি৷ ফলে এদিন তারাও তিন পয়েন্ট পেতে পারল না৷ এই নিয়ে বিশ্বকাপের মঞ্চে তৃতীয়বার আমেরিকার বিরুদ্ধে ম্যাচে জানদার পারফরম্যান্স দিতে ব্যর্থ হল ইংল্যান্ড৷

 

 

১৯৫০ সালে আমেরিকার কাছে অবিশ্বাস্য হার, তারপর ২০১০- ১-১ ড্রয়ের পর এবার আমেরিকার প্রবল প্রচেষ্টার কাছে ফিকে দেখাল ইংল্যান্ডকে৷ এবারের বিশ্বকাপে ইরানকে উড়িয়ে দিয়ে শুরু করেছিলে ইংল্যান্ড এদিন থ্রি লায়ন্সের সেই উতপ্ত পারফরম্যান্সের পর হঠাৎই জল পড়ে গেল৷

 

আরও পড়ুন –  Anti Aging Tips: ত্বকে বার্ধক্যের ছাপ পড়তে শুরু করেছে! সাবধান, এই ভুলগুলি ডেকে আনবে মারাত্মক বিপদ!

 

যদিও এদিন ড্রয়ের পরেও নিজেদের পরিস্থিতিকে এতটাও খারাপ পরিস্থিতি করে ফেলেনি যাতে তারা আর টুর্নামেন্টেই এগোতে পারবে না এমনটা নয়৷ এখনও পরস্থিতি তাদের নিয়ন্ত্রণে৷

গ্রুপের শেষ ম্যাচে ওয়েলসের বিরুদ্ধে একটি ড্র হলেও তারা নকআউট পর্বের জন্য যোগ্যতা অর্জন করে নিতে পারবে৷ আর যদি তারা ওয়েলসকে হারিয়ে যায় তাহলে তারা নিজেদের গ্রুপে এক নম্বরে থেকে শেষ ১৬ তে যেতে পারবে৷

এদিকে আমেরিকা যারা দুটি ম্যাচই ড্র করেছে তারা যদি ইরানের বিরুদ্ধেও ড্র করে তাহলে তারাও শেষ ষোলয় পৌঁছে যেতে পারবে৷

গ্রেগ ব্রি হল্টারের গ্রুপ দ্বিতীয় কনিষ্ঠতম দল এবারের বিশ্বকাপের৷ আমেরিকার থ্যাঙ্কস গিভিংয়ের পর ইংল্যান্ড সেই মুড থেকে বেরোতে পারেনি তারাই খুব বেশি টার্কিতে ডুবে ছিল৷

 

হ্যারি কেন এবং হ্যারি ম্যাগুয়ের নিজের চোট ও অসুস্থতা থেকে সেরে উঠেছেন৷ ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হারের পর এদিনই প্রথম ইংল্যান্ড কোনও পরিবর্তন ছাড়া দল মাঠে নামিয়েছিল৷

ইংল্যান্ড ইরানের বিরুদ্ধে দাপট দেখিয়ে শুরু থেকে খেললেও এদিন আমেরিকার বিরুদ্ধে সেই লক্ষণ দেখায়নি এবং খেলা শেষ হয় ০-০ গোলে৷

 

FIFA World Cup 2022: ‘বুড়ো’ রোনাল্ডো হোক বা ‘খোকা’ রিচার্লসন -কথা নয় কাজেই জাত চেনান

#দোহা:  একজনের বয়স ৩৭, আরেক জনের বয়স ২৫৷ একজনের শেষ বিশ্বকাপ আরেক জনের সামনে অনেক পথ চলার বাকি৷ একজন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যজন রিচার্লসন ৷ গোটা ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে তুলে না নেওয়া অবধি হয়ত একটা পেনাল্টি অফিসিয়াল রেকর্ডে লেখা রয়েছে৷ কিন্তু সারা ম্যাচে তাঁর যে চেষ্টা তা কিন্তু মাঠে হাজির দর্শক থেকে টিভি -র দর্শক সকলেই মর্মে মর্মে বুঝেছেন৷

বিপক্ষের বক্সে গিয়ে একের পর এক হেডার৷ ৩৭ -এও তরুণ প্রতিপক্ষদের উঁচুতে লাফিয়ে উঠে বলে মাথা ঠেকানো যেন এক ফুটবল রূপকথাকে সামনে থেকে দেখা৷

 

আরও পড়ুন –  IND vs NZ: শ্রেয়সের ব্যাটে ঝকঝকে ৮০, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩০৬ রান ভারতের

 

সোশ্যাল মিডিয়ায় তাই ভাইরাল হতে সময় নেয়নি মোটেই৷

 

 

এদিকে সাঁয়তিরিশের মাঠে এখন বল দখলের খিদে যখন সকলের নজর কাড়ল ঠিক সেই সময়েই ব্রাজিলের তরুণ তুর্কি  রিচার্লসনের দুরন্ত গোল কেড়ে নিল লাইমলাইট৷ টটেনহ্যাম হস্পারের ফরোয়ার্ড ব্রাজিলের সম্প্রচারকারী চ্যানেলকে জানিয়েছে আমরা ভাল খেলেছি৷

 

আরও পড়ুন –  Neymar Injury: পায়ের চোট ‘ডিরেক্ট ট্রমা’ জানালেন ব্রাজিলের চিকিৎসক, নেইমারের চোট নিয়ে মুখ খুললেন তিতেও

 

এদিন তাঁর দুরন্ত গোল যাঁরা মিস করেছেন তাঁদের জন্য এই ভাইরাল ভিডিও রইল ৷

এখন সামনে আরও অনেক খেলা বাকি৷ অনেক তারকা ঝকঝক করবেন, কোনও তারকা হারিয়ে যাবেন, কোনও অনামী ফুটবলার তারকা হয়ে উঠবেন৷ এটাই ফুটবল বিশ্বকাপের সবচেয়ে মজা৷

এই মজার জন্যেই চার বছরের অপেক্ষা করতেও অসুবিধা হয় না সকলেরই ৷

আর্জেন্টাইনদের ‘দশ গোল’ দিল ভারতীয়রা, এমন অভ্যর্থনা আগে দেখেনি মেসিরা

দোহা: কেরিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে কাতার পৌছে গেলেন লিওনেল মেসি ও তার দল আর্জেন্টিনা। শেষবার অধরা বিশ্বকাপটা ধরার লক্ষ্যে বদ্ধপরিকর নীল-সাদা ব্রিগেড। দোহায় পৌছে সমর্থকদের অভ্যর্থনা পেয়ে আপ্লুত মেসি-দি মারিয়ারা। বিশেষ করে ভারতীয়রা যেভাবে স্বাগত জানিয়েছে আর্জেন্টিনা দলকে তা দেখে অভিভূত সকল প্লেয়াররা। বলা চলে আর্জেন্টাইনদের হারিয়ে দিয়েছেন ভারতীয়রা।

কাতারে একে একে এসে পৌছচ্ছে সব দেশের দল। সঙ্গে পৌছে গিয়েছে বিভিন্ন দেশের সমর্থকরা। বিশাল সংখ্যায় ভারতীয়রা পৌছে গিয়েছে কাতারে বিশ্বকাপের সাক্ষী থাকতে ও প্রিয় দলকে সমর্থন করতে। ভোর রাতে দোহায় পৌছায় আর্জেন্টিনা দল। তার অনেক আগে থেকেই বিমানবন্দরের সামনে উপস্থিত ছিলেন মেসি ও আর্জেন্টিনা ফ্যানেরা।

প্রিয় দলের দেখা মিলতেই আর্জেন্টাইনরা চিৎকার করতে শুরু করে। হাতে দেশের পতাকা। কিন্তু ভারতীয়দের আয়োজন দেখে চোখ ছানাবড়া হয়ে যায়। মেসিরা বিমান থেকে নামতেই ড্রাম বাজানো শুরু হয়ে যায়। রাস্তায় বড় পতাকা নিয়ে মিছিল করে ভারতীয়রা। নাচে-গানে মাতিয়ে তোলেন। যা দেখে হাসতে হাসতে টিম বাসে উঠে যায় মেসি সহ গোটা দল।

আরও পড়ুনঃ কেন আর্জেন্টিনার জার্সির রং আকাশি-সাদা, জেনে নিন মারাদোনা-মেসিদের জার্সির ইতিহাস

 

প্রসঙ্গত, ২৩ তারিখ নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে মেসিদের প্রতিপক্ষ সৌদি আরব। প্রথম ম্যাচে নামার আগে অনুশীলন ম্যাচে আরব আমিরশাহীকে ৫-০ হারিয়েছে নীল-সাদা ব্রিগেড। এবার জয় দিয়ে বিশ্বকাপ শুরু করাই লক্ষ্য মেসি অ্যান্ড কোংয়ের।

বিশ্বকাপে নতুন চমক থাকছে মেসিদের আর্জেন্টিনার জার্সিতে! কারণ জানলে অবাক হবেন

#দোহা: কাতার বিশ্বকাপের ডামাডোল শুরু হয়ে গেছে। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। বিভিন্ন দল এরই মধ্যে তাদের স্কোয়াডও ঘোষণা করে দিয়েছে। আর এমন আবহেই আসন্ন কাতার বিশ্বকাপের অ্যাওয়ে জার্সি প্রকাশ করলো আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। এবারই প্রথমবারের মতো বেগুনি রংয়ের জার্সি দেখা যাবে লিওনেল মেসিদের গায়ে।

আরও পড়ুন – বাংলাদেশের জঘন্য হারের দুটি কারণ খুঁজে পেলেন অধিনায়ক সাকিব, কাদের দোষ দিচ্ছেন?

জার্সির রং ও ডিজাইন করা হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়কে মাথায় রেখে। জার্সিতে রয়েছে আধুনিকতার ছোঁয়া। রয়েছে অনন্য ডিজাইন। জার্সিতে আঁকা থাকবে আর্জেন্টিনার জাতীয় পতাকাও। জার্সির ডিজাইন এবং রংয়ের ক্ষেত্রে পুরুষ এবং নারী দলের জার্সিতে লিঙ্গ-সাম্য বজায় রাখার চেষ্টা করা হয়েছে, জানিয়েছে ক্রীড়া পোশাক প্রস্তুতকারী সংস্থা অ্যাডিডাস।

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা তাদের যে অ্যাওয়ে ম্যাচগুলো খেলবে, সেখানে তারা এই জার্সি পরেই খেলবে। এই জার্সির ডিজাইন, রং, ভাবনা সবকিছুর বাস্তবায়ন ঘটানো হয়েছে অ্যাডিডাসের পক্ষ থেকে। জার্সি তৈরির উপকরণেও অভিনবত্ব এনেছে অ্যাডিডাস। সমুদ্র সৈকতে পরিবেশ দূষণকারী প্লাস্টিককে কাজে লাগানো হয়েছে এই জার্সি তৈরিতে।

প্লাস্টিককে রিসাইকেল করে তৈরি করা হয়েছে এই জার্সি। জার্সির তৈরির ৫০ শতাংশ উপাদান এই রিসাইকেল প্লাস্টিক। নতুন জার্সি প্রকাশের পর সেটি পরে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, পাওলো দিবালা, অ্যাঞ্জেল ডি মারিয়াসহ বেশ কয়েকজন ফুটবলার ফটোশুট করেছেন। কাতার বিশ্বকাপ মাঠে গড়াবে আগামী ২০ নভেম্বর। টুর্নামেন্টে আর্জেন্টিনার সঙ্গে গ্রুপ সি’তে রয়েছে সৌদি আরব, মেক্সিকো এবং পোল্যান্ড।