প্রতীকী ছবি৷

Quantas airlines: হঠাৎ বিমানে চলতে শুরু করল ‘বড়দের ছবি’! এমন বেকায়দা, থামানোও করা গেল না

সিডনি: যাত্রী ভর্তি বিমান৷ হঠাৎই যাত্রীদের বিনোদনের জন্য লাগানো বিমানের ভিতরের সব স্ক্রিনে চলতে শুরু করল বড়দের ছবি৷ এখানেই শেষ নয়, অভিযোগ প্রায় এক ঘণ্টা ধরে যাত্রীদের স্ক্রিনে চলতেই থাকে ওই অ্যাডাল্ট রেটেড সিনেমা৷ ফলে পরিবার এবং শিশুদের নিয়ে অস্বস্তির মধ্যে পড়েন বহু যাত্রী!

সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে সিডনি থেকে টোকিওগামী কোয়ান্টাস এয়ারলাইন্সের একটি বিমানে৷ প্রযুক্তিগত বিভ্রাটের কারণে যাত্রীরা নিজেদের পছন্দের সিনেমা বা ভিডিও চালাতে পারেননি৷ তার বদলে ওই বিমানে ভুলবশত ডাডিও নামে একটি ছবি চালিয়ে দেওয়া হয়৷ যে ছবি আবার নগ্নতা এবং যৌনতার মতো বিষয়ের উপর ভিত্তি করে তৈরি৷ ছবিতে এমন অনেক দৃশ্য রয়েছে যা পরিবারের সবাইকে নিয়ে দেখা অস্বস্তিকর৷ স্বভাবতই বিমানের মধ্যে একটানা এমন ছবি চলতে থাকায় বিপাকে পড়েন বহু যাত্রী৷ বিশেষত যাঁদের সঙ্গে শিশু বা পরিবারের সদস্যরা ছিলেন, তাঁদের অস্বস্তি চরমে পৌঁছয়৷

আরও পড়ুন: ভোর ৩.৪২, আরজি করে ঢুকল সঞ্জয়! তার পর কী কী ঘটল, ঘড়ি ধরে চার্জশিটে জানাল সিবিআই

ওই বিমানের এক যাত্রী পরে রেডিট-এ পোস্ট করে জানান, প্রযুক্তিগত বিভ্রাটের কারণে ওই ছবি থামানো অথবা স্ক্রিন বন্ধ করাও যাচ্ছিল না৷ ফলে যাত্রীদের অসুবিধা সত্তেও সিনেমাটি চলতেই থাকে৷ পরে এই ঘটনার জন্য কোয়ান্টাস কর্তৃপক্ষ ক্ষমা চেয়ে নিয়ে কীভাবে এই বিভ্রাট ঘটল তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে৷

দীর্ঘ প্রায় এক ঘণ্টা চলা পরে ওই ছবিটি বদলাতে সক্ষম হয় কোয়ান্টাস কর্তৃপক্ষ৷ ততক্ষণে অবশ্য যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে৷ কোয়ান্টাস কর্তৃপক্ষ জানিয়েছেন, যাত্রীরা সাধারণত নিজেদের মতো সিনেমা বিমানের ভিতরের স্ক্রিন থেকে বেছে নিতে পারেন৷ কোনও কারণে তা সম্ভব না হলে সব ধরনের যাত্রীদের দেখার পক্ষে উপযুক্ত, এমন সিনেমাই চালানো হয়৷ কীভাবে এই প্রাপ্তবয়স্কদের জন্য চিহ্নিত ছবিটি বিমানে চালিয়ে দেওয়া হল, তা খতিয়ে দেখছে সংস্থা৷