আরজি করের প্রাক্তন সুপার বুলবুলকে তলব CBI-র! ওসি অভিজিতের পর এবার টালা থানার দুই এএসআইও সিজিও দফতরে

RG Kar Case-CBI: আরজি করের প্রাক্তন সুপার বুলবুলকে তলব CBI-র! ওসি অভিজিতের পর এবার দুই এএসআইও সিজিও দফতরে

কলকাতা: আরজি করের তরুণী চিকিত্‍সককে খুন এবং ধর্ষণ মামলায় এবার প্রাক্তন এমএসভিপি বুলবুল মুখোপাধ‍্যায় ডেকে পাঠাল সিবিআই। আরজি করের প্রাক্তন মেডিক‍্যাল সুপারিন্টেডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল (এমএসভিপি) বুলবুল মুখোপাধ‍্যায়কে এর আগেও তলব করেছিল সিবিআই। পাশাপাশি ডেকে পাঠান হল টালা থানার দুই এএসআইকেও।

সূত্রের খবর অনুযায়ী, ইতিমধ‍্যে সিজিও থেকে বেরিয়ে গিয়েছেন বুলবুল মুখোপাধ‍্যায়। তাঁর কাছ থেকে কিছু নথি চেয়েছে সিবিআই, এমনটাই জানা গিয়েছে। অন‍্যান‍্য বিষয়েও প্রশ্ন করা হয়েছে প্রাক্তন এমএসভিপিকে।

আরও পড়ুন: বানভাসি পাঁশকুড়ায় মমতা, কেন্দ্রকে দুষেও ত্রাণ নিয়ে বড় ঘোষণা! দুর্গতদের পাশে থাকার বার্তা

আরজি কর মামলায় ইতিমধ‍্যে সিবিআই হেফাজতে রয়েছে টালা থানার ওসি অভিজিত্‍ মণ্ডল। তাঁর বিরুদ্ধে উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ‍্যপ্রমাণ নষ্ট-সহ আরও একাধিক অভিযোগ। এবার সেই থানারই দুই এএসআইকেও তলব করল সিবিআই। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে আসেন দুই পুলিশকর্তা।

আরও পড়ুন:  বুধ, সূর্য, শুক্র…স্থান বদল ৩ বড় গ্রহের! ৩ রাশির ভাগ‍্যের চাকা ঘুরে যাবে, হাতের মুঠোয় সাফল‍্য, টাকাপয়সা উপচে পড়বে

প্রসঙ্গত, আরজি কর কাণ্ডে এবার হোটেলের এক কর্মীকে তলব করল সিবিআই। সূত্রের খবর, গত ৯ অগাস্ট আশিস পান্ডে নামে এক ব্যক্তি এসে এঁদের হোটেলে ছিলেন। পরের দিন চেক আউট করেন। এই আশিসের পরিচয়, ঠিকানা ও যাবতীয় ডিটেলস তথ্য জানতেই রেজিস্টার খাতা-সহ তলব করা হয়েছে হোটেল কর্মীকে। সন্দীপ ঘোষের ডান হাত ছিলেন এই আশিস পান্ডে। ছিলেন অভীক দেরও ঘনিষ্ঠ। আশিসকে আগেও একবার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। ৯ অগাস্ট বিধাননগর এলাকারই এক হোটেলে কেন ছিলেন তিনি। তা অনুসন্ধান করতে মরিয়া কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।