মন্ডপ তৈরির কাজ

Durga Puja 2024: দুর্যোগের আবহাওয়া বদলাতেই দিন রাত জেগে চলছে মন্ডপ তৈরির কাজ

উত্তর ২৪ পরগনা: টানা কয়েকদিনের বৃষ্টির ফলে অনেকটাই ক্ষতি হয়েছে দুর্গা পুজোর প্যান্ডেল তৈরির ক্ষেত্রে। তবে রোদ উঠতেই, আবারও দিনরাত কাজ করে সেই পরিস্থিতি সামাল দিয়ে এখন সময় মতো মন্ডপের কাজ শেষ করার যুদ্ধকালীন পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে থিম শিল্পীদের মধ্যে। তবে আবারও যদি প্রাকৃতিক দুর্যোগ, বৃষ্টির মত পরিস্থিতি তৈরি হয়, সেই পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া হবে তারও এক প্রকার প্রস্তুতি সেরে নেওয়া হচ্ছে উদ্যোক্তাদের তরফে।

আরও পড়ুন: অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে যেতে বিশেষ রাস্তা! যানজট মুক্ত পরিষেবা দিতে উদ্যোগী প্রশাসন

জানা গিয়েছে, এবার অশোকনগর সুহৃদ সংঘ ক্লাবে পুজোর থিম হিসেবে ফুটে উঠছে “কোমল গান্ধার”। গত বছর নিউ টাউন সার্বজনীন দুর্গাপুজো কমিটির এই থিম সারা ফেলে দিয়েছিল শহর তিলোত্তমায়। লক্ষাধিক দর্শনার্থীরা লাইন দিয়ে দেখেছিলেন সেই মন্ডপ। ৩৬০ ডিগ্রী অ্যাঙ্গেলে গোটা প্যান্ডেলের ভিউ মন কেড়েছিল সকলের। এবার অশোকনগরে এই থিমেও ব্যাপক জনসমাগম হবে বলেই আশা করছেন থিম শিল্পী থেকে উদ্যোক্তারা। ইতিমধ্যে প্যান্ডেলের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে।

আরও পড়ুন: গ্রামের স্কুলের তিন ছাত্রের মিরাকেল আইডিয়া, কারেন্ট অফ হলে সুইচে হাত না দিয়েই জ্বলবে আলো

রাজস্থানের শিসমহলের পাশাপাশি হিমাচল প্রদেশের কাংড়া চিত্রশিল্প ফুটিয়ে তোলা হচ্ছে এখানে। সূক্ষ্ম এই কাজ দেখতে এখন ক্লাব ময়দানে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। পুরুষ শিল্পীদের পাশাপাশি মহিলা শিল্পীরাও প্যান্ডেল সজ্জারনানা খুঁটিনাটি কাজ করছেন বলেও জানা গিয়েছে। এবছর এই ক্লাবের ৭৫ তম বর্ষ হওয়ায় অশোকনগর বাসীদের বিশেষ আকর্ষণ থাকছে কোমল গান্ধারের মন্ডপ ঘিরে। এ বছর বাড়তি ভিড় সামাল দিতে পেশাদার নিরাপত্তার কর্মী রাখারও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ক্লাব কমিটির তরফে। তবে এখন দ্রুত চলছে মন্ডপ ফুটিয়ে তোলার কাজ।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Rudra Narayan Roy