R G Kar Update: ৯ সেপ্টেম্বর, রাত ৯টা… আরজি কর কাণ্ডের একমাসে ৯ মিনিট স্তব্ধ জনজীবন

আজ এক মাস। গত ৯ অগাস্ট রাতে আরজি কর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। ১ মাস হয়ে গেল এখনও বিচারের আশায় গোটা দেশ। সমাজের সকল স্তরের মানুষ তাকিয়ে সুপ্রিম কোর্টের শুনানির দিকে। ছবি- পারাদীপ ঘোষ
আজ এক মাস। গত ৯ অগাস্ট রাতে আরজি কর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। ১ মাস হয়ে গেল এখনও বিচারের আশায় গোটা দেশ। সমাজের সকল স্তরের মানুষ তাকিয়ে সুপ্রিম কোর্টের শুনানির দিকে। ছবি- পারাদীপ ঘোষ
আজ রাত ৯টায় ৯ মিনিটের জন্য রাজ্যের মানুষকে বাড়ির আলো বন্ধ করে, কাজ থামিয়ে মৌন প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানানো হয়। ছবি- পারাদীপ ঘোষ
আজ রাত ৯টায় ৯ মিনিটের জন্য রাজ্যের মানুষকে বাড়ির আলো বন্ধ করে, কাজ থামিয়ে মৌন প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানানো হয়। ছবি- পারাদীপ ঘোষ
যাদবপুর ৮বি বাস স্ট্যান্ডে রাত নটায় ৯ মিনিটে এর জন্য সব স্তব্ধ হয়ে যায়। লক্ষ্য রাস্তায় জাস্টিস ফর আরজি কর। ছবি- পারাদীপ ঘোষ
যাদবপুর ৮বি বাস স্ট্যান্ডে রাত নটায় ৯ মিনিটে এর জন্য সব স্তব্ধ হয়ে যায়। লক্ষ্য রাস্তায় জাস্টিস ফর আরজি কর। ছবি- পারাদীপ ঘোষ
আরজি করের প্রতিবাদরাজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। ছড়িয়ে পড়েছে দেশ, বিশ্বের বিভিন্ন প্রান্তে। ছবি- পারাদীপ ঘোষ
আরজি করের প্রতিবাদরাজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। ছড়িয়ে পড়েছে দেশ, বিশ্বের বিভিন্ন প্রান্তে। ছবি- পারাদীপ ঘোষ
১৪ অগাস্ট পথ দখল করেছিল তামাম রাজ্য। চাহিদা একটাই, আরজি করের নিহত চিকিৎসক-পড়ুয়ার খুনের বিচার চাই। গর্জে উঠেছিল কাতারে-কাতারে মানুষ। মধ্যরাতে রাস্তায়-রাস্তায়, মোড়ে-মোড়ে মানুষের ঢল নেমেছিল। কার-ও হাতে মোববাতি,কারো হাতে মশাল। মুখে স্লোগান।
১৪ অগাস্ট পথ দখল করেছিল তামাম রাজ্য। চাহিদা একটাই, আরজি করের নিহত চিকিৎসক-পড়ুয়ার খুনের বিচার চাই। গর্জে উঠেছিল কাতারে-কাতারে মানুষ। মধ্যরাতে রাস্তায়-রাস্তায়, মোড়ে-মোড়ে মানুষের ঢল নেমেছিল। কার-ও হাতে মোববাতি,কারো হাতে মশাল। মুখে স্লোগান।
৪ তারিখ রাতেও ফের একবার রাতদখল হয়। আরজি কর হাসপাতালে নির্যাতিতার বাবা-মা ধর্নামঞ্চে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি দেন। বিচার চেয়ে গা চিকিৎসকেরাও। শহরজুড়ে সেদিন বন্ধ ছিল আলো, চারদিকে শুধু মোমবাতি।
৪ তারিখ রাতেও ফের একবার রাতদখল হয়। আরজি কর হাসপাতালে নির্যাতিতার বাবা-মা ধর্নামঞ্চে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি দেন। বিচার চেয়ে গা চিকিৎসকেরাও। শহরজুড়ে সেদিন বন্ধ ছিল আলো, চারদিকে শুধু মোমবাতি।