Nabanna: ‘জুনিয়র ডাক্তাররা কাজে ফিরুন…’ আর্জি মুখ্যসচিব মনোজ পন্থের, বাড়তি নিরাপত্তার ঘোষণাও

কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশের পরে সোমবার সাংবাদিক বৈঠক করে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আহ্বান জানালেন মুখ্যসচিব মনোজ পন্থ। তিনি বলেন, ‘‘সুপ্রিম কোর্ট সকলকে কাজে ফিরতে বলেছে।  কাল পাঁচটার মধ্যে যাতে জুনিয়র ডাক্তারেরা কাজে ফেরেন তা নিয়ে আজ মুখ্যমন্ত্রীও অনুরোধ করছেন। আমরা একই কথা বলছি।’’

মুখ্যসচিব আরও বলেন, ‘সুপ্রিম কোর্টের অবসেরভেশন যা আছে, তার উপর বলতে এসেছি। যাঁরা আন্দোলন করছেন, তাঁদের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে। আমরা চাইছি, বন্ধু বা ভাইবোন হিসাবে ওঁরা যেন আবার কাজ শুরু করেন। দ্বিতীয়ত, নিরাপত্তার কথা বলা হয়েছে। ৭ দিনের মধ্যে হাসপাতালগুলোকে কনসাল্ট করে আমরা কাজ শুরু করব। সিকিউরিটির ব্যবস্থা করা হচ্ছে। আমাদের কাজ দ্রুততার সঙ্গে করব। সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে নিরাপত্তা সুনিশ্চিত করার কথা বলেছে। আমরা সে কথা মাথায় রেখেই আমরা ইতিমধ্যে স্বাস্থ্য ভবনের মাধ্যমে ১০০ কোটি টাকা বরাদ্দ করেছি।’ ডিজি বলেন, ‘আমরা নিরাপত্তা আরও শক্ত করব। যখনই কোনও ঘটনা ঘটবে কুইক রেসপন্স করব।’

 

আরও পড়ুন: ময়না তদন্তের ‘সময়’ নিয়ে সংশয়! কে করেছিল সেই ভিডিওগ্রাফ…? কী তাঁর ডেজিগনেশন? প্রশ্ন সুপ্রিম কোর্টে

আরজি কর কাণ্ডের প্রেক্ষিতে জুনিয়র ডাক্তারদের যে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন, তা নিয়ে কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। স্পষ্টতই দেশের প্রধান বিচারপতি জানিয়ে দিল, ”আগামীকাল বিকেল পাঁচটার মধ্যে জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দিলে তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারবে না রাজ্য সরকার। আমরা দুদিন দিচ্ছি আপনাদের। তার মধ্যে ব্যবস্থা নিতে বলেছি। কিন্তু সিনিয়র ডাক্তাররা কাজ করছেন বলে জুনিয়ররা কাজ করবেন না সেটা বলতে পারেন না।” এখানেই শেষ নয়, প্রধান বিচারপতি বলেন, ”আমরা বলছি যদি এখন জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দেন অবিলম্বে, তাহলে তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেবে না সরকার। কিন্তু তাঁরা এর পরেও কাজে যোগ না দিলে আমরা সরকারকে ব্যবস্থা নেওয়া থেকে আটকাতে পারি না।”

অন্যদিকে সোমবার সকালে সুপ্রিম কোর্টে  আরজি কর কাণ্ডের দ্বিতীয় শুনানি  শেষ হতেই প্রশাসনিক বৈঠকে  পুজো প্রস্তুতিতে জোর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের সভাঘরে বৈঠকে তিনি বললেন, “১ মাস ১ দিন হয়ে গিয়েছে এবার উৎসবে ফিরুন। সিবিআই তদন্ত শেষ করুক দ্রুত।”