গায়কের শহরে গানের সুরে প্রতিবাদ! আরজি করের প্রতিবাদে মিছিল জিয়াগঞ্জে, অরিজিত্‍ সিংকে দেখা গেল কি?

RG Kar Protest: গায়কের শহরে গানের সুরে প্রতিবাদ! আরজি করের প্রতিবাদে মিছিল জিয়াগঞ্জে, অরিজিত্‍ সিংকে দেখা গেল কি?

মুর্শিদাবাদ: আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরব গায়ক অরিজিত্‍ সিং। বেঁধেছেন গানও। এবার প্রতিবাদে শামিল অরিজিতের শহর জিয়াগঞ্জ। মুর্শিদাবাদের এই শহরে রবিবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে মিছিল করা হয়। গায়কের শহরে গান করে পদযাত্রার মাধ‍্যমে মিছিল করল জিয়াগঞ্জবাসী।

সূত্রের খবর অনুযায়ী, বিভিন্ন সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ যোগ দিয়েছিলেন এই মিছিলে। জিয়াগঞ্জে রয়েছে গায়ক অরিজিত্‍ সিংয়ের বাসভবন। সেই বাসভবনের সামনে বেশ কিছুক্ষণ গান করে সুর মিলিয়ে প্রতিবাদ মিছিল করা হয়। সম্প্রতি আরজি করের ঘটনা নিয়ে যে গান বেঁধেছেন অরিজিত্‍, সেই গান করতেও দেখা যায় প্রতিবাদীদের।

আরও পড়ুন: ATM কার্ড ছাড়াই দিব‍্যি তোলা যাবে ক‍্যাশ টাকা! শুধু ফোন থাকলেই…কীভাবে হাতে পাবেন কড়কড়ে নোট? ৯৯% লোকজনই জানেন না

যদিও অরিজিত্‍ সিংকে দেখা যায়নি। অবশ‍্য তাঁর বাবাকে বাড়ির বাইরে বেরিয়ে আসতে দেখা যায়। অরিজিৎ আগেই বলেছিলেন রাস্তায় নামবেন। পরে তিনি সোশ‍্যাল মিডিয়ায় লাইভ করেন এবং এই ঘটনার তীব্র নিন্দা করে। জিয়াগঞ্জে অরিজিতের শহরে এবার গানের সুরেই প্রতিবাদে মুখর যুব সমাজ।

প্রণব বন্দ্যোপাধ্যায়