এরপরেই সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ও সর্বোপরি নারী সুরক্ষা এবং স্বাধীনতার দাবিতে স্বাধীনতা দিবসের আগের মধ্যরাত দখলের আহ্বান জানান প্রেসিডেন্সির প্রাক্তন ছাত্রী, সোশিওলজির গবেষক রিমঝিম সিংহ৷

R G Kar Student Death: মধ্যরাতের রাস্তার দখল নিচ্ছে মেয়েরা! পায়ে পা মেলাচ্ছে পুরুষও, আর কত আর জি কর? উঠছে প্রশ্ন

শহরের বুকে অবর্ণনীয় ঘটনা৷ পাশবিক অত্যাচার করে তাঁরই কর্মস্থলে ধর্ষণ করে খুন করা হয়েছে কর্তব্যরত এক চিকিৎসক ছাত্রীকে৷ আর জি কর হাসপাতালের ঘটনায় একেবারে ভিতর থেকে টলে গিয়েছে শহর তথা রাজ্যের বহু মেয়ের নিরাপত্তা বোধ৷ অন্তত, তেমনটা বলেই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তরুণী, যুবতী, মহিলাদের একাংশ৷
শহরের বুকে অবর্ণনীয় ঘটনা৷ পাশবিক অত্যাচার করে তাঁরই কর্মস্থলে ধর্ষণ করে খুন করা হয়েছে কর্তব্যরত এক চিকিৎসক ছাত্রীকে৷ আর জি কর হাসপাতালের ঘটনায় একেবারে ভিতর থেকে টলে গিয়েছে শহর তথা রাজ্যের বহু মেয়ের নিরাপত্তা বোধ৷ অন্তত, তেমনটা বলেই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তরুণী, যুবতী, মহিলাদের একাংশ৷
তাঁরা প্রশ্ন তুলেছেন, যদি কোনও মহিলা তাঁর কর্মস্থলেই সুরক্ষিত না থাকেন, তাহলে কোথায় নিরাপদ বোধ করবেন তাঁরা?
তাঁরা প্রশ্ন তুলেছেন, যদি কোনও মহিলা তাঁর কর্মস্থলেই সুরক্ষিত না থাকেন, তাহলে কোথায় নিরাপদ বোধ করবেন তাঁরা?
এর উপরে আগুনে ঘি ঢেলেছে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের মন্তব্য৷ অভিযোগ, ঘটনার পরে তিনি নাকি বলেছিলেন, অত রাতে সেমিনার হ’লের দিকে (ঘটনাস্থল) যাওয়া উচিত হয়নি চিকিৎসক তরুণীর৷
এর উপরে আগুনে ঘি ঢেলেছে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের মন্তব্য৷ অভিযোগ, ঘটনার পরে তিনি নাকি বলেছিলেন, অত রাতে সেমিনার হ’লের দিকে (ঘটনাস্থল) যাওয়া উচিত হয়নি চিকিৎসক তরুণীর৷
গত শুক্রবার সকালে তরুণীর অর্ধনগ্ন ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের পরে উত্তোরত্তর বেড়েছে সাধারণ মানুষের ক্ষোভ৷ তাতে এই মন্তব্য ছিল ঘৃতাহুতির মতো৷
গত শুক্রবার সকালে তরুণীর অর্ধনগ্ন ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের পরে উত্তোরত্তর বেড়েছে সাধারণ মানুষের ক্ষোভ৷ তাতে এই মন্তব্য ছিল ঘৃতাহুতির মতো৷
এরপরেই সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ও সর্বোপরি নারী সুরক্ষা এবং স্বাধীনতার দাবিতে স্বাধীনতা দিবসের আগের মধ্যরাত দখলের আহ্বান জানান প্রেসিডেন্সির প্রাক্তন ছাত্রী, সোশিওলজির গবেষক রিমঝিম সিংহ৷
এরপরেই সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ও সর্বোপরি নারী সুরক্ষা এবং স্বাধীনতার দাবিতে স্বাধীনতা দিবসের আগের মধ্যরাত দখলের আহ্বান জানান প্রেসিডেন্সির প্রাক্তন ছাত্রী, সোশিওলজির গবেষক রিমঝিম সিংহ৷
দাবানলের মতো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে রিমঝিমের সেই আবেদন, ‘রি-ক্লেম দ্য নাইট’৷ ‘রাতের দখল নাও মেয়েরা’৷ প্রথমে যাদবপুর ৮বি তে জমায়েতের কথা থাকলেও ক্রমে সেই কর্মসূচি ছড়িয়ে প্রতিটি জেলায়, প্রতিটি শহরতলিতে৷ কলেজ স্ট্রিট, সোনারপুর থেকে শুরু করে মুম্বইয়ের আন্ধেরি৷
দাবানলের মতো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে রিমঝিমের সেই আবেদন, ‘রি-ক্লেম দ্য নাইট’৷ ‘রাতের দখল নাও মেয়েরা’৷ প্রথমে যাদবপুর ৮বি তে জমায়েতের কথা থাকলেও ক্রমে সেই কর্মসূচি ছড়িয়ে প্রতিটি জেলায়, প্রতিটি শহরতলিতে৷ কলেজ স্ট্রিট, সোনারপুর থেকে শুরু করে মুম্বইয়ের আন্ধেরি৷
সোশ্যাল মিডিয়ার জোরে একজোট হতে শুরু করে সাধারণ মেয়েরা৷ গলা মেলায়, পা-এ পা মেলায় পুরুষেরাও৷
সোশ্যাল মিডিয়ার জোরে একজোট হতে শুরু করে সাধারণ মেয়েরা৷ গলা মেলায়, পা-এ পা মেলায় পুরুষেরাও৷
শুধু কলকাতা, বা শহরতলি বা জে়লা নয়, দেশের বিভিন্ন প্রান্তেও পালিত হতে শুরু করেছে এই কর্মসূচি৷ নারী স্বাধীনতা ও সুরক্ষার দাবিতে কর্মসূচি৷ যেখানে বলা হচ্ছে, দেশ তো সেই কবে স্বাধীন হয়েছে, মেয়েরা স্বাধীন হবে কবে?
শুধু কলকাতা, বা শহরতলি বা জে়লা নয়, দেশের বিভিন্ন প্রান্তেও পালিত হতে শুরু করেছে এই কর্মসূচি৷ নারী স্বাধীনতা ও সুরক্ষার দাবিতে কর্মসূচি৷ যেখানে বলা হচ্ছে, দেশ তো সেই কবে স্বাধীন হয়েছে, মেয়েরা স্বাধীন হবে কবে?