ট্রমা কেয়ারে চালু এমার্জেন্সি পরিষেবা!

R G Kar Hospital Vandalism: ট্রমা কেয়ারে চালু জরুরি বিভাগ! তছনছ আরজি করে তৈরি হচ্ছে ক্ষয়ক্ষতির তালিকা

কলকাতাঃ রাত দখলের রাতে ভাঙচুর চলল আরজি কর হাসপাতালে। প্রচুর মানুষ আরজি কর হাসপাতালের ভিতরে ঢুকে ভাঙচুর চালায় বলে অভিযোগ। কার্যত লন্ডভন্ড অবস্থা ইমারজেন্সিতে। বেশ কিছু অংশে বিদ্যুৎবিহীন। স্বাস্থ্যকর্মী যারা আসছেন ডিউটি করতে মোবাইল জ্বালিয়ে ইমারজেন্সির এই লন্ডভন্ড অবস্থায় দেখছেন।

আরও পড়ুনঃ এমার্জেন্সি বিল্ডিংয়ে ২ মাসের মেয়ে, স্ত্রী! বুধের রাতের স্মৃতি শিউড়ে উঠছেন বাবা

বৃহস্পতিবার, সকাল থেকেই  জরুরী বিভাগ ট্রমা কেয়ারে শুরু করা হয়েছে।আরজিকরের প্রিন্সিপাল বলেছেন,  ‘আমরা জানাচ্ছি আরজি করে কিন্তু জরুরী পরিষেবা চলছে। এই পরিস্থিতি আমরা আগে কখনও দেখিনি | আমি নিজে ফোন করেছিলাম সিপি সাহেব থেকে শুরু করে উচ্চপদস্থ আধিকারিকরা এসেছিলেন। সঙ্গে ক্ষয়ক্ষতি কী কী হয়েছে তার তালিকা তৈরি করা হচ্ছে।’

গত বুধবার রাতে আর জি কর হাসপাতালে তুমুল তাণ্ডব এবং ভাঙচুরের ঘটনা নিয়ে নিজের ক্ষোভ উগরে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে অভিষেক জানালেন, আর জি করে ভাঙচুরের ঘটনা সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছে৷ তিনি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে কথা বলেন বলেও জানিয়েছেন তৃণমূল সাংসদ৷