Suvendu Adhikari on R G kar Case: এবার বাংলা জুড়ে বনধের ডাক শুভেন্দুর! আরজি করে ভাঙচুর কাণ্ডে পথে নামছে বিজেপি?

কলকাতা: মেয়েদের রাস্তা দখল কর্মসূচির রাতে বহিরাগতদের তাণ্ডবের সাক্ষী থাকল আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল৷ রাত সাড়ে ১২টা নাগাদ মূল ফটকের বাইরে দাঁড়িয়ে থাকা ভিড় থেকে লাঠি, লোহার রড, কাচের বোতল নিয়ে হাসপাতালের ভিতরে চড়াও হল একদল লোক৷ পুলিশের ব্যারিকেড ভেঙে সোজা ঢুকে গেল আর জি করের জরুরি বিভাগের অন্দরে৷ চলল বেপরোয়া ভাঙচুর৷ তছনছ হয়ে গেল আইসিইউ৷ নষ্ট হল ওষুধ৷ আক্রান্ত হলেন পুলিশকর্মীরাও৷

শুধু তাই নয়, পুলিশের ব্যারাকে ঢুকে ভেঙে দেওয়া হল সিসিটিভির হার্ডডিস্ক, ভাঙা হল একাধিক মোবাইল ফোন৷ এই গোটা ঘটনাকেই পূর্ব পরিকল্পিত বলে দাবি করছে বিরোধী বিজেপি৷

বুধবার রাতে আর জি কর মেডিক্যাল কলেজে তাণ্ডব-ভাঙচুরের প্রতিবাদে এবার শুক্রবার  গোটা রাজ্য বনধের ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী৷ বৃহস্পতিবার তিনি বলেন, ‘‘আগামিকাল রাজ্যে বনধ ডেকে স্তব্ধ করুন বাংলা।’’  সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও সুর মিলিয়েছেন সতীর্থের সঙ্গে৷ জানিয়েছেন, প্রয়োজনে বনধ ডাকা হবে৷

আরও পড়ুন: ‘আরজি করে হামলা, তাণ্ডব শাসক দলের গুন্ডাদের…’ বিস্ফোরক শুভেন্দু অধিকারী ! রাজ্যপালের হস্তক্ষেপ দাবি

একগুচ্ছ প্রশ্ন তুলেছেন রাজ্যসভার বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য৷ তাঁর প্রশ্ন, স্বাধীনতা দিবসের আগের দিন মধ্যরাতে আর জি করে যে ধ্বংসলীলা চালানো হয়েছে, তার পিছনে কারা রয়েছে? কাদের স্বার্থে হাসপাতালে গুন্ডামি চলেছে? ছক কষেই কি হামলা করা হয়েছে? তৈরি ছিল ব্লুপ্রিন্ট? প্রমাণ লোপাটের চেষ্টা চলছে আর জি করে? এবার কীভাবে চিকিত্‍সা হবে রোগীদের?

পাশাপাশি, বিজেপি নেতার অভিযোগ, আর জি করের হামলাকারীরা বিশেষ রাজনৈতিক দলের পরিচয়বহনকারী বলে ফেসবুকে দাবি করেও সেই পোস্ট হঠাৎই মুছে ফেলা হয়েছে৷ কেন মুছে ফেলতে হল রাজনৈতিক পরিচয়ের কথা? প্রশ্ন শমীকের৷

আরও পড়ুন: দল না দেখে ২৪ ঘণ্টার মধ্যে চিহ্নিত করার আর্জি! আর জি কর ভাঙচুরে সিপি-র সঙ্গে কথা অভিষেকের

অন্যদিকে, আর জি কর হাসপাতালে তাণ্ডবের ঘটনায় বিস্ফোরক অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারীও৷ তাঁর দাবি, ‘‘আরজি করের ডাক্তারি পড়ুয়া এবং জুনিয়র ডাক্তারদের শান্তিপূর্ণ আন্দোলনকে ভেঙে দেওয়া এবং তথ্যপ্রমাণ লোপাটের কারণেই তূণমূলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে আরজি করে তাণ্ডব চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।’’

অবিলম্বে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করার পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকেও এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করার আবেদন জানিয়েছেন শুভেন্দু অধিকারী।