RG Kar Doctor Death: নবান্নে জরুরি বৈঠকে ডিজি রাজীব কুমার! ‘মেয়েদের রাত দখল’ ঘিরে অতি সতর্ক রাজ্য পুলিশ

কলকাতা: আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক পড়ুয়াকে নির্মম অত্যাচার করে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে, দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে স্বাধীনতা দিবসের আগের রাতে ‘মেয়েদের রাত দখলের’ ডাক দিয়েছেন মহিলা নাগরিকদের একাংশ৷ এবার সেই কর্মসূচি ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে নবান্নে জরুরি বৈঠক করলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার৷

বুধবার রাতের নিরাপত্তা নিয়ে দুপুর ১টা নাগাদ নবান্নে আয়োজিত জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের প্রত্যেকটি জেলার এসপি, সিপি, আইজি, ডিআইজিরা৷ নেতৃত্বে ছিলেন রাজীব কুমার। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, প্রত্যেকটি জেলায় কমবেশি মহিলাদের মিছিল রয়েছে রাতে। তা নিয়ে এসপি, সিপিদের করলেন বিশেষভাবে সতর্ক করেছেন রাজীব কুমার।

আরও পড়ুন: ‘মেয়েদের রাত দখল’ কর্মসূচিকে ‘নাটক’ বলে কটাক্ষ! বাম-বিজেপির যোগ নিয়ে একের পর এক পোস্ট কুণাল ঘোষের

বৈঠকে বিশেষ ভাবে বলা হয়েছে, যাতে এলাকায় আইনশৃঙ্খলার অবনতি না হয়, প্রত্যেকটি মিছিলে পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে পুলিশকে৷ পর্যাপ্ত সংখ্যায় রাখতে হবে মহিলা পুলিশ। রুটগুলো বিশেষভাবে দেখে নিতে হবে।

‘মেয়েদের রাত দখলের’ কর্মসূচির পাশাপাশি, তৃণমূল কংগ্রেসের তরফেও রাতে স্বাধীনতা দিবস পালন করা হবে বলে জানা গিয়েছে। তাই তা নিয়েও যাতে সতর্ক থাকে পুলিশ সে কথাও জানানো হয়েছে। কোনও উত্তেজনা যাতে না ছাড়ায় সেদিকে নজর রাখতে হবে। রাতভর পুলিশ থাকবে পর্যাপ্ত সংখ্যায়। তা নিশ্চিত করতে হবে।

সূত্রের খবর, কোন কোন জেলায় কতগুলি করে মিছিল ও বিক্ষোভ সমাবেশ রয়েছে আজ রাতে তা বৈঠকে বিভিন্ন জেলার এসপি, সিপিদের থেকে জেনে নেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার৷

অন্যদিকে, ‘মেয়েদের রাত দখল’ কর্মসূচির পিছনে বাম-বিজেপি রয়েছে বলে সোশ্যাল মিডিয়ার একের পর এক পোস্টে দাবি করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ৷

আরও পড়ুন: ‘দোষীদের আড়াল করার চেষ্টা করছে হাসপাতাল!,’ আর জি কর কাণ্ডে নজিরবিহীন শাস্তির দাবি রাহুল গান্ধির

এদিন একটি পোস্টে কুণাল লেখেন, ‘আরজিকর। আসল দোষী/দের ফাঁসি হোক। কোনও প্রভাবশালী থাকলেও যেন ছাড় না পায়। এই দাবি থাকবে। তবে, বামরামের রাজনৈতিক ইভেন্টে পা দেবেন না। রাতে অসংখ্য মা-বোন কাজ করেন, যাতায়াত করেন, অফিস করেন। তার জন্য রাত দখলের নাটক সাজাচ্ছে তারা, যাদের জমানা এইসব ঘটনায় কলুষিত। অরাজনীতির মুখোশ চলছে।’

প্রসঙ্গত, গত বুধবারের কলকাতা হাইকোর্টের নির্দেশের পরে আরজি কর কাণ্ডের তদন্তভার হাতে তুলে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷ দিল্লি থেকে কলকাতায় এসে গিয়েছে সিবিআই-এর বিশেষ তদন্তকারী দল৷ সিবিআই-এর হাতে তুলেও দেওয়া হয়েছে গ্রেফতার হওয়া সঞ্জয় রাইকে। সিবিআই-এর দলে রয়েছে নিজস্ব মেডিক্যাল টিম এবং ফরেন্সিক বিশেষজ্ঞরাও।