R G Kar Student Death: ভেঙে গিয়েছে কলার বোনের পাশের হাড়! গলা টিপে খুন? আর জি কর কাণ্ডে বাড়ছে ধোঁয়াশা

কলকাতা: ‘‘আমার মেয়েটাকে খুন করে ফেলেছে। আমার এই একটা মাত্র মেয়ে। অনেক কষ্ট করে ডাক্তার করেছিলাম। লোকের সেবা করতে এসে নিজে খুন হয়ে গেল।’’ একমাত্র মেয়ের এইভাবে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না আর জি কর কাণ্ডে মৃত তরুণী চিকিৎসকের মা৷ বাবা-ও শোকস্তব্ধ৷ শুক্রবার ভোরে আর জি কর হাসপাতালের সেমিনার রুমে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পর থেকেই উত্তাল হাসপাতাল চত্বর৷ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছেন হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা৷ আংশিক কর্মবিরতি ঘোষণা করেছেন৷ চলেছে বিক্ষোভ৷ হাসপাতাল চত্বরের ভিতরেই চিকিৎসকদের, মহিলাদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন৷ ঠিক কী ভাবে মৃত্যু হল ওই তরুণী চিকিৎসকের?

পুলিশের প্রাথমিক অনুমান, খুন হয়ে থাকতে পারেন ওই তরুণী চিকিৎসক৷ বৃহস্পতিবার রাত ৩টে থেকে শুক্রবার সকাল ৬টার মধ্যে মৃত্যু হয়েছে তাঁর৷ দেহের কলার বোনের কাছে ডান দিকে হাড়ের একটা অংশ ভাঙা৷ যদি কারও গলা হাত দিয়ে টেপা হয়ে থাকে সজোরে, এমন হাড় ভাঙতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞেরা৷ তা সত্ত্বেও কী ভাবে ওই হাড় ভেঙে থাকতে পারে, তা নিয়ে চলছে তদন্ত৷

তরুণীর মায়ের অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে তাঁর মেয়েকে৷ এমনকি, তাঁর মেয়ের চশমাটাও ভেঙে চুরমার হয়ে গিয়েছে৷

আরও পড়ুন: গলায়, ঠোঁটে আঘাতের চিহ্ন, চাদরে রক্তের দাগ! আর জি কর কাণ্ডে ভয়াবহ তথ্য সামনে

এরই মধ্যেই সামনে এসেছে আরেক ভয়াবহ তথ্য৷ ফরেন্সিক বিশেষজ্ঞ এস কে সাহা জানিয়েছেন, মৃত তরুণীর গলায় ও ঠোঁটে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে৷ তরুণীকে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক সেমিনার হলে নিচু একটি খাটের মতো জায়গায় সংজ্ঞাহীন ও বিধ্বস্ত অবস্থায় দেখতে পাওয়া যায়৷ সেই সময় তাঁর শরীর নীল রঙের চাদরে ঢাকা ছিল বলে জানা গিয়েছে৷ ফরেন্সিক বিশেষজ্ঞ এস কে সাহা জানিয়েছেন, তরুণীর গায়ে যে চাদর ঢাকা দেওয়া ছিল তাতেও কিছু জায়গায় রক্তের দাগ পাওয়া গিয়েছে৷

এদিন সকালে আর জি কর হাসপাতালের সেমিনার রুমে তরুণীর দেহ উদ্ধারের পরেই সেখানে ভিড় করে জুনিয়র চিকিৎসকেরা৷ পৌঁছন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল৷ পৌঁছেছেন মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়৷ তিনি জানিয়েছেন, এই ঘটনায় স্বতঃপ্রবৃত্ত হয়ে মামলা করছে মহিলা কমিশন৷ তরুণী যে এলাকার বাসিন্দা সেখানকার তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ও মামলায় যুক্ত থাকবেন বলে জানিয়েছেন৷

শুক্রবার সকালে আর জি কর হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের চার তলার সেমিনার হল থেকে উদ্ধার হয় ওই তরুণী চিকিৎসকের দেহ৷ দেহের পাশে ছিল মোবাইল, ল্যাপটপ, ব্যাগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সংজ্ঞাহীন অবস্থায় ছোট উঁচু খাটের মতো জিনিসে (মাটি থেকে একটু উঁচু) ওই তরুণীর দেহ, গায়ে নীল চাদর।