নয়াদিল্লি: দিল্লিতে বাঙালিদের অন্যতম ঠিকানা চিত্তরঞ্জন পার্ক। সেই রাস্তাতেই আলপনার মাধ্যমে লেখা হল ‘বিচার চাই’।
দিল্লির সিআর পার্কের কে ব্লকের কোঅপারেটিভ গ্রাউন্ড পূজা সমিতির এবারের থিম গ্রাম বাংলার শিল্প-সংস্কৃতিতে মাতৃ শক্তি। আর এই মাতৃ আরাধনাতে পুজো উদ্যোক্তাদের স্পষ্ট বার্তা, উৎসবেও আছি, প্রতিবাদেও আছি। সেই কারণেই সিআর পার্কের বাঙালি শিল্পীরা রাস্তার উপর আলপনা দিয়ে বিচারের দাবি ফুটিয়ে তুলেছেন।
আরও পড়ুন- বলুন তো, টেস্ট ক্রিকেটে কেন থাকে চা বিরতি? ক্রিকেটের সঙ্গে চা পানের কী সম্পর্ক!
প্রসঙ্গত, একমাস আগে যখন রাত দখলের দাবিতে কলকাতা রাত জাগছে। তখন পিছিয়ে থাকেনি দিল্লির সিআর পার্কও। দিল্লিতেও আরজিকরের নির্যাতিতার বিচারের দাবিতে সিআর পার্কে রাত দখল অভিযানে নেমেছেন মানুষ। উৎসবেও সেই ধারাবাহিকতা বজায় রাখল দিল্লির মিনি কলকাতা।
অন্যদিকে আরজি করে জুনিয়ক চিকিৎসক তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনায় প্রথম চার্জশিট দিল সিবিআই। ৫৮ দিনের মাথায় চার্জশিট পেশ করল সিবিআই। সঞ্জয় রাইকে একমাত্র ধর্ষণ ও খুনের মামলায় একমাত্র অভিযুক্ত হিসেবে উল্লেখ করেছে সিবিআই। মত্ত অবস্থায় সঞ্জয় রাই ধর্ষণ ও খুন করে বলে উল্লেখ কেন্দ্রীয় গোয়েন্দাদের।