Rahool Mukherjee: রাহুলের পুজোর ছবির শ্যুটিংয়ে ফের বাধা! ফেডারেশনকে হুঁশিয়ারি রাজের, জট কি কাটবে

কলকাতা: পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে ঘিরে জট এখনও কাটল না। শনিবার থেকে তাঁর নতুন ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল। পরিচালক এবং অভিনেতারা পৌঁছে গেলেও টেকনিশিয়ানরা এখনও পর্যন্ত কেউ ফ্লোরে আসেনননি।

সূত্রের খবর, টেকনিশিয়ানরা রাহুলের সঙ্গে কাজ করতে নারাজ। রাহুলের পাশে দাঁড়িয়েছেন পরিচালকদের একাংশ। তাঁর পাশে দাঁড়াতে টেকনিশিয়ান স্টুডিওয় পৌঁছে যান রাজ চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়, দেব, কৌশিক গঙ্গোপাধ্যায়, অরিন্দম শীল, পরমব্রত চট্টোপাধ্যায়, মানসী সিনহা, রাজর্ষি দে-সহ বহু পরিচালক।

পরিচালক রাজ চক্রবর্তী জানিয়েছেন, টেকনিশিয়ানরা যদি অসহযোগিতা করেন, তা হলে গুরুতর পদক্ষেপ করা হবে। রাহুলের ছবির কাজ শুরু না হলে সোমবার থেকে অন্য পরিচালকরাও ফ্লোরে যাবেন না। ফেডারেশনকে দু’দিন সময় দেওয়া হয়েছে রাহুলের পাশে থাকা পরিচালকদের পক্ষ থেকে। তার মধ্যে যদি এই ঘটনা সম্পর্কে যথার্থ কোনও উত্তর না পাওয়া যায়, সেই ক্ষেত্রে কর্মবিরতির সিদ্ধান্ত নেবেন পরিচালকরা।

আরও পড়ুন: ‘শাস্তি’ নিরসন! পরিচালকের আসনে বসতে পারবেন রাহুল? পুজোর ছবিও কি পরিচালনা করবেন

 আরও পড়ুন: ‘শাস্তি’র জের! রাহুলকে সরতে হল নতুন ছবির পরিচালনা থেকে, সেই আসনে এলেন কে

রাহুলের উপর অভিযোগ ছিল যে, ফেডারেশনকে না জানিয়েই তিনি বাংলাদেশে গিয়ে একটি সিরিজের শ্যুটিং করে আসেন। ওপার বাংলার জনপ্রিয় ওটিটি সংস্থা চরকি-র তত্ত্বাবধানে তৈরি হচ্ছে সিরিজটি। যার ফলে পরিচালনার যাবতীয় দায়িত্ব থেকে সরে আসতে হয়েছিল তাঁকে। তার পরেই তাঁকে তিন মাসের জন্য সাসপেন্ড করা হয়।শনিবার ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার (DAEI) সিদ্ধান্তে তিন মাসের ব্যান থেকে মুক্তি পেয়েছিলেন রাহুল। তাঁর উপর পরিচালক হিসাবে কাজ করার আর কোনও নিষেধাজ্ঞা ছিল না। তার পরেই টেকনিশিয়ান স্টুডিওতে পুজোর ছবির শ্য়ুটিংয়ের আয়োজন করেছিল। উপস্থিত ছিলেন প্রসেনজিৎ, অনির্বাণ ভট্টাচার্যেরা। কিন্তু কলাকুশলীরা না থাকায় শ্য়ুটিং শুরু হল না।