এরই মধ্যে জানা গিয়েছে, রাজস্থান রয়্যালসের কোচ হতে চলেছেন দ্রাবিড়। সৌরভই সেই ইঙ্গিত দিয়েছেন।

Rohit Sharma-Rahul Dravid: ‘রোহিত ফোন করে বলল…’, ওয়ান ডে বিশ্বকাপে হারের পর ‘জীবনের সেরা কল’ পান দ্রাবিড়, জানালেন আরেক বিশ্বকাপ জয়ের পর

সদ্য টি২০ বিশ্বকাপ জিতেছে ভারত। আবেগে ভাসছে গোটা দেশ। কিন্তু ২০২৩-এর ওয়ান ডে বিশ্বকাপের স্মৃতি এখনও টাটকা। কাপ জয়ের এত কাছে এসেও ফাইনালের হারের যন্ত্রণা আজও কাঁটার মতো বেঁধে রোহিত শর্মাদের। রোহিত, বিরাটদের মতো মুষড়ে পড়েছিলেন রাহুল দ্রাবিড়ও। Photo: BCCI
সদ্য টি২০ বিশ্বকাপ জিতেছে ভারত। আবেগে ভাসছে গোটা দেশ। কিন্তু ২০২৩-এর ওয়ান ডে বিশ্বকাপের স্মৃতি এখনও টাটকা। কাপ জয়ের এত কাছে এসেও ফাইনালের হারের যন্ত্রণা আজও কাঁটার মতো বেঁধে রোহিত শর্মাদের। রোহিত, বিরাটদের মতো মুষড়ে পড়েছিলেন রাহুল দ্রাবিড়ও। Photo: BCCI
রোহিত, বিরাটদের মতো মুষড়ে পড়েছিলেন রাহুল দ্রাবিড়ও। ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ের পর হেড কোচের দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন তিনি। সেই সময়ই আসে রোহিতের ফোন। সিদ্ধান্ত বদলান দ্রাবিড়। কোচের দায়িত্ব ছাড়বেন না। ফোনে দ্রাবিড়কে এমনই অনুরোধ করেছিলেন রোহিত। সঙ্গে মনে করিয়ে দিয়েছিলেন, কয়েক মাসের মধ্যে আরও একটা বিশ্বকাপ আসছে। ট্রফি জয়ের সুবর্ণ সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার। এর একটা বিশ্বকাপ বলতে ২০২৪-এর টি২০ বিশ্বকাপের কথাই বোঝাতে চেয়েছিলেন রোহিত।
রোহিত, বিরাটদের মতো মুষড়ে পড়েছিলেন রাহুল দ্রাবিড়ও। ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ের পর হেড কোচের দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন তিনি। সেই সময়ই আসে রোহিতের ফোন। সিদ্ধান্ত বদলান দ্রাবিড়। কোচের দায়িত্ব ছাড়বেন না। ফোনে দ্রাবিড়কে এমনই অনুরোধ করেছিলেন রোহিত। সঙ্গে মনে করিয়ে দিয়েছিলেন, কয়েক মাসের মধ্যে আরও একটা বিশ্বকাপ আসছে। ট্রফি জয়ের সুবর্ণ সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার। এর একটা বিশ্বকাপ বলতে ২০২৪-এর টি২০ বিশ্বকাপের কথাই বোঝাতে চেয়েছিলেন রোহিত।
টি২০ বিশ্বকাপ জয়ের পর বৃহস্পতিবার দেশে ফিরেছেন রোহিত শর্মারা। ওয়াংখেড়ে স্টেডিয়ামে সংবর্ধনা দেওয়া হয় গোটা টিমকে। সেখানেই এই কথা জানান দ্রাবিড়। তিনি বলেন, “ওয়ান ডে বিশ্বকাপের পর আর কোচিং চালিয়ে যাব কি না ভাবছিলাম। গোটা টিম দুর্দান্ত খেলেছে। কিন্তু ফাইনালে হেরে হতাশ হয়ে পড়েছিলাম”।
টি২০ বিশ্বকাপ জয়ের পর বৃহস্পতিবার দেশে ফিরেছেন রোহিত শর্মারা। ওয়াংখেড়ে স্টেডিয়ামে সংবর্ধনা দেওয়া হয় গোটা টিমকে। সেখানেই এই কথা জানান দ্রাবিড়। তিনি বলেন, “ওয়ান ডে বিশ্বকাপের পর আর কোচিং চালিয়ে যাব কি না ভাবছিলাম। গোটা টিম দুর্দান্ত খেলেছে। কিন্তু ফাইনালে হেরে হতাশ হয়ে পড়েছিলাম”।
হতাশায় ডুবে গিয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু সেখান থেকে বেরতেও তো হবে। সেই কাজের দায়িত্বই নিজের কাঁধে তুলে নেন অধিনায়ক স্বয়ং। দ্রাবিড়কে ফোন করেন রোহিত। ‘দ্য ওয়াল’-এর কথায়, “রোহিত ফোন করে বলে, ‘রাহুল, ছয় থেকে আট মাসের মধ্যে আরও একটা বিশ্বকাপ। আমরা সবাই মিলে বিশ্বকাপটা জিতি”।
হতাশায় ডুবে গিয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু সেখান থেকে বেরতেও তো হবে। সেই কাজের দায়িত্বই নিজের কাঁধে তুলে নেন অধিনায়ক স্বয়ং। দ্রাবিড়কে ফোন করেন রোহিত। ‘দ্য ওয়াল’-এর কথায়, “রোহিত ফোন করে বলে, ‘রাহুল, ছয় থেকে আট মাসের মধ্যে আরও একটা বিশ্বকাপ। আমরা সবাই মিলে বিশ্বকাপটা জিতি”।
সঙ্গে রাহুল যোগ করেন, “একদল প্রতিভাবান, ব্যতিক্রমী ছেলেদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। আমি কৃতজ্ঞ। বার্বাডোজে আমার যে অভিজ্ঞতা হয়েছে, আর এখানে যা করেছি, সেটাও অনুভব করতে হবে। সত্যিই আমি কৃতজ্ঞ। আর ওই ফোন কল সম্ভবত আমার জীবনের সেরা ফোন কল”।
সঙ্গে রাহুল যোগ করেন, “একদল প্রতিভাবান, ব্যতিক্রমী ছেলেদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। আমি কৃতজ্ঞ। বার্বাডোজে আমার যে অভিজ্ঞতা হয়েছে, আর এখানে যা করেছি, সেটাও অনুভব করতে হবে। সত্যিই আমি কৃতজ্ঞ। আর ওই ফোন কল সম্ভবত আমার জীবনের সেরা ফোন কল”।
টি২০ স্কোয়াডের ১৫ জন ক্রিকেটারেরই প্রশংসা করেন দ্রাবিড়। তাঁদের লড়াকু মনোভাব এবং ভাল খেলার ইচ্ছাকে কুর্নিশ জানিয়েছেন তিনি। দ্রাবিড়ের কথায়, “সবাই মিলে একটা পরিবার হয়ে উঠেছিল। ওরা যা করেছে অবিশ্বাস্য। কোচ হিসেবে, সাপোর্ট স্টাফ হিসেবে এর থেকে বেশি কিছু চাওয়ার নেই। এই ছেলেদের কোচিং করানো ভাগ্যের ব্যাপার।’’ Photo: BCCI
টি২০ স্কোয়াডের ১৫ জন ক্রিকেটারেরই প্রশংসা করেন দ্রাবিড়। তাঁদের লড়াকু মনোভাব এবং ভাল খেলার ইচ্ছাকে কুর্নিশ জানিয়েছেন তিনি। দ্রাবিড়ের কথায়, “সবাই মিলে একটা পরিবার হয়ে উঠেছিল। ওরা যা করেছে অবিশ্বাস্য। কোচ হিসেবে, সাপোর্ট স্টাফ হিসেবে এর থেকে বেশি কিছু চাওয়ার নেই। এই ছেলেদের কোচিং করানো ভাগ্যের ব্যাপার।’’ Photo: BCCI