Amit Shah Interview: ‘মিথ্যা, জোরের সঙ্গে মিথ্যা, বারবার মিথ্যা বলাই রাহুল গান্ধির নীতি’, ইভিএম প্রশ্নে বিরোধীদেরই তোপ অমিত শাহের

নয়াদিল্লি: ইভিএম নিয়ে প্রশ্ন তোলায় রাহুল গান্ধি ও বিরোধীদের তীব্র সমালোচনা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, ‘‘রাহুল গান্ধি ভেবেচিন্তা কথা বলেন না।’’ শুধু তাই নয়, নেটওয়ার্ক 18 গ্রুপের প্রধান সম্পাদক রাহুল জোশীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি রাহুলকে ‘মিথ্যাবাদী’ বলে অভিহিত করেন।

বিরোধীরা কীভাবে ইভিএম নিয়ে প্রশ্ন তুলছে? এর জবাবে অমিত শাহ পাল্টা জিজ্ঞেস করেন, বিজেপি যদি ইভিএম হ্যাক করে তাহলে তেলঙ্গানা, হিমাচলপ্রদেশ এবং অন্যান্য রাজ্যের নির্বাচনে হারল কীভাবে?

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “রাহুল গান্ধি ভেবেচিন্তে কথা বলেন না। আমরা যদি ইভিএমের কারণে জিতি তাহলে তেলেঙ্গানা বা তামিলনাড়ুতে হারলাম কীভাবে? কেন আমরা বছরের পর বছর কেরলে হারছি? কেন আমরা হিমাচল ও বাংলায় হেরে গেলাম?’’

আরও পড়ুন:‘এটা তাঁর কাজ, এটা তাঁর কর্তব্য!,’ কোন প্রসঙ্গে একথা বললেন অমিত শাহ? তোষণ রাজনীতি নিয়ে কংগ্রেসকে তোপ

সঙ্গে তিনি যোগ করেন, “রাহুল গান্ধির স্পষ্টভাবে বলা উচিত, ইভিএমের ফলাফলে যদি আমরা জিতেও যাই, শপথ নেব না। কিন্তু জিতলে নতুন জামাকাপড় পরে শপথ নেয়। আর হারলে ইভিএমকে দায়ী করে। এ কেমন রাজনীতি? আপনি জিতলে ইভিএম ঠিক আছে। হেরে গেলে ইভিএম খারাপ? দেশের মানুষ কী এসব বোঝে না!”

রাহুল গান্ধিকে কটাক্ষ করে অমিত শাহ আরও বলেন, “দেশের মানুষ এসব বোঝে। কিন্তু এত বড় একটা দল কেন তার নেতার উপদেষ্টা বদল করে না, আমি বুঝি না। দেখছি আর অবাক হচ্ছি। যাইহোক বাদ দিন, এটা ওদের দলের ব্যাপার।”

আরও পড়ুন : ‘পৈতৃক আসন থেকে লড়ার মতো আত্মবিশ্বাসও ওঁদের নেই’, অমেঠি, রায়বরেলী নিয়ে রাহুল-প্রিয়াঙ্কাকে কটাক্ষ শাহের

অমিত শাহ আরও বলেন, “মিথ্যা, জোর দিয়ে মিথ্যা এবং বারবার মিথ্যা বলাই রাহুল গান্ধির নীতি।’’ ৪০০-র বেশি আসন পেলে বিজেপি সংবিধান বদলে দেবে বলেও আশঙ্কা প্রকাশ করছে বিরোধীরা। এই নিয়ে প্রশ্ন করা হলে শাহ বলেন, “এই দশ বছর আমরা কী করেছি। আমরা সংরক্ষণ তুলে দেওয়ার চেষ্টা করিনি। আমরা আমাদের সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়েছি ৩৭০ ধারা বাতিল করতে, তিন তালাক তুলতে, ইউসিসি আনতে, ব্রিটিশ আইন পরিবর্তন করতে, কাশ্মীরে শান্তি আনতে। রাহুল গান্ধি একটাই নিয়ম মেনে চলেন, মিথ্যা, জোরের সঙ্গে মিথ্যা এবং বারবার মিথ্যা। তিনি সেই নিয়ম মেনেই চলছেন।”