Rahul Gandhi: ‘মানুষ চায় না মোদি-শাহ দেশ চালান…’ কংগ্রেসের বাজিমাতের পরে ‘বড়’ বার্তা রাহুলের

নয়াদিল্লি: এবারটা কিছুটা আলাদা। ২০১৪ এবং ২০১৯-এর মতো এ বার আর একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না ভারতীয় জনতা পার্টি। পরপর তিন বার ক্ষমতায় আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি নিজে একাধিক বার দাবি করেছিলেন, এককভাবে বিজেপি ৩৭০ আসনে জিতবে বিজেপি। বিরোধী দলনেতার পদের জন্য যে আসনে জেতা প্রয়োজন  ২০১৪ এবং ২০১৯-এ কংগ্রেস সেই মর্যাদা পায়নি। এ বার লোকসভার অধিবেশনে বিরোধী দলের সামনে পড়তে হবে বিজেপিকে। এক্সিট পোলকে পুরো ভুল প্রমাণিত করে ইন্ডিয়া জোট অনেকটাই এগিয়ে। মঙ্গলবার বিকালে সাংবাদিক বৈঠক করেন রাহুল গান্ধি।

রাহুলের কথায়, ‘ আমরা চাই না  নরেন্দ্র  মোদি আর অমিত শাহ আমাদের দেশ চালান। একটা বিরাট মেসেজ দেওয়া হল। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি গর্বিত তাদের জন্য। এই দেশের মানুষের জন্য। সব শেষে বলছি হিন্দুস্তানের এই সংবিধান বাঁচানোর কাজ গরিব মানুষেরা করেছেন, শ্রমিকেরা করেছেন।’

উত্তরপ্রদেশের রায়বরেলি এবং দক্ষিণের ওয়ানাদ দু’টি কেন্দ্র থেকেই বিরাট মার্জিনে জয়ী হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ মায়ের ছেড়ে যাওয়া কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী করা হয় রাহুলকে৷ সেই রাহুলই রায়বরেলি কেন্দ্র থেকে জয়ী হলেন প্রায় ৪ লক্ষেরও বেশি ভোটে৷