আগস্টে রেকর্ড পরিমাণে আয় পূর্ব রেলের

মাত্র ২০ দিনে রেলের বিরাট আয়! পূর্ব রেল যা জানাল, শুনলে অবাক হয়ে যাবেন

হাওড়া: প্রায় ১ কোটি টাকা জরিমানা আদায় করল রেল! শুনলে অবাক হবেন ২০২৪ সালের অগাস্টের প্রথম ২০ দিনের আয় এত টাকা।
হাওড়া: প্রায় ১ কোটি টাকা জরিমানা আদায় করল রেল! শুনলে অবাক হবেন ২০২৪ সালের অগাস্টের প্রথম ২০ দিনের আয় এত টাকা।
যাত্রীদের সঠিক এবং নিরাপত্তা মূলক পরিষেবা দিতে সদা প্রস্তুত ভারতীয় রেল। এবার পূর্ব রেলওয়ের হাওড়া ডিভিশনের বাণিজ্যিক বিভাগের টিকিট চেকিং কর্মীরা সাম্প্রতিক টিকিট-চেকিং ড্রাইভে দৃষ্টান্তমূলক ফলাফল পেয়েছেন।
যাত্রীদের সঠিক এবং নিরাপত্তা মূলক পরিষেবা দিতে সদা প্রস্তুত ভারতীয় রেল। এবার পূর্ব রেলওয়ের হাওড়া ডিভিশনের বাণিজ্যিক বিভাগের টিকিট চেকিং কর্মীরা সাম্প্রতিক টিকিট-চেকিং ড্রাইভে দৃষ্টান্তমূলক ফলাফল পেয়েছেন।
গত ২০ দিনে ১লা অগাস্ট থেকে ২০শে অগাস্ট, ২০২৪ পর্যন্ত কর্মীরা সফলভাবে আনুমানিক প্রায় ১.১৫ কোটি জরিমানা হিসেবে আদায় করেছেন বলে জানা গিয়েছেন। টিকিটবিহীন ভ্রমণ এবং অনুপযুক্ত টিকিটের মোট প্রায় ৪৬,০০০ ঘটনা সনাক্ত করা হয়েছে।
গত ২০ দিনে ১লা অগাস্ট থেকে ২০শে অগাস্ট, ২০২৪ পর্যন্ত কর্মীরা সফলভাবে আনুমানিক প্রায় ১.১৫ কোটি জরিমানা হিসেবে আদায় করেছেন বলে জানা গিয়েছেন। টিকিটবিহীন ভ্রমণ এবং অনুপযুক্ত টিকিটের মোট প্রায় ৪৬,০০০ ঘটনা সনাক্ত করা হয়েছে।
টিকিটবিহীন ভ্রমণ রোধ করতে টিকিট চেকিং শুরু করেছিল রেল। ২০ দিনের মধ্যে ইস্টার্ন রেলওয়ের বিরাট টাকা আদায়।
টিকিটবিহীন ভ্রমণ রোধ করতে টিকিট চেকিং শুরু করেছিল রেল। ২০ দিনের মধ্যে ইস্টার্ন রেলওয়ের বিরাট টাকা আদায়।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শ্রী কৌশিক মিত্র বলেছেন, আমাদের মূল উদ্দেশ্য টিকিট ছাড়া যাত্রীদের কাছ থেকে জরিমানা করা নয়, বিভিন্ন সচেতনতা প্রচারের মাধ্যমে যথাযথ টিকিট কেনার আবেদন করা৷
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শ্রী কৌশিক মিত্র বলেছেন, আমাদের মূল উদ্দেশ্য টিকিট ছাড়া যাত্রীদের কাছ থেকে জরিমানা করা নয়, বিভিন্ন সচেতনতা প্রচারের মাধ্যমে যথাযথ টিকিট কেনার আবেদন করা৷
টিকিটিংয়ের বিভিন্ন মোড রয়েছে যেমন বুকিং উইন্ডো, এটিভিএম এবং অনলাইনেও। বিনা টিকিট যাত্রীদের শুধু মোটা জরিমানাই দিতে হয় না, সমাজে তাদের ভাবমূর্তিও নষ্ট হয় বলে মনে করছে রেল।রাকেশ মাইতি
টিকিটিংয়ের বিভিন্ন মোড রয়েছে যেমন বুকিং উইন্ডো, এটিভিএম এবং অনলাইনেও। বিনা টিকিট যাত্রীদের শুধু মোটা জরিমানাই দিতে হয় না, সমাজে তাদের ভাবমূর্তিও নষ্ট হয় বলে মনে করছে রেল।
রাকেশ মাইতি