কড়া পদক্ষেপ রেলের (Representative Image)

Railways Fine: স্টেশন ও রেল চত্বরে ধূমপান, আবর্জনা- থুতু ফেললেই মোটা অঙ্কের জরিমানা! কড়া পদক্ষেপ রেলের

আবীর ঘোষাল, কলকাতা: রেল স্টেশন ও রেল চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পূর্ব রেলের রেল সুরক্ষা বাহিনী (RPF) একটি কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। রেল স্টেশন ও রেল চত্বরের ভিতরে ধূমপান, আবর্জনা ফেলা কিংবা থুতু ফেলার জন্য এখন থেকে মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে। অপরাধীদের কাছ থেকে টাকা আদায়ের জন্য দেওয়া হবে মানি ভ্যালু রিসিপ্ট (MVR), যেখানে জরিমানা হবে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত! এমনটাই রেলের পক্ষ থেকে জানানো হয়েছে ৷

আরও পড়ুন– মেট্রো রেলের শেষ ধাপের কাজ চলছে সুড়ঙ্গে, দুর্গা পিতুরি লেনের ১১টি বাড়ি থেকে বাসিন্দাদের সরানো হল হোটেলে

এই নতুন প্রক্রিয়া গত ২৪ জুলাই, ২০২৪ থেকে কার্যকর হয়েছে এবং নিয়ম ভঙ্গকারীদের ওপর ইতিমধ্যেই বিশাল প্রভাব ফেলেছে। জুলাই এবং অগাস্ট মাসে ৫,৫৬৯ জন ধূমপায়ী থেকে মোট ১১,১৩,৭৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে, আর ৭,৮৯৮ জনের কাছ থেকে আবর্জনা ফেলায় জরিমানা করা হয়েছে মোট ১১,২১,৭০০ টাকা।

উল্লেখযোগ্য বিষয় হল, এই জরিমানা থেকে প্রাপ্ত অর্থ রেলের ট্রেজারিতে জমা হবে এবং তা রেল পরিকাঠামো উন্নয়ন ও সংরক্ষণের কাজে ব্যবহার করা হবে।

আরও পড়ুন– বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ, সপ্তাহের শেষে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের উপকূল-সহ সংলগ্ন জেলাগুলিতে

পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে পূর্ব রেল প্রতিশ্রুতিবদ্ধ। সকল যাত্রী এবং রেল কর্মচারীদের কাছে অনুরোধ, এই প্রচেষ্টায় সহযোগিতা করুন। রেল সুরক্ষা বাহিনী আরও কঠোরভাবে এই নিয়ম প্রয়োগ করবে এবং ভবিষ্যতে অপরাধের এই ধরনের অপরিচ্ছন্নতা সৃষ্টিকারী কার্যকলাপের হার কমানোর জন্য পূর্ব রেল সক্রিয় থাকবে।