রাজ্যসভায় ত্রিপুরার ১টি আসনের উপনির্বাচনে বাজিমাত কার

Tripura Rajya Sabha Polls: বাম না বিজেপি? রাজ্যসভায় ত্রিপুরার ১টি আসনের উপনির্বাচনে বাজিমাত কার জানুন

আগরতলা: প্রত্যাশিত ভাবেই ত্রিপুরায় রাজ্যসভার একটি মাত্র শূন্য আসনে উপনির্বাচনে বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য জয়ী হয়েছেন। তিনি বিজেপি, আইপিএফটি এবং তিপরা মোথা মিলে ৪৭ জন বিধায়কের ভোট পেয়েছেন।

অন্যদিকে, বামফ্রন্ট প্রার্থী সিপিএমের সুধন দাস ১০টি ভোট পেয়েছেন। কংগ্রেস এদিন রাজ্যসভার উপনির্বাচনে ভোটদানে বিরত থেকেছে। ফলে, ৬০ জন বিধায়কের মধ্যে ৫৭ জন এদিন ভোটাধিকার প্রয়োগ করেছেন। রাজ্যসভায় উপনির্বাচনে জয়ী হওয়ার পর বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্যকে দলের সমস্ত বিধায়ক এবং শীর্ষ পদাধিকারীরা  শুভেচ্ছা জানিয়েছেন।

আরও পড়ুন: সন্দীপের সঙ্গে এত খাতির! এমন এক ব্যক্তিকে ধরেছে সিবিআই, যার কাণ্ডকারখানা চোখ কপালে তুলে দেবে

বিজেপির রাজ্য সভাপতি তথা নয়া সাংসদ  রাজীব ভট্টাচার্য বলেন, ‘বিজেপি সরকার জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মানিক সাহা আমাকে বিশ্বাস করে রাজ্যসভার সাংসদ হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ দিয়েছেন। তিনি নিশ্চিত রাজ্যসভায় গিয়ে জনগণের উন্নয়নের ধারাকে ত্বরান্বিত করতে পারব।’

আরও পড়ুন: চাল-ডালে পোকা ধরেছে? কৌটোয় রাখুন এই ‘একটা’ জিনিস! পোকার বংশ থাকবে না

এদিন তিনি আরও বলেন, বিজেপি, আইপিএফটি এবং তিপরা মোথা মিলে ৪৭ জন বিধায়কের ভোট পেয়েছেন। তিনি সকল বিধায়ক ও বিধায়িকাকে ধন্যবাদ জানিয়েছেন। আগরতলা, রাজ্যসভায় ত্রিপুরার একটি আসনে জয়ী হলেন ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী রাজীব ভট্টাচার্য। এই জয়ে শ্রী ভট্টাচার্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এর আগে মঙ্গলবার সকালে ভোট দানে অংশ নিয়ে বিজেপি, তিপ্রা মোথা ও আইপিএফটির ৪৭টি ভোট নিয়ে তিনি বিজয়ী হবেন বলে আশাবাদী ছিলেন মুখ্যমন্ত্রী।

ভোট প্রক্রিয়ায় অংশ নিয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন মুখ্যমন্ত্রী ডাঃ সাহা। এর পাশাপাশি ভোট দানে অংশ নেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, মন্ত্রিসভার সমস্ত সদস্য-সহ শাসক দলের বিধায়ক, শরিক দল তিপ্রা মথা ও আইপিএফটির বিধায়কগণ। মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী রাজীব ভট্টাচার্যও। ভোটাধিকার প্রয়োগ করে সংবাদ মাধ্যমকে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যসভার ১টি আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীর জয় ১০০ শতাংশ নিশ্চিত। বিজেপি সহ তাদের সহযোগী দলগুলির ৪৭টি ভোট পাচ্ছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী রাজীব ভট্টাচার্য।

এদিকে ফল ঘোষণার পর বিপুল ভোটে জয়ী হন ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী রাজীব ভট্টাচার্য। এজন্য সামাজিক মাধ্যমে ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি ও মনোনীত প্রার্থী রাজীব ভট্টাচার্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস উন্নত ও শ্রেষ্ঠ ত্রিপুরা নির্মাণে আমাদের সার্বিক প্রয়াসে রাজীব ভট্টাচার্য বলিষ্ঠ ভূমিকা পালন করবেন।’

আবীর ঘোষাল