উত্তরবঙ্গ, মালদহ Rain In North Bengal: বঙ্গোপসাগরে একই জায়গায় অবস্থান করছে নিম্নচাপ, লক্ষ্মীপুজোতে এই জেলাতে ফের বৃষ্টির অশনি Gallery October 14, 2024 Bangla Digital Desk সপ্তাহের শুরুতেই মেঘলা আকাশ থাকবে। তবে বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। আগামী দুই দিন গৌড়বঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। বুধবার থেকে জেলাগুলির আবহাওয়ার পরিবর্তন হতে পারে। লক্ষ্মীপুজোর দিন থেকে গৌড়বঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস না থাকলেও বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন। শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদহ সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। অক্টোবর মাসের মাঝামাঝি থেকেই জেলাগুলোর তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় বৃষ্টি হলে তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সপ্তাহব্যাপী গৌড়বঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে। সপ্তাহের মাঝামাঝিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ১৭ অক্টোবর পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।